![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Thu, 01/26/2017 - 11:13
পুরো 2016 সালের প্রেসিডেন্ট ক্যাম্পেইনে এবং এর পরবর্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ঘোষনা করছেন যে, তিনি সকল আমেরিকান নাগরিকের মঙ্গল চান। আমেরিকার নাগরিক হিসেবে True Torah Jews চান যে আমাদের দায়িত্ববান (প্রেসিডেন্ট)যেন আমাদের অবস্থানকে পরিস্কার ও সম্মানজনক উপায়ে তুলে ধরেন।এজন্য আমরা নিম্নোক্ত চিঠি ইস্যু করতে চাচ্ছি।
Mr. President,
“Israel” রাষ্ট্রটি প্রতিষ্টা্র পর প্রায় 70 টি বছর কেটে গেল কিন্তু অফিসিয়ালি সে একটি জাতি রাষ্ট্র হিসেবে তার মুল অন্তর্নিহিত প্রকৃতি জুডাইজম (আব্রাহমিক/মোসেস ধর্ম্) থেকে সম্পূর্ন বিপরিদ অবস্থানে দাড়িয়েছে। জুডাইজম হল একটি নৈতিক ভিত্তি যা যুগ যুগ ধরে ইহুদিদের জীবনের দিক নির্দেশনা দিয়ে অসছে।তাদের দীর্ঘ্ নিবাসন জীবনে তারা যেখানেই থেকেছে সেখানেই তা তাদেরকে শান্তি ও দয়াদ্রতার উপদেশ দিয়ে অসছে। মানব জীবনের পবিত্র দায়িত্ব হল এমন নীতি যার জন্য সে তার মৌলিক নীতির জন্যই পচেষ্টা করবে।
কিন্তু ইসরাঈলের প্রতিষ্টাতা David Ben-Gurion এর নীতির সাথে সম্পূর্ন বিপরিদ। 1938 সালে ইউরোপে ধ্ংসের আগুন শুরু হলে মি. David Ben-Gurion বলেন - আমি যদি জানতাম যে সকল জার্মান শিশুকে ইংল্যান্ডে নেয়া সেভ হবে এবং শুধুমাত্র অর্ধেক শিশুকে ইসরাঈলে নেয়া সম্ভব হবে তবে আমি 2য় টিকেই বেছে নিতাম। (কি ভয়ংকর কথা যেখানে সবই মারা যাচ্ছে সেখানে পাশের দেশ ইংল্যান্ডে নিলে সবাই সেভ হত অথচ তিনি অর্ধেককে দ্বংস হতে দিয়ে বাকি অর্ধেককে যদি ইসরঈলে নিতে পারতেন তাহলে সেটাই করতেন। অথছ বাকি অর্ধেককে সেখানে নিয়ে এসে আবার আরবদের সাথে যুদ্ধ বাধিয়ে দিবেন।)
মি. David Ben-Gurion এক সময়ের ইসরাঈলের প্রধান নেতা এবং এর গঠণ ও পরবর্তি প্রজম্মর জন্য পলিসির ভিত্তি স্থাপন করেছেন। এবং এখনও তার প্রাধান্য ব্যাপবক ভাবে অনুভব করা হয়। বলতে গেল জর্জ ওয়াশিংটন ছাড়া আরেকিা যেমন অসম্ভব তেম বে-গুরিন ছাড়া েইসরাঈল অসম্ভব।
এসব বিবেচনায় রেখেই আমরা আমেরিকান জিউদের পক্ষ থেকে নতভাবে আমাদের কন্ঠ শোনার অবেদন জানাচ্ছি। আমাদের এবং তাদের বা বিশ্ব জায়োনিস্ট কংগ্রেস, জিউস ডিফেন্স লীগ, এবং ইসরাঈলী গভমেন্ট (World Zionist Congress, Jewish Defense League, the Israeli Government, etc.) এর মধ্য পার্থ্ক্য হল ঐতিহাসিক যদিও তা অজনপ্রিয় এবং তিক্ত কারণ যে তারাই আমাদের সাইডে থেকেছে।
আমাদের গুনবান রাব্বি যারা যুগ যুগ ধরে তাদের সম্প্রদায়কে প্রজ্ঞা ও দুরদৃষ্টি শিক্ষা দিয়েছে যে, শত্রুতা/বিরোধিতা সাধারণত খারাপ বা তিক্ত ফলই বয়ে আনে।যার প্রমান হিসেবে বর্ত্মামান ইসরাঈলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার পূর্বসুরীরা।
ইহুদি জনেগনের প্রতি আপনার সাহায্যর ওয়াদা ব্যাপকভাবে প্রচারিত এবং তা মনেরেখেই আনাপর কাছে বিনীতভাবে অনুরোধ করছি ইউএস দুতাবাস ইসরাঈলের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে স্তানান্তর থেকে বিরত থাকার জন্য।(you refrain from moving the U.S. embassy in Tel Aviv to Jerusalem.)
ইসরাঈল রাষ্ট্র প্রতিষ্টার 70 বছর ধরে মিডল ইস্ট এর অবস্থা আরো অবনতি হচ্ছে এবং অন্যদের বাদ দিয়ে শুধুমাত্র প্রায় 40,000 হাজার ইহুদি নিহত হয়েছে।আমেরিকাতে কিছু ইহুদি আছে যারা এধরনের নির্যআতনেক তাদের স্বাথের জন্যই সমর্থন করে এমনকি তাদের রাজনৈতিক পলিসির জন্য তারা শুধু বিপদকেই বাড়িয়ে দিচ্ছে। বাট এই সংখ্যা খুবই কম অথচ তাদেরকেই অমেরিকান ইহুদিদের প্রতিনিধি হিসেবে মনে করা হয়। যখন ইসরাঈল তার কোন প্রতিবেশির সাথে যুদ্ধ করে তখন পশ্চিামা দেশসহ সমগ্র পৃথিবীর ইহুদিদেরকেই এর ফলাফলভোগ করতে হয়। ( জার্মান রাইখের ৯০০০ ইহুদি এর এর বাইরের ৫০০০০০ ইহুদি। এই ৯০০০ ইহুদিরাই( জায়োনিস্ট/ নাজি ) কিন্তু বাকিদের জন্য হলকস্ট বানিয়েছে)
একই ঘটনা ঘটছে নতুন বসতি স্থাপনের ক্ষেত্রে যাকে উভয় (আরব-ইহুদি) সাইড কর্ত্ক অত্র আঞ্চলের শান্তি স্থাপনের প্রধান বাধা হিসেবে মনে করা হয়।
মি. প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলে আপনার শান্তি প্রতিষ্টার কথা সর্বজন জ্ঞাত। প্লিস এই গোল অর্জেনে সবচেয়ে বড় বাধাকে সরিয়ে দিন। নতুন বসতি স্থাপন শুধু আমেরিকা ইহুদিদেরকেই বিপদাপন্ন করছে না বরং পুরো পৃথিবীর সকল ইহুদিকেই করছে।আপনার অভিসেকের পর গ্রীন লাইন বরাবর 2500 নতুন বসতি স্থাপনের অনুমোদন দেখায় যে তাদের শান্তির ইচ্ছা মুলত মুখেই বাস্তবে নয়।
সর্বশেষে মি. Mr. Netanyahu পৃথিবী ব্যাপি ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমনকে পুজি করে তার রাষ্ট্রে অভিবাসী বৃদ্ধির চেষ্টা করছে। আমরা চাই যে, নেতানিয়াহুর রাজনৈতিক উচ্চাকাঙ্খা অজনের জন্য তার বাগাড়ম্বর পূর্ন বক্তব্যকে আপনি বন্ধ করবেন।সে আমেরিকার ইহুদিদের প্রতিনিধিত্ব করে না এবং নেতানিয়াহু আমেরকিার প্রেসিডেন্ট নয় বরং আপনিই প্রেসিডেন্ট।
আপনার কাছে এটা আমদের ঐকান্তিক প্রার্থ্না যে, যুক্তরাষ্ট্র এবং আমাদেরকে শান্তিতে রাখতে সফল হবেন। (সংক্ষেপিত)
With Great Respect,
True Torah Jews
সোর্স: Click This Link
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩১
আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক অনেক বেশী ধন্যবাদ
কালীদাস ভাই মুল লিংক থেকে পড়ার জন্য
অফিস থেকেেএসে লেখার কাজ শুরু করলেই ২জন মেহমান আসে তখন কি আর শেষ অংশ শুধু ভাষা ভাষা দিয়েই পোস্ট করেছি।
তবে যারা বিপরিদ কাজ করে তারা মুলত অসকেনাজি জায়োনিস্ট ইহুদি।
যারা নিজেদের মুল উদ্দেশ্য গোপন করে নবম শতকের দিকে ইহুদি ধর্ম গ্রহন করে
চিঠিতে মাইনরিটি লোকের কথা বলা আছে তারা মুলত রথচাইল্ড, রকফেলার,ডুপন্ট সহ
The Astor Bloodline
2. 2. The Bundy Bloodline
3.3. The Collins Bloodline
4.4. The DuPont Bloodline
5.5. The Freeman Bloodline
6 6. The Kennedy Bloodline
7 7. The Li Bloodline
8.8. The Onassis Bloodline
9 9. The Reynolds bloodline
110. The Rockefeller Bloodline
11. The Rothschild Bloodline
12. The Russell Bloodline
13. The Van Duyn Bloodline
এরা কিছু ক্যাথলিক, কিছু জেসুইটস, ্েবং বাকিরা জায়োনিস্ট নট ইহুদি। যেমন জার্মান রাইখের ৯০০০ ইহুদি এর এর বাইরের ৫০০০০০ ইহুদি। এই ৯০০০ ইহুদিরাই( জায়োনিস্ট/ নাজি) কিন্তু বাকিদের জন্য হলকস্ট বানিয়েছে
আপনি অবাক হবেন পৃথিবীস সকল সম্পদ বা সকল কিছুর ৮০ভাগই এই কয়টি পরিবারের। আপনি আমরা যে চাকরী করছি তা সর্বশেষ এই পরিবারগুলোরই সেবা হচ্ছে।
এদেরই অপল, মাইক্রসফট,নাসা,হার্প্্ , এরিয়া ৫১ইউটিউব, উইকিপিডয়িা, এদরই সব
অঅপনি আমার সেকল লেখাতেই কিছু না কিছু তত্য এদের সংক্রান্ত পাবেন।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৯
শেয়াল বলেছেন: ইহুদী গ্রুপ তো অনেক গুলা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৯
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ শেয়াল
হ্যাঁ অনেক গ্রুপই যা চিঠিতেই বলা হয়েছে।
তবে যারা এই চিঠির বিপরিদ কাজ করে তারা মুলত অসকেনাজি জায়োনিস্ট ইহুদি।
যারা নিজেদের মুল উদ্দেশ্য গোপন করে নবম শতকের দিকে ইহুদি ধর্ম গ্রহন করে
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১০
চাঁদগাজী বলেছেন:
লিকুদ পার্টি ব্যতিত কোন ইহুদী নতুন করে কোন সমস্যা চাহে না
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৬
আবু মুছা আল আজাদ বলেছেন: চাঁদগাজি ভাই ‘লিকুদ পার্টি ব্যতিত কোন ইহুদী নতুন করে কোন সমস্যা চাহে না’
একমত।
তবে ইসরাঈলের গভমেন্ট যেই হোক না কেন সে আসকেনাজি জিউ হবে।
এর বাইরে কেউ কখনো হয় নাই হবে না।
গাজি ভাই আপনি কি হানটিংটনের বইতে শেষের দিকে সিভিলাইজেশনাল ওয়ারের যে উদাহরণ দিয়েছেন তার সাথে বর্তমানেরি
গতি বিধি নিয়ে কিছু লেখবেন কি?
আমি চাচ্ছিলাম বাট সময় খুবই কম
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩
রাতুল_শাহ বলেছেন: True Torah Jews মানে কি বুঝাতে চায়?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮
আবু মুছা আল আজাদ বলেছেন: True Torah Jews বলতে বুঝাতে চায় নবী মোসেস(মুসা) এর উপর অবতীর্ন গ্রন্থটি।
আর বর্তমানে ইহুদিদের আরেকটি গ্রন্থ রয়েছে যা মুলত কাব্বালা/প্যাগান/নেবুচাদনেজারদের দর্শনকে ইহুদি গ্রন্থ বলে চালিয়ে দিয়েছে।
বাট একাজ করছে আসুিরিয়ানরা জেরুজালেম ধ্বংস করার পর অনেক েইহুদিকে ব্যাবিলনে বন্দি করে তাদের ওকাল্ট মতবাদের মিশক্ষা দেবার পর তাদের দিয়ে তালমুদ লেখে নেয়।
যা আপনি আমার পোস্টে পাবেন- তালমুদের শিক্ষা
একই ভাবে তওরাতের শিক্ষা পাবেন আমার সামনে/কিছু দিন পরের পোস্টে
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
অনেক কিছু জানলাম।
+++++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩
আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হলাম উৎসাহ দেবার জন্য
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫
কালীদাস বলেছেন: ইন্টারেস্টিং। লিংকের চিঠিটা পুরাটা পড়লাম, আপনি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা দেননি পোস্টে- নেতানিয়াহুর পলিটিকাল এমবিশন থেকে করা কুকর্মের ফিরিস্তি যে শান্তির এগেইনস্টে চিঠিতে সেটার উল্লেখ এবং নেতানিয়াহুকে থামানোর আহ্বান!
তারপরও পোস্টের জন্য থ্যাংকস। বাইদ্যাওয়ে, এরা আসলে কারা? নিজেদের অরিজিনাল (!) তাওরাতের এবং ১০০ভাগ হজরত মুসার(আঃ) অনুসারি দাবি করছে, কিন্তু এদের ব্যানারটা কি বা চায় কি?