| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগের এই জাগরণ আর থামবে না, খুনি-হন্তারকদের কালো হাত থেমে যাবে জনতার দৃঢ় কণ্ঠস্বরে, ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ব্যাপি ছড়ানো শ্যামলিমা আর বেদখল হবে না, তবে তার আগে আমরা দেইল্লা রাজাকারের ফাসিটাই দিব, দিতে হবে।
বাঙলাদেশ হবে না আর সিরিয়া-আফগানিস্তান, সমস্ত নদি জলশূন্য রোদনে হাহাকার করে উঠবে না, মানচিত্র হয়ে যাবে না সংকুচিত এক বর্বর কুটির, মধ্যযুগিয় মঙ্গাক্রান্ত হবে না আমার সব ফসলি জমিন, তবে তার আগে আমরা দেইল্লা রাজাকারের ফাসিটাই দিব, দিতে হবে।
বাঙলার নারীদের আর বস্তাবন্দি করে রাখা হবে না, অন্ধ করা হবে না রমনীর নক্ষত্র চোখ, হেরেমে হেরেমে সেবাদাসী হয় মা-বোন-প্রেমিকারা আর হবে না পাল শুয়োরের জননী, তবে তার আগে আমরা দেইল্লা রাজাকারের ফাসিটাই দিব, দিতে হবে।
![]()
প্রতিবাদী মিছিল আর থামবে না, পা বাড়াবে না ভুল পথে, দেশ আর ফিরবেনা একাত্তরে র হানাদারের কোলে, দেশদ্রোহী, বৈদেশিক দালালের খপ্পরে পড়ে ‘তোমার আমার ঠিকানা/ পদ্মা-মেঘনা-যমুনা, আর মুছে যাবে না পরিচয়, ‘তুমি কে আমি কে/ বাঙালি বাঙালি’, তবে তার আগে আমরা দেইল্লা রাজাকারের ফাসিটাই দিব, দিতে হবে।
রাজাকার ও দেশদ্রোহী, মানবতা বিরোধী অপরাধির ফাঁসিই হবে, সুষ্ঠু বিচারে ঘুচানো হবে কলঙ্কের ইতিহাস, আর পার পাবে না অপরাধি-জঙ্গি চক্র, গণজাগরণ মঞ্চ হবে না ব্যর্থ, তবে তার আগে আমরা দেইল্লা রাজাকারের ফাসিটাই দিব, দিতেই হবে।
মাহমুদ মিটুল এর মূল কবিতা এখানে
©somewhere in net ltd.