![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্প্রতিক সময় এর পূর্বেও যে সকল প্রিমিটিভ সোসইটি তথাকথিত সভ্য জগতের দ্বারা প্রভাবিত হওয়া ছাড়াই যারা বেচে আছে এমন প্রতিটি গ্রুপই বিশ্বাস আছে যে, পৃথবী তৈরীর সময় থেকেই কিভাবে ডেভিল (লুসিফার/স্যাটান) গডের কার্যকে বাধা দেয়ার চেষ্টা করছে। প্রতিটি গ্রুপই এই ধারনা তাদের সন্তানদের মাঝ শিক্ষাদানের জন্য ভিন্ন ভিন্ উপায় রয়েছ যে, কিভাবে ডেভিল মানুষের আপদ, হত্যা, যুদ্ধ ও অবর্ণনীয় কষ্ট ডেকে আনে।কিন্তু প্রতিটি গ্রুপই একমত যে, ডেভিল পুর্বেও ছিল এবং এখনো আছে (তা মানুষ এর মধ্য থেকে হোক বা অন্য কোন রুপে) এর্ব সে গডের “ADVERSARY” হিসেবে কাজ করছে।
ক্যালিফোর্নিয়ার উত্তর মধ্য অঞ্চলের আদিবাসি Algonquins দের মতে, ডেভিল তখনই দৃশ্যে আসল যখন সুপ্রিম বিং (গড/ঈশ্বর) তার সৃষ্টির কাজ সমাপ্ত করলেন।তাদের মিথ মতে ডেভিল প্রায়ই মানব আকারেই আগমন করে কিন্তু সে যেহেতু বিশ্বের ধ্বংস ডেকে আনে এজন্য গড তাকে পশুতে পরিণত করেছে যাকে Algonquins রা Coyote বলেন।
“News Behind the News” প্রবন্ধে আমি(লেখক) আমি যে, প্রমান পেশ করেছি তা জোরালোভাবে নির্দেশ করে যে, স্যাটান আমাদের প্রথম পিতা-মাতাকে গডের কাছে দোষী করার মাধ্যমে অভিষপ্ত করেছেন।ষ্যাটান ইভিকে প্রলোভন দেখায় যে, যদি ইভ তার প্রস্তাব গ্রহন করে তবে প্রজনন শিক্ষা দানের মাধ্যমে ইভ এবং অ্যডামকে শক্তির দিক দিয়ে গডের সমান করে দিবেন। লুসিফারিয়ান (ষ্যাটানিক) মতবাদ শিক্ষা দান করে যে, সিকসুয়াল সম্ভোগ কথা শিক্ষা দেয়। আমি এটাকে “perversions” বা বিচ্যুতি/বিপদগামিতা বলছি এজন্য যে, ডেভিল ইভকে যে সেকসুয়াল প্রাকটিস বা আচরনের শিক্ষা দেয় তা গড এর ইচ্ছার সম্পূর্ন বিপরিদ। কারন গডের ইচ্ছা একজন পুরুষ ও মহিলার মধ্য সেকসুয়াল রিলেশন বা সম্পর্ক প্রাকটিস বা আচরণ নয়।সেকসুয়াল বিচ্যুতি মানুষকে ধ্বংস বা বিপদ ডেকে আনে।
Joseph Henninger,তার বইতে উল্লেখ করেছেন ক্যালিফোর্নিয়ার Wintum tribe, গডকে বলেন এবং “Olelbis” ডেভিলকে বলেন “Sedit.” তাদের মিথ মতে ওলিলবিস মানব জাতি পরসম্পর ভাই-বোন হিসেবে বসবাস করুক এবং সেখানে কোন জম্ম—মৃত্যুও হবে না যাতে জীবন সহজ হয়। এবং জীবনের উদ্দেশ্য হল স্বররগে ওলিলবিস এর সাথে পুনরায় মিলিত হওয়া এবং চিরস্থায়ীভাবে তার সাথেই থাকা। ওলিলবিস মানুষের ক্ষুধা নিবারণের জন্য এক প্রকার নাট(বাদাম জাতীয়) ফলের ব্যবস্থা করেছেন যার কোর খোসা নেই তা পরিপক্ক হবার পর গাছ থেকে পরে এবং তা দিয়ে ক্ষধা নিবারন করবে।
ওলিলবিস 2 জনকে নির্দেশ দিলেন পৃথিবী থেকে স্বর্গে একটি পথ তৈরী করার জন্য যাতে ট্রাইবরা তাদের সৃষ্টিকর্তার সাথে পুনরায় মিলিত হয়।সেডিট দ্বারা প্রভাবিত হয়ে একজন অরেকজনকে উক্ত কাজ করতে রাজি করায় এবং তারা গডের কাছে দোসী হয় এবং তারা যে স্বর্গের পথ তৈরী করছিল তা ধ্বংস হয়।
কিন্তু এ সময় সেডিট এসে একভাইকে কুমন্ত্রনা দেয় যে, একাজ করার চেয়ে বরং সেকসুয়াল ইন্টারকোর্স এর মাদ্যমে সন্তান উৎপাদন করাই উত্তম।
সেডিট যখন দেখল যে সে মানব জাতির ধ্বংস ডেকে আনছে এবং তাকেও ধ্বংস/মরতে হবে তখন সে ভীত হয়ে যায়। তখন সে এ বিপদ থেকে রক্ষার জন্য একটি স্বর্গে উড়ে যাবার জন্য একটি ম্যকানিজম (প্লেন) বানায়। কিন্তু তা দুর্ঘটনায় পতিত হয় এবং সেডিট নিহত হয়। তখন ওলিলবিস মানবডে ডেকে বলে প্রথম মৃত্যু দেখ এভাবে তোমাদেরও মৃত্যু বরণ করতে হবে।
আমারা প্রমান করতে চাচ্ছি যে, এই পৃথিবী তৈরীর পূর্বেই যার মাদ্যমে ভাল এভং মন্দের বিভাজন শুরু হয়েছে এবং যা আমাদের পৃথভীতে স্থানান্তরিত হয়েছে তাকে আমরা খিস্টানরা (লেখক) ষ্যাটান বলছি। সে সময় থেকৈই স্যাটান মানুষের সাথে মিশে রক্ত মাংসের মানুষের ন্যায় সন্তান-সন্তদি ধারণ করছে।
এটি জানা আবশ্যক যে, স্বর্গ তে লুসফার যেমন বিদ্রহ করেছিল ঠিক তেমনি তা পৃথিবীতে স্থানান্তারিত হবার সময় থেকৈই তারা সত্যকে হিডেন/গোপন রাখছে। গোপন রাখার পাশাপাশ তারা সথ্যকে এমন জটিল করার চেষ্টা করছে যাতে সাধারস মানুষ যে মানুষ বুঝতেও না পারে যে তারা সত্য জানে না অথচ তার চিরন্তন মুক্তিই রয়েছে সত্য জানার মধ্য।
চলবে, , ,, , ,
প্রথম পর্ব্: Click This Link
2য় পর্ব্: Click This Link
3য় পর্ব্: Click This Link
সোর্স: Satan, Prince Of This World
By, William Guy Carr,
অনুবাদে- আবু মুছা আল আজাদ
৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ ক্লিয়ার হবার এবং সাথে থাকার জন্য
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫
রাতুল_শাহ বলেছেন: লুসিফার নিয়ে কিছুটা ক্লিয়ার হলাম