নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

কি দেখলাম ?

২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৫৩

বিগত কয়েকদিন যাবত ইন্টারনেট সাহ সকল যোগাযোগ মাধ্যম বন্ধ। চারদিকে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। কারফিউ এর মাঝেও সারাদিন লোক সমাগম দেখা যাচ্ছে।

২৩।০৭।২৪ রাত প্রায় ১১ঃ৪০ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। হটাত বাড়ির সামনে হট্ট গোলের আওয়াজ এ বারান্দায় গেলাম। আমার ৬ বছরের কন্যা, ১৫ বছরের ছেলে ও আমার স্ত্রী সবাই বারান্দায় চলে এলো।

প্রায় শতাধিক পুলিশ বিজেবি ও আনসার কে দেখলাম। সামনে যা পাচ্ছে তাই হাতের লাঠি দিয়ে ভাংছে। এই কি আচরন আমাদের ট্রেইন্ড ফোর্সের। এর মাঝে এক জন পুলিশ সদস্যের হাতে দেখা গেল বাজারের ব্যাগ। ঐ ব্যাগ হাতের পুলিশ সদস্য ও আরো তিন জন সবার বেশ পিছন এ অবস্থান নিল ঠিক আমার বাড়ির গেটের সামনে। নিজেদের মদ্ধে আলাপ আলোচনা করছিল। আমি ও আমার পুর পরিবার দর্শকের মত দেখছি কোন কথা বার্তা বলছি না।

কিছুক্ষন পর ঐ ব্যাগ থেকে দেখলাম ককটেল বের হল, এবং তিনটি ককটেল চার্জ করা হল আমার বাড়ির কাছে। পুলিশ এই কাজ কেন করল তা ঠিক বোধগম্য না। আমার কন্যা ও ছেলে খুব আতঙ্কিত আমি নিজেও তাই, সারা রাত এক ট্রমার ভিতর কাটালাম। নিরাপত্তার কথা ভেবে সাবাই বাড়ির একেবারে ভিতরের এক রূমে কাটালাম কারো চোখে ঘুম নেই আমার মেয়ে সারারাত খুবিই আতঙ্কিত ছিল।

আমি ৭১ দেখিনি কিন্তু ২৪ দেখলাম এই যেন গল্প বা সিনেমার কোন সিন দেখলাম।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোন এলাকার ঘটনা?

২৮ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:২৬

বাংলার এয়ানা বলেছেন: মিরপুর ১০

২| ২৮ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৮

আঁধারের যুবরাজ বলেছেন: এরা হচ্ছে পুলিশ লীগের কর্মী। এদের বেশির ভাগ ছাত্র অবস্থায় ছিল ছাত্রলীগ বা যুবলীগের গুন্ডা। রাজনৈতিক "কোটার " মাধ্যমে পুলিশে ঢুকেছিলো। এদের বেশির ভাগই হচ্ছে হয় গোপালগঞ্জের নাহয় কিশোরগঞ্জের।

৩| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

নাহল তরকারি বলেছেন: আপনার কথা যদি সত্যি হয়, তাহলে প্রধানমন্ত্রী ও সরকারি কর্মচারীদের ...........। না থাক বললাম না। ২০০৮ এর নির্বাচনে আওয়ামীলীগ সরকার কে আমরাই নির্বাচিত করেছি।

৪| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ৩:২০

আলামিন১০৪ বলেছেন: নাটকের মঞ্চায়ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.