নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাক শেষ পর্যন্ত আলোচনার সিন্ধান্ত হলো। কিন্তু কতগুলি তাজা প্রান গেল। এই হায়নাদের সাথে কি আলোচনায় বসা ঠিক হবে। তারা আবারো আঘাত হানবে। এদের বিশ্বাস করা কঠিন যে বাঘ এক বার রক্তের স্বাদ পায় তার সে তা বারবার স্বাদ নিতে চায়। এত লাশের হিসাব কি খুব সস্তা, এখন গদি রক্ষার জন্যে এই আলোচনার প্রহসন ছাড়া আর কিছুই না। শুরু থেকে এই আন্দোলনে কোন রাজনৈতিক ছায়া ছিল না। খুনির সাথে আবার কি আলোচনা? বাংলার মাটিতে কোন রাজাকার-স্বৈরাচারের স্থান নাই। বার বার বেইমানী কারা করে তা আজ পরিস্কার, চেতনা বিক্রি করে আজ পুর জাতিকে বিভক্ত কারা হয়েছে শুধুই মসনদে থাকার জন্যে। এরা হায়নার থেকেও হিংস্র। এই হায়নাদের চেনার জন্যে নিচের লিংক ই যথেষ্ট, মুক্তিযোদ্ধার কুলংগার সন্তান সব।
হায়নার দল
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৭
নতুন বলেছেন: ছাত্ররা সরকার পতন করাতে আসেনাই। আলোচনা করে মিটিয়ে ফেলা উচিত।
সরকার বুঝতে পারছে যে ছাত্রলীগ তাদের ক্ষমতায় রাখতে পারবেনা।
আরো লাসের দরকার নাই।