নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

সব কিছুতেই আল্লাহুর তাআলালার দোষ দেয়া ঠিক নয়

২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪১

যেমন ধরা যাক হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণের কথাই,আমাদের জানা আছে নিশ্চয় যে ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে সে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় ১৪০,০০০ লোক মারা যায় ।অন্যদিকে নাগাসাকিতে প্রায় ৭৪০০০ লোক মারা যায় এবং পরবর্তীতে সেই দুই শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্টি রোগে আক্রান্ত হয়ে মারা যান আরো প্রায় ২১৪,০০০ জন মানুষ।জাপানের আসাহি শিমবুন-এর করা হিসাব অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্টি রোগসমূহের ওপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরে হিরোশিমায় ২৩৭,০০০ এবং নাগাসাকিতে ১৩৫,০০০ লোকের মৃত্যু ঘটে ছিল।আচ্ছা এখন বলুনতো এখানে কি আল্লাহুর কোনো হাত আছে নাকি আল্লাহু বলেছেন আমাদের তোমরা বোমা মারো ? এখন একটা ভাইরাস আমরা আল্লাহুর সৃষ্টি সেরা জীব মানুষেরা যদি আবিস্কার করে কোনো শহরে ছড়াইয়া দেই আর তার কারনে হাজার হাজার মানুষের জান মালের ক্ষতি বা মারা যায়,আর তার পরে যদি বলি বা আল্লাহুকে দোষ দিয়ে বলি আল্লাহু চাইছেন তাই মানুষ মরছে বা তাদের ক্ষয়ক্ষতি হইছে তাহলে কি এটা হয়,বলুন ।বোমা বানাইলাম আমরা মানুষেরা আবার সেটা প্রয়োগও করলাম আমরাই আর দোষ দিলাম আল্লাহুর,এই আমাদের আল্লাহুর প্রতি ঈমান আর বিশ্বাস।

এরপর আসুন সাম্প্রতিক ডেঙ্গু নিয়েই একটু ভাবি।আমাদের ঘরের আশেপাশে যত ময়লা জমালাম আমরা,তার পর বাড়িতে টপে করে ফুলের গাছ রোপন করলাম আমরা আবার সেই গাছকে বাঁচানোর জন্য ইচ্ছে পানি দিয়ে টপ ভরাট করে রাখলাম,কিন্তু ঠিকমত পানি যাতে
সেই টপে জমে না থাকে সেরকম ব্যবস্থা করলাম না, আর যখন সেখান থেকে ডেঙ্গু বিস্তার করলো আর সেই ডেঙ্গুতে কেও আক্রান্ত হল
অমনেই আমরা আল্লাহুকে নিয়ে টাণাটাণি শুরু করলাম যে আল্লাহু চাইছেন বলে ওই লোকের ডেঙ্গু হইছে । অথচ আমরা যদি বাড়ির আশপাশ সব জায়গা ঠিকঠাক মত পরিস্কার রাখতাম তাহলে আর ডেঙ্গু বিস্তার লাভের সুযোগ থাকত না । তাই বলি কি সব কাজেই
আল্লাহুকে টাণাটাণি না করে নিজেদের সাধারন জ্ঞানটুকো যদি একটু খাটাই তাহলে দেখা যাবে দোষ বা ভুলগুলো কিন্তু আমাদেরই।

আল্লাহু কিন্তু আমাদের অনেক জ্ঞানবুদ্ধি দিয়েছেন সেগুলো একটু ভালো কাজে লাগালে অনেক খারাপ যুর্যোগ থেকে আমরা রেহাই
পেতে পারি ।


















মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবকিছু আমার মনোমত হবে, বাড়ি, গাড়ি, নারী, ছেলে, মেয়ে, সম্মান, সম্পদ, কিন্তু ধর্ম মানব না, ধর্ম পালন করতে পারব না, ক্ষমতা চাই, অন্যরা অক্ষম হোক। এই হলো অবস্থা।

ধর্ম ষোল আনা মানতে হবেনা, চার আনা মানলেইল দেখা যায়, পৃথিবীতে যা হচ্ছে সব মানুষকৃত এবং বেশিরভাগ সম্পদ এবং শক্তির জন্য।

২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো হলে আমি আপনি করছি,আর খারাপ হলে আল্লাহু চাইছে তাই হয়েছে। এই হলো আমাদের এখনকার অবস্থা । মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ভাই ।

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

একাল-সেকাল বলেছেন:
কোন কিছ্যুতেই আল্লাহকে দোষারোপ করা নির্বুদ্ধিতা। মানুষ তার নিজ কর্ম ফল স্বরূপ পরীক্ষায় পড়ে। জাপান পারমানবিক বোমাক্রান্ত হওয়ার পর নিজেদের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন করে। ফলশ্রুতিতে, জাপান কারিগরি শিল্পে হয় প্রতাপশালী দেশ। আজ অব্দি যুদ্ধ এড়িয়ে চলে।

২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০২

ব্লগ সার্চম্যান বলেছেন: এই বিষয়গুলো যদি সামন্য একটু জ্ঞান বুদ্ধি আমরা কাজে লাগাই তাহলেই আমাদের সামনে পরিস্কার হয়ে যায় । ধন্যবাদ ভাই মুল্যবান মন্তব্যের জন্য ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তবিক বিষয়ে সুন্দর পোস্টের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৪

ব্লগ সার্চম্যান বলেছেন: আবারো এসে মন্তব্য জানান দেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ভাই ।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাঝেমাঝে সত্যি কষ্ট হয়। কিছু প্রশ্নের উত্তর আমি পেয়েছি। যেমন অমুকে তমুককে হত্যা করেছে, তমুকে অমুকের মেয়েকে ধর্ষণ করেছে, ওদেকে আল্লাহ ধ্বংস করেন না কেন? উত্তর জানার পর আমি আর বাড়াবাড়ি করি না, না করার কারণ অমুকের আর তমুকের শাস্তি হলে কেউ নিস্তার পাবনা। আল্লাহ সবার জন্য সমান, সবাই আল্লাহর সৃষ্টি।

ইয়া আল্লাহ, আমাদেরকে বাস্তিক বানান, আমরা সত্যি বিভ্রান্ত হয়েছি। আমাদেরকে ক্ষমা করুন।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: আল্লাহু সর্ব শক্তিমান এবং পরম করুনাময় ক্ষমাশীল ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৮

রূপম রিজওয়ান বলেছেন: প্রথমত,পোস্টের বক্তব্যের সাথে পুরোপুরি একমত প্রকাশ করছি। পোস্ট এবং মন্তব্যে আলোচনার পর আমি নতুন কিছু যোগ করলে ফিকে পড়ে যাবে।
যাহোক,বিশ্বাস করবেন কি না জানি না,আজকে সকালে ব্লগে ঢু মারার সময় 'ব্লগ সার্চম্যান' আইডিটার কথা মনে এসেছিল- উনি আর ব্লগে আসছেন না কেন (যদিও আমাকে চিনবেন না,ব্লগে প্রায় নতুন)। বলে রাখি,আমার সাম্প্রতিক একটি পোস্টের তথ্যসূত্রগুলোর মধ্যে একটি আপনার লেখা "নালন্দার পতন বা ধ্বংসের ইতিহাস মূল কারন কি ছিল ? (পার্ট ২) এবং শেষ"। সে সূত্রে আপনার ব্লগবাড়িতে ঢু মারা হয়েছে। শ্রদ্ধেয় শের শায়েরী সাহেব বা শ্রদ্ধেয় কান্ডারী সাহেবরা যে টাইপের পোস্ট লিখেন,আপনার ব্লগবাড়িতেও তেমন দারুণ দারুণ বেশ কিছু পোস্ট আছে। আশা করি,বিরতি শেষে ফিরে আবারও দুর্দান্ত সব পোস্ট দিয়ে সামুকে ঋদ্ধ করে যাবেন।
ওয়েলকাম ব্যাক!

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ রূপম ভাই। আসলে ভাই আগের মত সময় করতে পারিনা তাই ব্লগবাড়িতেও তেমন আসা হয়না । তবে এখন থেকে আশা রাখি মাঝে মধ্যে এসে আপনাদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে যাবো ।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩১

নেওয়াজ আলি বলেছেন: সুনিপুন ভাবনা।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই ।

৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আল্লাহর ইচ্ছার বাহিরে পৃথিবীতে কিছুই হয় না।
কেউ যদি বলে আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় সেটা ঠিক না।
তিনি মহাপরাক্রমশালী। সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৭

ব্লগ সার্চম্যান বলেছেন: তাই বলে আল্লাহু খারাপ কিছু করেন না যা আমাদের জন্য অমঙ্গল বা মঙ্গল নয়। এখন আমার সামনে দুটি রাস্তা একটা ভালো আরেকটা খারাপ,এখন আমি ইচ্ছে করে খারাপ রাস্তা দিয়ে হেটে যেয়ে পরে গেলাম আর বললাম আল্লাহু চাইছেন বলে এরকম হইছে,
বলুন সেটা কি হয় ? ধন্যবাদ হোসেন ভাই ।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুমিন বান্দা কখনোই আল্লাহকে দোষ দেন না।
সর্ব অবস্থায় তারা আল্লাহর উপর সবর করেন
এবং তার শুকরিয়া আদায় করে।
মহান আল্লাহ বলেন,
“আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুধা এবং তোমাদের জান, মাল ও শস্যের ক্ষতি সাধন করে পরীক্ষা করব।(এ পরীক্ষায়) ধৈর্যশীলদেরকে সুখবর দাও”(সূরা বাকারাঃ ১৫৫ আয়াত)।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ নুরু ভাই ।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আল্লাহু আমাদের সকলকে বুঝদান করুক ।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: আমিন !

১০| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আমার মনের কথা গুলোই লিখেছেন।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৯

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.