নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষের নিরন্তর প্রচেষ্টায়

ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ

আজাদ আল্-আমীন

যতক্ষণ তুমি আমাকে নিয়ে না যাচ্ছ আমি যাব না বলছি যাব না ভালবাসার উষ্ণতায় হৃদয় শান্ত করতে

আজাদ আল্-আমীন › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগের ব্লগার লগিন কমছে কেন?? ‍‌‌'অনলাইনে আছেন ১০০ জন ব্লগার ও ৮৫৮ জন ভিজিটর (৫ জন মোবাইল থেকে)'

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

অনলাইনে আছেন

১০০ জন ব্লগার ও ৮৫৮ জন ভিজিটর (৫ জন মোবাইল থেকে)

ছবি আকারে দেখুন

পাভেল

আমিনুর রহমান

উড়ুউড়ু

বিদ্রোহী ভৃগু

অপ্‌সরা

আরািফন

আনিক

সাদা মনের মানুষ

কমপিউটার জগৎ

হাসান মাহবুব

কালোপরী

আশিক মাসুম

ফারজানা৯৯

খেয়া ঘাট

মাহবুবুল আজাদ

আজাদ আল্-আমীন

ষাটোর্ধ্ব যুবক

মেকগাইভার

নিরক্ষর পোলা

মোহাম্মদ জাকারিয়া

টিভি পাগলা

মোঃ আসাদুল ইসলাম

িকম্ভুত

মাহী ফ্লোরা

chinu_138

আসাদুজ্জামান আসাদ

sajib6148

বিবেকহীন মানুষ

রাইসুল সাগর

এস এ কোরাইশী

জারনো

হাসান কালবৈশাখী

কথকবেস্ট

ভবঘুরের ঠিকানা

অন্ধ তীরোন্দাজ

ইসলাম রফিকুল

অলিভার

বাসন্তি০০৭

প্রতিবাদীকন্ঠ০০৭

নীল বরফ

স্বপ্নতরী (রাজু)

অদ্ভুতুরে

ইনকগনিটো

আতিক.নিষিক্ত

টলিন

শীতের সকাল

স্বপ্নচূড়ায় আমি

এ্যাপেলটন

আফরীনস

princejohn

মুক্তকণ্ঠ

খান সাব

এবার তোরা মানুষ হ

শাওণ_পাগলা

বাউন্ডুলে তিতাস

ডাঃ নিয়াজ

বুড়া মানব

ভালোবাসি তোমাকেই আমি

মীর্জা প্রীয়ম

তুমি আমার সারাবেলা

অপু তানভীর

আবুল মোকারম

prion82

স্বপ্নবাজ অভি

িনজা০০৭

কয়েস সামী

আ.আ.আজাদ

খাইয়া কামনাই

পলক শাহরিয়ার

shfikul

মহামহোপাধ্যায়

মুদ্‌দাকির

অজানা এক আমি

মামুন রশিদ

নুর ফ্য়জুর রেজা

vorer pakhi

মাহাবুব১৯৭৪

টেকনিসিয়ান

ৎঁৎঁৎঁ

এম এম ইসলাম

গারো হিল

খুকুমনি

জেনো

রহস্যময়ী কন্যা

দেহঘড়ির মিস্তিরি

যেড ফোর্স

নির্বোধ পাঠক

আমি শফিক বলছি

শুঁটকি মাছ

রানা শংকর রায়

-এভারগ্রীন নাহিদ-

একলা চলো রে

পাগলা রাজু

কাশেম ভাই

নিশা বিবি

আদনান সাদেক

িজলশািন্ত

সাজ্জাদ ইবনে আলি

‡cwiIqvjv

টু কিল এ মকিং বার্ড



মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ...

কাহিনি কি?

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৩২

আজাদ আল্-আমীন বলেছেন: আসলে ব্যাপারটা কী???

২| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:১৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কয়েকটা সমস্যা আছে যেগুলা হলো মোবাইল ইউজারদের লগিন করতে অনেক সমস্যা হয়। আরেকটি হলো পেজ ব্রাউজ করার মাঝখানেই লগাউট হয়ে যাওয়া।
আশা করছি মডুরা দেখবেন বিষয়টা!

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৩৫

আজাদ আল্-আমীন বলেছেন: মোবাইল ভার্সন ওপেন হচ্ছে না। আমি বেশকিছুদিন যাবত চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

৩| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:২৯

মোমের মানুষ বলেছেন: বেশ কয়েকদিন আগের স্ক্রীনশর্ট


এটা এখন কেবলই ইতিহাস

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৩৮

আজাদ আল্-আমীন বলেছেন: এখন ক্রান্তিকাল চলতাছে নাকি ব্লগাররা এখন ব্লগিং এ মজা পাচ্ছেন তা খুঁজে বের করা সময়ের দাবি।

৪| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৩০

টিভি পাগলা বলেছেন: সামুর সেই সুদিন আর নাই।

কেন নাই, সেটা সবাই জানে।

সোনা তো বন্ধ, সোনা ব্লগের সোনারা তো সামুতে ভীড় করার কথা ছিলো, তাও ট্রাফিক এতো কম কেন?

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৩৯

আজাদ আল্-আমীন বলেছেন: হুম চিন্তার বিষয়।

৫| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৩৩

মোমের মানুষ বলেছেন:

ছবিটা ভাল করে দিতে পারছি না বলে দুখিত

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪০

আজাদ আল্-আমীন বলেছেন: তারপর আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চেষ্টা করেছেন সামুর হারানো অতীত স্মরণ করিয়ে দেয়ার জন্য।

৬| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৪১

হেডস্যার বলেছেন:
সামু কর্তৃপক্ষের হতদরিদ্র আচরনের কারনে আগের মত পাত্তা পায় না। ;)

সব কিছুর একটা সীমা থাকে।

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪১

আজাদ আল্-আমীন বলেছেন: :)

৭| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: কমেন্ট বক্সে ফোনেটিক লিখা আসতে অনেক সময় লাগে ।

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪১

আজাদ আল্-আমীন বলেছেন: অভ্র দিয়ে লিখুন।

৮| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৫১

টানিম বলেছেন: হুম । সংকট চলছে ।

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪২

আজাদ আল্-আমীন বলেছেন: হুম। কিন্তু কেন?? এর কারণটা বের কার দরকার।

৯| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:০০

নূর আফতাব রুপম বলেছেন: সামু বালের দালালে পরিনত হয়েছে , তাই এই অবস্থা । আমি কিছু উচিত কথা বলেছিলাম সেই যে আমাকে ব্লক করেছে আর ওপেন করে নি । তাই আমিও আর সামু তে খুব একটা আসি না ।

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪৪

আজাদ আল্-আমীন বলেছেন: নিরপেক্ষ মডারেশন একট ব্লগকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক।

১০| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:১৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এর জন্য একমাত্র দায়ী সামুর কিছু বলদ মার্কা মডু। জানাপায় জ্ঞানী মানুষ হয়েও সেটা বুঝতে পারেননা।

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪৪

আজাদ আল্-আমীন বলেছেন: :(

১১| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ছিলাম দেখি তখন , এখনো আছি !

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৪৫

আজাদ আল্-আমীন বলেছেন: সবসময় আছেন জেনে ভাল লাগল। :)

১২| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
শুনলাম অনেকেই লগইন করতে পারছে না।
আমার ২য় নিক 'কালবৈশাখীর ঝড়' লগইন করতে পারছিনা বেশ কিছুদিন জাবত!
মোবাইল থেকে কোনটাই লগিন হয় না।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আজাদ আল্-আমীন বলেছেন: এখন মোবাইল থেকে লগিন করা যাচ্ছে। তারপরওতো ব্লগার লগিন বাড়ছে না।

১৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:১৬

মেটাল বলেছেন: আগে আমিও রেগুলার আসতাম । কিন্তু এখন ব্লগ পুরা বোরিং । শুধু রাজনৈতিক পোস্ট , কাঁদা ছোড়াছুড়ি । এই সব আর ভাল লাগে না । এর থেকেও বড় কথা রাজনৈতিক পোস্ট তো থাকবেই , কিন্তু পাশাপাশি আগে অনেক বিষয়ে অনেক পোস্ট আসতো । একটা ব্যাল্যান্স ছিল । এখন কেউ কেউ হয়ত অন্য বিষয়ে পোস্ট দেয় , কিন্তু কেউ কমেন্ট করে না । তাই উৎসাহ হারায় অনেকেই । আমি সাধারনত ভ্রমন ও মিউজিক বিষয়ে পোষ্ট দেই । কিন্তু এখন আর ইচ্ছা করে না । /:) /:)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

আজাদ আল্-আমীন বলেছেন: এখন অনেক ভালো পোস্টেও আশানুরুপ মন্তব্য আসছে না। এতে অনেক ব্লগার আগ্রহ হারিয়ে ফেলছে। ভাল পোস্ট আসছে কম। সামুর রমরমা অবস্থা আর দেখা যাচ্ছে।

১৪| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫

ইখতামিন বলেছেন:
শুভ জন্মদিন :)

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

আজাদ আল্-আমীন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছার জানানো অগনিত ধন্যবাদ। ভালো থাকুন। :)

১৫| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬

ইখতামিন বলেছেন:
আপনি মনে হয় তুলা রাশির জাতক :)

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

আজাদ আল্-আমীন বলেছেন: এই ব্যাপারে আমার আগ্রহ নাই। তাই জানি না। :)

১৬| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২০

শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে!!!:)

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আজাদ আল্-আমীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

১৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন :)

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আজাদ আল্-আমীন বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই ......... :)

১৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২

শব্দহীন জোছনা বলেছেন: শুভ জন্মদিন



সবাই এখন ব্লগার পরিচয় দিতে ভুই পাই। কে আবার কুন দিক দিয়া কি মনে কইরা বসে। বাঙ্গালী তো , পিঠে দু এক ঘা বসলেও, বস্তে পারে... এর চেয়ে পাঠক ই ভালো... সাপ ও মরল মাগার লাঠিও অক্ষত :P

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

আজাদ আল্-আমীন বলেছেন: ধন্যবাদ :)


হ তাইতো মনে হচ্ছে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.