![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটি আকাশ আছে, নীল সে আকাশ।
ইদানিং মুসলমানদের আল্লাহর নির্দেশিত হিজাব সংক্রান্ত চুলকানি অনেকটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। অনেকে এ জাতীয় চুলকানি যুক্ত পোষাককে প্রগতির অন্তরায় হিসেবেও প্রচার চালাচ্ছে।
না, আমি এখানে ধর্মিয় কোন কিছু নিয়ে কচলাতে আসিনি। সাধারন একটা প্রশ্ন নিয়ে এখানে আলোকপাত করছি।
ধরে নেয়া যাক হিজাব প্রগতি ও সময়কে পেছনে ঠেলছে অথবা মুল্যবোধের চরম অবক্ষয় সাধন করছে। এবং এ জন্য অনেকে এর বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে হিজাব জাতীয় এমন নোংড়া এবং আপ্রয়োজনীয় পরিচ্ছদটিকে গা থেকে ছুড়ে ফেলে দিতে।
ভালো কথা, কিন্তু আমরা যদি দুনিয়া সীকৃত টেনিস খেলার পোষাকটার দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো? আর যদি আলোক উজ্জলিত গ্যালারী ভরা হাজার ধর্ষকের মাঝে এট্টুকুন কাপড় পরা বাইজিদেরকে দেখি তখনকি আমাদের বিবেক (ফিডবেক) একটুও নাড়া দেয়না?
হিজাব যাদের বিবেককে নাড়া দেয় আমার প্রশ্নটা তাদের প্রতি রইলো। এ বিষয়ে কখোনো সে সব বিবেকবানদের কাছ থেকে কোন সাড়া পাইনিতো তাই।
বি:দ্র: ক্ষমা চাইছি আনিচ্ছা সত্তেও পোষ্টের ক্ষুদ্র সার্থে সামুর মতো একটি পবিত্র প্লাটফর্মে বাজে দুটি ছবি পোষ্ট করার জন্য।
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
নুসরাত ইকবাল বলেছেন: নিচের ছবি দুইটা কি যে ভালো লাগছে! একেবারে খোলামেলা। চুলকানির কোন চান্সই নেই। আর উপরের মেয়েটি সারা গা ঢেকে রেখেছে। তাকে দেখলে তো চুলকানি হবেই। গা তো ঢেকে রাখবে ছেলেরা।পায়ের নীচ পর্যন্ত প্যান্ট পরবে, ফুলহাতা জামা পরবে, জুতামোজা পরবে। এটা হলো ছেলেদের জন্য মার্জিত পোষাক। আর মেয়েরা গা ঢাকে এমন পোষাক পরলে হবে সেকেলে, গাইয়া। মার্জিত অমার্জিত বোধ ও আমাদের লোপ পেয়েছে।আমাদের সমাজে উচ্চশিক্ষিত একটা শ্রেণি নিজেদের বুদ্ধিজীবী ভাবে আর আবোল তাবোল বকে। আমাদের চারপাশে কত অঘটনঘটছে তা নিয়ে কোন কথা বলেনা। কিন্তু স্পর্শকাতর ব্যাপারে কথা না বলে থাকতে পারেনা।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯
বিজন রয় বলেছেন: পৃথিবীতে হাজার রকমের মানুষম হাজার রকমের সংস্কৃতি।
যার যেটা সেটা পালন করুক। কিন্তু সবশেষে যেন ফলটা ভাল হয়। কারো যেন কোন ক্ষতি না হয়।
আমরা এই ব্যাপারটি ভেবে দেখি না।