নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মবাজ

ঝা ঝা ঝা

ধর্মবাজ

পাগল

ধর্মবাজ › বিস্তারিত পোস্টঃ

এই মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক। ইসলামের অনেক অপপ্রচার করেছে । একে গ্রেফতার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

২০১৩.০৪.১১ ০৯:৩২

ভাল হয়েচে ...সরকার কাজের কাজ করেচ



২০১৩.০৪.১১ ০৯:৩৩

Might is Right.

২০১৩.০৪.১১ ০৯:৪৪

আলহামদুলিল্লাহ..

২০১৩.০৪.১১ ০৯:৪৭

It is too late to arrest him.

He should be punished severely as because he prepared, published and spread false and dirty writings for the months together resulting so unrest, atrocity, cruelty and barbarity in the country.

He is a blackship of Journalist and the human society.

He is also dangerous to peace of the society and the country and purely a Conspirator.



Sezan

২০১৩.০৪.১১ ০৯:৪৮

Very bad..... not acceptable ...



Shoyab Maruf

২০১৩.০৪.১১ ০৯:৪৯

কাজটা ভাল হয় নাই। প্রত্যেকটা জিনিসের একটা সীমা অাছে।



reaz

২০১৩.০৪.১১ ০৯:৪৯

এই বেটা-ই নাটের গুরু। একে গ্রেফতার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।



Sezan

২০১৩.০৪.১১ ০৯:৫২

Dear AL government no benefit with this kinds of destructive activity ..... because already you have no soil under your feet ....



Sabuj

২০১৩.০৪.১১ ০৯:৫৩

এই বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, ধর্মের অবমাননাকারী, সাম্প্রদায়িক উস্কানিদাতা, উত্তরা ষড়যন্ত্রকারী এবং বাংলাদেশের নব্য রাজাকার, সাম্প্রতিককালের সহিংস ঘটনার অন্যতম মদদদাতা ও উস্কানিদাতাই কেবল নয় !! এই মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক। একে মৃত্যুদন্ড প্রদান করা হোক।



Mahmud

২০১৩.০৪.১১ ০৯:৫৩

বাকশালী সরকার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।



tamim

২০১৩.০৪.১১ ০৯:৫৫

দেশে চলমান বিশৃঙ্খলায় উত্তরা ষড়যন্ত্রের এই হোতার প্রত্যক্ষ হাত রয়েছে। একে কঠোর শাস্তি দেওয়া হোক!



Md.Rashed Alam

২০১৩.০৪.১১ ০৯:৫৫

দেরিতে হলেও হয়েছে বলে সরকারকে ধন্যবাদ । মাহামুদুর রহমানকে কমকরে হলেও ১০০ দিন রিমান্ডে নিয়ে উচিৎ । ভুয়া ভুয়া সংবাদ দিয়ে দেশের সহজ-সরল মানুষদের উস্কে দিচ্ছিল ।

২০১৩.০৪.১১ ০৯:৫৬

এর পরিণাম ভালো হবে না।



ANM Habib

২০১৩.০৪.১১ ০৯:৫৬

এই প্রথম ধর্মীয় উম্মাদনাকারী একজনকে সরকার গ্রেফতার করল। সরকারকে সাধুবাদ জানাই। এই মানুষটাকে একমাস আগে গ্রেফতার করলে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি বাংলাদেশে তৈরি হত না। সাংবাদিকতার স্বাধীনতার নামে এই মানুষটা ভেদাভেদ তৈরির চেষ্টা করে গেছে সারাটা সময়। আশা করি, নিরপেক্ষ অবস্থান থেকে সরকার ধর্মীয় উসকানিদাতা হিসেবে এই মানুষটার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবে।



সভ্য সমাজের জয় হোক। জয় হোক অসাম্প্রদায়িকতার। আলোর পথে আমাদের যাত্রা, এ যাত্রায় কোন সাম্প্রদায়িকতার ছোঁয়া আমরা রাখতে চাই না। জয়তু মানবজাতি।



SHAH AZHARUL ISLAM

২০১৩.০৪.১১ ০৯:৫৬

যেমন কর্ম তেমন ফল। এই মাহমুদুর রহমান দেশকে একটা দাঙ্গার দিকে ঠেলে দিয়েছিলেন। তাকে আরও আগে গ্রেফতার করা দরকার ছিল। তিনি মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে দেশে একটা অরাজকতা তৈরি করতে চেয়েছিলেন। আজ দেশে কত জন ব্লগ পড়েন? কিন্তু পত্রিকা অনেকেই পড়েন। আর তিনি সেই পত্রিকাই আমাদের নবী নিয়ে আপত্তিকর তথ্য প্রকাশ করেছেন। যদি এই তথ্যগুলো প্রকাশ না হত তবে অনেকেই এই লেখা গুলো পড়ত না। তিনি এই আপত্তিকর তথ্যগুলো প্রচার করেছেন। তাই তাকে আগে শাস্তি দেওয়া দরকার। আমি মানি যারা এই ধরনের লেখা লিখছে তারা অনেক বড় অন্যায় করেছে। কিন্তু তাদেরকে তু অন্যভাবে প্রকাশ করা যেত। তিনি কেন তাদের লেখাগুলো প্রকাশ করলেন। তিনি তাদের নাম প্রকাশ করতে পারতেন। কিন্তু তিনি তা করেন নি। তাই আমরা তার শাস্তি দাবী করছি।



SB Saikat Barua

২০১৩.০৪.১১ ০৯:৫৭

সু-খরব, সু-খরব,সু-খরব। সবাই মিষ্টি লন। ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান গ্রেপ্তার।



Imran Masud

২০১৩.০৪.১১ ০৯:৫৯

শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছি। মাহমুদুর রহমান সাহেবের মত একজন নির্ভীক, দৃঢ়চেতা সাংবাদিককে গ্রেফতারের মাধ্যমে এ বাকশালী স্বৈরাচারী সরকার নির্লজ্জতার চরম বহি:প্রকাশ ঘটিয়েছে। আজ তথাকথিত সুশীল সাংবাদিক নেতারা কোথায়? যারা হলুদ সাংবাদিকদের উপর টোকা পড়লেও হাঁক ডাঁক শুরু করেন। তারা বোঁধ করি এখন বঁধির সাথে সাথে অন্ধও হয়ে যাবেন।



Amin

২০১৩.০৪.১১ ১০:০০

Why only mahmudur Rahman arrest all editor and stablished baksal again..

২০১৩.০৪.১১ ১০:০১

ভালই ত হলো। সরকার যা খুশি করবে এখন। কেউ কিছু লিখতে পারবে না সরকারের আকামের বিরুদ্ধে। গণতন্ত্র বিকশিত হবে।



Mohiuddin Maswood

২০১৩.০৪.১১ ১০:০১

অনেক আগেই তাকে গ্রেফতার করা প্রয়োজ ছিলো। এই একটি মানুষের কারণে অনেক জান-মালের ক্ষতি হয়েছে।

২০১৩.০৪.১১ ১০:০১

ইসলাম বিরোধী লেখা সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য হেফাজতকারীরা এর শাস্তি দাবী করবেনা?



Akashchowdhury

২০১৩.০৪.১১ ১০:০৩

সরকারের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি। এমনটা হবে তা আগেই মনে হয়েছিল। কিন্তু সত্যের কণ্ঠ শুধু একজন মাহমুদুর রহমানকে আটক করে দমানো যাবে না।

২০১৩.০৪.১১ ১০:০৩

This sinner should have been arrested long before.



Ronnie Chowdhury

২০১৩.০৪.১১ ১০:০৪

At last government has taken a good/right decision. If government, on its ruling period, do 2 good things; one is arresting him. Thanks to the government from the bottom of my heart for arresting this yellow journalist.



সুহাস

২০১৩.০৪.১১ ১০:০৫

ইসলামের অনেক অপপ্রচার করেছে ও।এই দেশে ওর জায়গা নাই।



Mohammed Abu Helal.

২০১৩.০৪.১১ ১০:০৫

আরো আগে গ্রেফতার করা উচিত ছিল.



mahmudul hasan

২০১৩.০৪.১১ ১০:০৭

Nobody will safe within this govt. its a very naked attempt for govt.

২০১৩.০৪.১১ ১০:০৭

অনেক দেরিতে হলেও একটা সিঠক সিদ্ধান্ত ।

২০১৩.০৪.১১ ১০:০৮

ব্যস, হয়ে গেল! ক্ষমতাসীন সরকারের সীমাহীন অন্যায়ের যারা প্রতিবাদী, একে একে তাদের সবাইকে গ্রেফতার করলেই কী ওদের কার্য হাসিল করার রাস্তা পরিষ্কার হয়ে যাবে? জানিনা কী ভয়াবহ পরিনতির দিকে যাচ্ছি আমরা।



Md.Alamgir Kabir

২০১৩.০৪.১১ ১০:০৯

সরকার আগেই গ্রেপ্তার করলে এত কিছু হত না



Farid

২০১৩.০৪.১১ ১০:১০

in the disguise of media Mahmud doing BNP jamat Agenda by along with British Economist to make war crime tribunal controversial. More over he is engaged with making communal unrest throughout Bangladesh. He is the promoter of recent violence across bangladesh

২০১৩.০৪.১১ ১০:১০

আলহামদুলিল্লাহ..



Akash Ghosh

২০১৩.০৪.১১ ১০:১১

ঝামেলা মুক্ত বাংলাদেশের দিকে প্রথম ধাপ।



Tauhid Nabin

২০১৩.০৪.১১ ১০:১১

দেশে এখন আর গণতন্ত্র নেই। এই সরকার আবার প্রমাণ করলো

২০১৩.০৪.১১ ১০:১২

সাবাস



Nadia

২০১৩.০৪.১১ ১০:১৩

Is it our democracy?



Md,Forhad

২০১৩.০৪.১১ ১০:১৫

বগ্লের মত ব্যাক্তিগত মতের বিষয়কে বিনানুমতিতে পত্রিকায় প্রকাশ করে ধর্মীয় উসকানী,যুদ্ধাপরাধীদের পক্ষে মত প্রকাশের স্বাধীনতার নামে পত্রিকাকে নোংরাস্বার্থে ব্যবহার,রাজনৈতিক উসকানী,,,এই সব কারনে আরো আগেই তাকে গ্রেফতার করা উচিত ছিলো।সরকার বিরোধী প্রচারনাকে রাষ্ট্রবিরোধী প্রচারনা বানিয়ে দেশকে অস্থিতিশীল করাই মাহমুদুর এর লক্ষ ছিলো।…..দেশ ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের প্রেক্ষিতে তাকে গ্রেফতার সময়ের দাবী….আর আজকের গ্রেফতার সরকারের সুমতি ফেরার লক্ষন।



Mohammad Salauddin

২০১৩.০৪.১১ ১০:১৫

এই মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক। ইসলামের অনেক অপপ্রচার করেছে । একে গ্রেফতার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।২০১৩.০৪.১১ ১০:১৬

He will become a National Hero very soon.



Monira

২০১৩.০৪.১১ ১০:১৬

খুবই ভালো হয়েছে ......



Shamsul Arefin

২০১৩.০৪.১১ ১০:১৬

আরও অনেক আগেই এই লোককে গ্রেফতার করা দরকার ছিল। অনেকদিন পর ক্ষমতাসীন সরকার ধন্যবাদ দেশবাসীর প্রশংসা পাবার মত একটা কাজ করল। আরও একটা কাজ বাকি। আমার দেশ পত্রিকা নিষিদ্ধ করতে হবে। আশা করি ক্ষমতাসীন সরকার এ ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিবেন এবং মিথ্যাচার, বানোয়াট উস্কানিমুলক সংবাদ পরিবেশনের দায়ে পত্রিকাটি নিষিদ্ধ করবেন।



Abdullah Al-Mamun. রংপুর ।

২০১৩.০৪.১১ ১০:১৭

মাহমুদুর রহমানের গ্রেফতার রাজনৈতিক অঙ্গনের উত্তাপ আরো বেশি বাড়িয়ে দেবে ।



Bipul

২০১৩.০৪.১১ ১০:১৭

বাহ্ খুব ভালো! দিনটি শুরু হলো একটা শুভ সংবাদ দিয়ে।



Md. Mizanur Rahman

২০১৩.০৪.১১ ১০:১৭

কাজটা ঠিক হয়নি।



Abdullah Al-Mamun. রংপুর ।

২০১৩.০৪.১১ ১০:১৭

মাহমুদুর রহমানের গ্রেফতার রাজনৈতিক অঙ্গনের উত্তাপ আরো বেশি বাড়িয়ে দেবে ।।



A Rahman

২০১৩.০৪.১১ ১০:১৮

রিম্যান্ডে নেয়া হোক !



Sarker

২০১৩.০৪.১১ ১০:১৮

এতোদিনে সরকার একটা কাজের মতো কাজ ক রেছে



Zakir

২০১৩.০৪.১১ ১০:১৮

ওনি একজন খারাপ সাংবাদিক



Rosy Zahed

২০১৩.০৪.১১ ১০:১৯

সাম্প্রদায়িক সংঘাত উসকে দেয়া এই লোকটিকে গ্রেফতারে সরকার এত দেরি করল কেন?



Binod Kabra

২০১৩.০৪.১১ ১০:১৯

এর মত উস্কানি দাতাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিৎ !



Sohel Rana

২০১৩.০৪.১১ ১০:১৯

অনেক আগেই সরকারের তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। সাধারণ জনগনের অনুভুতিতে আঘাত এনে তাদেরকে উস্কে দিয়ে একটি বিশেষ মহলকে উনি ক্ষমতায় আনার চেষ্টা করছিলেন।

সর্বোপরি উনি যুদ্ধ অপরাধীদের কে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। উনাকে গ্রেপ্তার করার জন্যে সরকারকে সধুবাদ জানাই।।



Hemel Hossain

২০১৩.০৪.১১ ১০:২০

অবশেষে সরকারের বোধোদয় উদয় হল।চোর পালালে বুদ্ধি বাড়ে।একে অনেক আগে ধরে জেলে আজীবন রেখে দেয়া উচিত ছিল



Habib

২০১৩.০৪.১১ ১০:২০

খুব ভাল লাগতেছে.

২০১৩.০৪.১১ ১০:২০

অবশেষে নাটের গুরু গ্রেফতার!



আবু আব্দুল্লাহ

২০১৩.০৪.১১ ১০:২১

সরকার ঠিক করেনি।



saidur rahman

২০১৩.০৪.১১ ১০:২২

নিন্দনীয়; সমর্থনযোগ্য নয়।পত্রিকা সম্পাদককে গ্রেফতার সঠিক কাজ হতে পারে না।



Abdullah Al-Mamun. রংপুর ।

২০১৩.০৪.১১ ১০:২২

সরকারের পক্ষে সব কিছু মোকাবিলা করা কঠিন হয়ে পরবে ।



A Rahman

২০১৩.০৪.১১ ১০:২২

আলহামদুলিললাহ.



Md. Zakaria Habib Khan Shishir

২০১৩.০৪.১১ ১০:২৩

ধন্যবাদ সরকারকে.। ভাল হয়েছে ...সরকার কাজের কাজ করেছে।

২০১৩.০৪.১১ ১০:২৪

বাহ !!! আমাদের বাক স্বাধীনতার তুলনা হয় না।



Karim

২০১৩.০৪.১১ ১০:২৪

ভাল হয়েছে বিচার হঅয়া উচিৎ



Moniruzzaman

২০১৩.০৪.১১ ১০:২৪

ধন্যবাদ সরকার েক ।

২০১৩.০৪.১১ ১০:২৪

No needy for Anti Gov. Party,Journalist against Awami,Philosophy in this country.Only ruling party and their followers will be survived.

২০১৩.০৪.১১ ১০:২৪

আমাদের কাউকে সত্য বলতে দেখলেই জ্বালা লাগে।.

আমদের সত্য শোনার ইচ্ছা নাই।.

আমরা যা শুনতে চাই, তা ছাড়া বাদবাকি সব মিথ্যা প্রোপ্যাগান্ডা।.

বাংলাদেশে দেশপ্রেম মানেই আওয়ামী লীগের হয়ে কথা বলা।.

অন্যকোন প্লাটফর্মে দাড়িয়ে কথা বলাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।.



এত দেড়ী হল কেন?? আগেই ধরা উচিত ছিল। সরকার এত দিন পর একটা ভাল কাজ করল।

সবাইকে অভিনন্দন......।



Md. Alamgir Badsha

২০১৩.০৪.১১ ১০:২৫

He should be punished in the right way for his terrorism activity though the mighty newspaper.



Rashedul Haque

২০১৩.০৪.১১ ১০:২৫

কেন এত দেরী ? আরও তিন মাস আগে হলে, দেশের আনেক ক্ষতি এড়ানো যেত। তার থেকে আনেক সাবধান থাকা উচিত, সকলকে।



dr kaes

২০১৩.০৪.১১ ১০:২৫

ধর্মীও সম্প্রীতি বিনষ্ট কারী সকল ধর্ম বেবসায়ীদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। নয়তো এরা পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাবে।



Karim

২০১৩.০৪.১১ ১০:২৬

ভাল হয়েছে বিচার হঅয়া উচিৎ । অনেক আগেই তাকে গ্রেফতার করা প্রয়োজ ছিলো। এই একটি মানুষের কারণে অনেক জান-মালের ক্ষতি হয়েছে।

২০১৩.০৪.১১ ১০:২৬

কাজটা ভাল হয় নাই। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি



Tanvir Tushar

২০১৩.০৪.১১ ১০:২৬

ইসলামের অনেক অপপ্রচার করেছে।এই দেশে জায়গা নাই।আরো আগে গ্রেফতার করা উচিত ছিল.



Rakib Uddin

২০১৩.০৪.১১ ১০:২৭

It is just another proof of intolerance to the opposition. Should the govt. has minimum respect to the democracy, they could not do so. It may further ignite the political unrest over the country resulting to additional destruction of economy and suffering of the citizens.

২০১৩.০৪.১১ ১০:২৮

দেরিতে হলেও হয়েছে বলে সরকারকে ধন্যবাদ । মাহামুদুর রহমানকে কমকরে হলেও ১০০ দিন রিমান্ডে নিয়ে উচিৎ । ভুয়া ভুয়া সংবাদ দিয়ে দেশের সহজ-সরল মানুষদের উস্কে দিচ্ছিল ।মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক।



Md.Humayun Kabir

২০১৩.০৪.১১ ১০:২৯

Very well done..

২০১৩.০৪.১১ ১০:৩২

We could now realize how it was formed? Just shameless Govt.



sm zia uddin

২০১৩.০৪.১১ ১০:৩২

তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।



masrur

২০১৩.০৪.১১ ১০:৩২

আওয়ামী লীগ তাদের স্বভাবসিদ্ধ রীতি অনুযায়ী দেশের বাক স্বাধীনতা রুদ্ধ করল। এখন এ দেশে মানুষজন কেবলমাত্র আওয়ামী লীগের কথাই শুনতে পাবে, অন্য কন্ঠস্বরগুলোকে সব রুদ্ধ করে দেয়া হল।



চলুক..... একদলের খেলাই চলুক..........



Sabuj

২০১৩.০৪.১১ ১০:৩৩

এমন শিক্ষা দেওয়া হোক, যাহাতে দেশের সাথে বেঈমানি করার কথা কোনদিন ভাবতেই না পারে।

২০১৩.০৪.১১ ১০:৩৩

হানিফ সাহেবের কথার দাম আছে।

২০১৩.০৪.১১ ১০:৩৩

এবার দয়া করে জগন্য মিথ্যাচার 'দিগন্ত টেলিভিশন' টি বন্ধ করুন তাহলে দেশ এবং দেশের মানুষ অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে।



Md. Jamal Hossain

২০১৩.০৪.১১ ১০:৩৩

কাজটা অনেক আগেই করা দরকার ছিল, জাতীর বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র সার্থ ত্যাগ করা দরকার। এই দুষ্ট অপপ্রচার কারীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।



Zaman

২০১৩.০৪.১১ ১০:৩৪

... যেন দেশের বিরুদ্দহে আর কখনও কোন কথা বলার সাহস না পাই।



tarek azim

২০১৩.০৪.১১ ১০:৩৫

জোর করে এ পৃথিবীতে কেউ কিছু করতে পারেনি। এ চরম সত্য কথাটা বোধ হয় আমাদের বর্তমান সরকার ভুলে গেছে। গণহারে গ্রেফতার পরিস্হিতি শান্ত করবে না বরং ঘোলাটে করবে আরও।

২০১৩.০৪.১১ ১০:৩৬

সরকার এ কাজটা আরো আগে করা উচিত ছিল।আর তা হলে পুরো বাংলাদেশে এতো খারাপ অবস্থা হতো।



G U Haider

২০১৩.০৪.১১ ১০:৩৬

Mr. Amin,

i think u don't know about baksal,

u want first study about this, then plz be a coment.

all are editor not " DESH DRUHI" As Like Mahamudur Rahman.



shofiqul islam

২০১৩.০৪.১১ ১০:৩৭

মাহমুদুর রহমানকে গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের আরেকটি কালো অধ্যায় রচিত হলো। এ সরকারের সব কুকীর্তি ফাঁস করে বলেই মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হলো।



Mahmudur Rahman

২০১৩.০৪.১১ ১০:৩৭

কাজটা আরও আগে প্রয়োজন ছিল, তাহলে হয়তো দেশে এতো নৈরাজ্য সৃষ্টি হতোনা।



sumit jaman

২০১৩.০৪.১১ ১০:৩৭

সঠিক সিদ্ধান্ত,সরকারকে ধন্যবাদ।



Md.Nabi

২০১৩.০৪.১১ ১০:৩৮

ভালই ত হলো। সরকার যা খুশি করবে এখন। কেউ কিছু লিখতে পারবে না সরকারের আকামের বিরুদ্ধে। গণতন্ত্র বিকশিত হবে !



মো‌: হাফিজুর রহমান

২০১৩.০৪.১১ ১০:৩৯

২০১০ সালের একটি ওয়ার্ডপ্রেস কে রাজীবের মৃত্যুর পর মিডিয়াতে ঢালাও প্রচার করে উদ্দেশ্যমূলক ভাবে দেশে ধর্ম নিয়ে দাঙ্গা বাধানোর মূল পরিকল্পনাকারী , কাবাশরীফের গিলাফ নিয়ে মিথ্যাচার, ধর্মকে পুজি করে রাজাকারদের বিচার বানচালের মূল হোতা, এর আগেও বহু ষড়যন্ত্রের মূল নায়ক এই ... মিনিমাম এক মাসের রিমান্ডে নিয়া পেটের সব ষড়যন্ত্র বের করে আনতে হবে, সাংবাদিকতার আড়ালে জঙ্গীবাদের গডফাদার এর জন্য গত ৩ মাসে প্রায় সাড়ে তিনশ মানুষ প্রাণ হারাইছে।



Tonmoy

২০১৩.০৪.১১ ১০:৪০

পত্রিকার কাজ হচ্ছে কোন অঘটন ঘটলে তা জনলমক্ষে তুলে ধরা। ডেনমার্ক, আমেরিকা কিংবা ফ্রান্সে ইসলাম ধর্মের অবমাননা হলে আমরা পত্রিকার মাধ্যমে তার খবর পাই এবং প্রতিবাদ করি। অথবা দেশে কোন অঘটন ঘটলে কিংবা খুন-খারাবি হলে পত্রিকা প্রকাশ করলে আমরা খবর পাই এবং প্রতিক্রিয়া ব্যক্ত করি। সুতরাং এখানে পত্রিকার সম্পাদকের দোষের কিছু নেই যদি না সে তার পত্রিকায় বানিয়ে কিছু মিথ্যা, অবমাননাকর না লেখে। ইসলাম ধর্মের অবমাননাকর বস্তু প্রকাশের জন্য দায়ী ব্লগার ও ব্লগসমুহের পরিচালকদের গ্রেফতার করতে হবে। কারণ তারাই অবাধ মত প্রকাশের নামে কারো বিরুদ্ধে অবমাননাকর চর্চার সুযোগ করে দিচ্ছে।



Tanvir Tushar

২০১৩.০৪.১১ ১০:৪০

ভুয়া ভুয়া সংবাদ দিয়ে দেশের সহজ-সরল মানুষদের উস্কে দিচ্ছিল ।মাহমুদুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদকর্মী ও সম্পাদকের কলঙ্ক।



Maruf

২০১৩.০৪.১১ ১০:৪০

WHAT ELSE TO EXPECT FROM A FASCIST GOVERNMENT? BUT THIS TYPE OF REPRESSION NEVER SAVES.

I CAN SEE THAT SOME PEOPLE SUPPORTING HIS ARREST. CAN ANYONE OF YOU TELL WITH PROOF WHAT MR. MAHMUDUR RAHMAN WROTE IS NOT THE TRUTH?



Mahfuz

২০১৩.০৪.১১ ১০:৪১

ধন্যবাদ আইন- শৃংখলা বাহিনীকে। দেরী করে করলেও, সরকারকেও ধন্যবাদ।



Shamsul Alam

২০১৩.০৪.১১ ১০:৪১

হেফাজতে ইসলাম এর ব্ল্যাসফেমী আইনে এই সাম্প্রদায়িক উসকানি দাতার বিচার করতে হবে।

২০১৩.০৪.১১ ১০:৪২

He is a 'good sign' of yellow journalism.

২০১৩.০৪.১১ ১০:৪২

Shame...............Shame..............Shame.......



sirajul islam

২০১৩.০৪.১১ ১০:৪২

He should be punished. He is a conspirator of many things.



Zuhayr Umran

২০১৩.০৪.১১ ১০:৪৩

He is the real kalprint for the Fundamental propaganda. Should be done one month ago. Right now will cause nothing but problem. Still bold decision.



Nahid Waliul

২০১৩.০৪.১১ ১০:৪৩

সীমা লংঘন কারীকে আল্লাহ্ পছন্দ করেন না । আর মাহ্মুদুর রহমান চুরান্ত সীমাও লংঘন করেছেন । তার কারনেই অসংখ্য প্রানহানী ঘটেছে । আল্লাহ্ র ইচ্ছাতেই সে গ্রেফতার হয়েছে , আল্লার ঘর কাবা শরীফ নিয়ে মিথ্যাচার যে করেছে আল্লাহই তাকে শাস্তি দিবেন - জনগন ও সরকার তো অসিলা মাত্র ।



Fahim

২০১৩.০৪.১১ ১০:৪৪

মাহমুদুরকে গ্রেফতারের জন্য সরকারকে সাধুবাদ জানাই। তবে কেবল গ্রেফতার করে কাজ শেষ ভাবলে হবে না। লাখো মানুষকে নাস্তিক বলে মানহানি করার সাথে সাথে, মক্কার ঈমামদের নিয়ে মিথ্যাচার, সমাজে ঝগড়া-ফ্যাসাদ লাগিয়ে মাউলানাদের উসকে দেয়া, ১৫০ জন গ্রামবাসীকে পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দেয়া থেকে শুরু করে যুদ্ধাপরাধিদের বিচার বানচালে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে তার কঠো্র শাস্তি দাবী করছি।



M Z ISLAM

২০১৩.০৪.১১ ১০:৪৪

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।



Faruq Ahmed

২০১৩.০৪.১১ ১০:৪৫

২০১২ সালে ১৪ ডিসেম্বর তেজগাঁও থানায় করা একটি মামলায় রাষ্ট্রদ্রোহ এবং তথ্য প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৬ ও ৫৭ ধারায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ এপ্রিল ১১, ২০১৩। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও ঢাকা মহানগর পুলিশ কি এতদিন বসে বসে আঙুল চুষেছিল?

২০১৩.০৪.১১ ১০:৪৬

বাকশালের নব উত্থানে সরকারকে অভিনন্দন ।



mamun

২০১৩.০৪.১১ ১০:৪৬

যারা মাহমুদুর রহমানকে নিন্দা করছেন তারা অবশ্যই এক চোখা কট্টর আওমি ...বাংলাদেশে কোন সৎ ,নির্ভীক ,মেধাবী,সাহসী, ধর্মপ্রাণ, সম্পাদক থাকলে তা অবশ্যই মাহমুদুর রহমান। ব্লগে ইসলামের প্রতি অপপ্রচার একমাত্র তার কারনেই বন্ধ হয়েছে।



আতিক ( গুয়াংজু, চায়না )

২০১৩.০৪.১১ ১০:৪৬

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। দেশে বাক স্বাধীনতা ও নিরাপত্তা বলতে কিছু নাই ।

২০১৩.০৪.১১ ১০:৪৬

ইয়েস!!অভিনন্দন সরকারকে।এটা আরও আগেই করা উচিত ছিল।



nabil khan

২০১৩.০৪.১১ ১০:৪৬

Truth is beauty, beauty is truth. Mahmudur Rahman publish many harsh truth. But present government has no moral courage to except these harsh truth. Thats why they arrest bravo Editor Mahmudur Rahman.

Nothing can justify torture, government should remember this truth.



Md.Asif Iqbal

২০১৩.০৪.১১ ১০:৪৬

এটা কনো বেপার না ...

২০১৩.০৪.১১ ১০:৪৭

এটা ভেবে ভালো লাগছে যে সরকার তার স্বরূপে ফিরে এসেছে,এখন নয়া দিগন্ত বন্ধ করতে পারলেই কেল্লাফতে,



MD. Dipu Rahman

২০১৩.০৪.১১ ১০:৪৭

সরকারকে অনেক অনেক thanks.



Abdul Hye

২০১৩.০৪.১১ ১০:৪৮

Right decision, try to find out all hidden conspiracy against country. He is the sole Bangladeshi agent of ISI and did all in favor of Pakistan. Government can do it in very early stage.

He has no religion trust, he has no human quality. He is main culprit to create the so called religious jealousy against Islam and human being.



sinthiea

২০১৩.০৪.১১ ১০:৪৮

আমরা প্রতিবাদ করি।.



মোহাম্মদ

২০১৩.০৪.১১ ১০:৪৯

সরকারের পায়ের নিচে মাটি নাই, সরকার এখন পাগলের মত হইয়া গেছে, কি কইরা কি করব বুঝতে পারে না, সরকার পাপের পাহাড় করছে, পাপে বাপকেও ছাড়ে না, এক মাহমুদুর রহমানকে গ্রেফতার করলে হাজার মাহমুদুর রহমান বের হবে ইনশাআল্লাহ।

২০১৩.০৪.১১ ১০:৪৯

এটা ঠিক হলো না.

২০১৩.০৪.১১ ১০:৪৯

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারেরর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

২০১৩.০৪.১১ ১০:৫০

দেরিতে হলেও মাহমুদুর রহমান কে আটক করার জন্য সরকারকে ধন্যবাদ

এখন বাশের কেল্লার পেইজের এডমিন দের আটক করার জোর দাবি জানাচ্ছি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.