নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় হয়তো আসবে যখন আমি সত্যি সত্যিই ভালো কিছু লেখতে পারবো। আর অপেক্ষা কিভাবে করতে হয় আমি জানি।

প্রীতম

আমার একটি আকাশ আছে, নীল সে আকাশ।

প্রীতম › বিস্তারিত পোস্টঃ

পাজর আমার ব্যথা হইয়া গেলো কিন্তু ফোপানোর ধমকানি কমিলনা

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪

শোকে পাথর হইয়া গিয়াছি তথাপিও কিছুতেই কিছু বলিবনা বলিয়া সিদ্ধান্ত নিয়াছি।
মাত্র গতকাল্য প্রত্যুশে আমার সাধের বিড়ালটি হৃদক্রিয়া বন্ধ হইয়া মারা গিয়াছে।
ক্রিয়া কিভাবে বন্ধ হইলো তাহা নিয়া যতই হাহুতাশ করিতেছি কিন্তু কোন প্রকার কুল কিনারা পাইতেছি না।
বলা বাহুল্য এটা আমার একমাত্র বিড়াল ছিল।
মাবাবা যতই ডাকাডাকি করুক না কেনো দিবসের সুর্য দগদগে হইবার পূর্বে সে আমাকে কখনই ডাকিত না। আর সত্যি বলতেকি আমিও তাহার ডাক শুনিবার পূর্বে খুলিবনা আখি হেতু বিছানা ধাবড়াইয়া পড়িয়া থাকিতাম।
সেই বিড়াল সোনা মনি আমার মরিয়া গেলো, আমাকে ছাড়িয়া চিরতরে চলিয়া গেলো, আমি কোন ভাবেই তাহা মানিয়া লইতে পারিলাম না।
ক্ষুদ্র কবরখানার অনতিদুরে হাটু গাড়িয়ে ফুপাইতে লাগিলাম। পাজর আমার ব্যথা হইয়া গেলো কিন্তু ফোপানোর ধমকানি কমিলনা।
হৃদয়বিদারক এ দৃশ্য দেখিতে সুহৃদ সকলে আমার এবং কবরের চারিদিকে ঘুড়াঘুড়ি করিতে লাগিল। দীর্ঘশ্বাস ছাড়িয়ে সকলেই বলিতে লাগিল, "কতইনা ভালোবাসিত তাহাকে"।

বি:দ্র: চামেলিকে কথা দিয়েছিলাম, তাহার বিড়ালটাকে আদরে সম্মানে আগলাইয়া রাখিব। চামেলিও আমাকে শেষ বারের মতো সুযোগ দিয়া বলিয়াছিল, আমি বেড়াইতে যাইতেছি। ফিরিয়া দেখিব তোমার আমার প্রতি ভালোবাসা কতটা মজবুত, "ইহাই তোমার শেষ সুযোগ আমার প্রতি তোমার ভালোবাসা প্রমানের"

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩২

বিজন রয় বলেছেন: ইস!!!

২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: সো স্যাড!

বি:দ্র: চামেলিকে কথা দিয়েছিলাম, তাহার বিড়ালটাকে আদরে সম্মানে আগলাইয়া রাখিব। চামেলিও আমাকে শেষ বারের মতো সুযোগ দিয়া বলিয়াছিল, আমি বেড়াইতে যাইতেছি। ফিরিয়া দেখিব তোমার আমার প্রতি ভালোবাসা কতটা মজবুত, "ইহাই তোমার শেষ সুযোগ আমার প্রতি তোমার ভালোবাসা প্রমানের"

--- আপনার ভবিষ্যৎ তো অন্ধকার দেখতেছি ভাই

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭

প্রীতম বলেছেন: ধন্যবাদ। অন্ধকারে অন্ধকারে শুধুই কাতরাইবো, কিন্তু মনে হয় কোন কুল কিনারা মিলিবে না।

৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: শত কাঁদিলেও আসিবে ফিরে, চামেলিকে দেওয়া কথা কিভাবেই বা রক্ষা করিবে?

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৮

প্রীতম বলেছেন: ধন্যবাদ। চামেলি যদি ক্ষমা করে শেষ বারের মতো।

৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০

নুসরাত ইকবাল বলেছেন: হায়রে ভালোবাসা! বিড়াল দিয়ে ভালোবাসার টেস্ট? বেচারার আর কোন পথই রইল না। so sad.

৫| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.