নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় হয়তো আসবে যখন আমি সত্যি সত্যিই ভালো কিছু লেখতে পারবো। আর অপেক্ষা কিভাবে করতে হয় আমি জানি।

প্রীতম

আমার একটি আকাশ আছে, নীল সে আকাশ।

প্রীতম › বিস্তারিত পোস্টঃ

মার্জিতের দোটানায়ঃ এক টিকেটে দুই ছবি

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

আমাদের দেশে প্রায়শই রাস্তার পাশের ওয়ালে আর পিলারে 'এক টিকেটে দুই ছবি'র পোষ্টার দেখা যায়।

পোষ্টারের উপরে আবার বিশেষ বিশেষ জায়গায় সিনেমা হলের নামের ষ্টিকার লাগিয়ে নগ্ননা ঢাকার নামে নগ্ন পয়েন্টগুলো নির্দিষ্ট করে দেখিয়ে দেয়া হয়।
রাস্তার পাশ দিয়ে যখন ছোট ছেলেটাকে নিয়ে যেতাম ছেলে প্রশ্ন করতো-
আব্বু দেয়ালে নেংটা ছবি কেন?
সহজ উত্তর নেই জেনেও কিছু একটা বলে দ্রুত স্থান ন্যাগ করতাম।
-----------------------------------------------------------------------------------------------------
উপরের লেখাটি দিয়ে কারো প্রতি আমার কোন প্রশ্ন কিংবা আক্ষেপ নেই।
শুধু নিজে নিজেকে প্রশ্ন করি- ভবিষ্যতে আমার নাতী তার বাবাকে কি ধরনের প্রশ্ন করবে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: দারুণ একটা বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

প্রীতম বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার ক্ষুদ্র লেখাটিতে আপনার মুল্যবান মন্তব্য দিয়ে। ভালো থাকবেন।

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

জীইবনের গল্প বলেছেন: সময় উপযোগী লেখা। ভালো লাগলোনা। খুব খারাপ লাগলো।
লেখায় নয়, অর্থে।
ধন্যবাদ।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চিন্তিত।

এসব যারা ছাপায় তাদের কি ছেলে-মেয়ে,নাতী-নাতনী নেই??

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩

প্রীতম বলেছেন: হয়তো ওদের ছেলে-মেয়ের মতো কিছু আছে, কিন্তু ওরা নিশ্চিত নয় ওরা আদৌ তাদের সন্তান কিনা।
মন্তব্যের জন্য সশ্রদ্ধ সালাম ও ধন্যবাদ।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪

আজমান আন্দালিব বলেছেন: এখন স্কুল কলেজের সামনে লাগায়।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪

প্রীতম বলেছেন: বিব্রতবোধও তাদের বোধে নেই।
উন্নতির জোয়ারের কিছু পানিও যদি সেখানে ছিটিয়া পরিত তবে ওয়ালে লাগানো পোষ্টারগুলোর আঠা আলগা হইয়া কিছু পোষ্টার অন্তত ছুটিয়া পরিত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বিব্রতকর পরিস্থিতি।

সরকারের এ বিষয়ে আরো কঠোর অবস্থান নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.