নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে পরিচিত করার চেষ্টা করে যাচ্ছি ।

িবর্ন জামান

বর্তমান সময়ের অচল মানব আমি

িবর্ন জামান › বিস্তারিত পোস্টঃ

একটি ঘটনা ।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫১


একটি ঘটনাঃ
ঢাকার অদুরে একটি অঞ্চল এ আমার বসবাস সেখান থেকে ঢাকা যেতে অনেক সময় লাগে। একটু তারা থাকায় এক সি এন জি চালককে বললাম যে মতিঝিল যাবেন। উত্তর যাওয়া যাবে না কারন, তার নাম্বার ঢাকার নাম্বার না। ঢাকা ঢুকলে মামলা হবে। আমার ও তারা কিন্তু ঢাকার গাড়ীও নাই কি যে এক সমস্যায় পরলাম । হঠাৎ সমস্যার সমাধান এক সি এন জি এসে হাজির বলেন কথায় যাবেন। গন্তব্য বললাম সে রাজী হল। তারাতারি উঠে পরলাম উদ্দেশ্য গন্তব্য। বাচাল প্রকৃ্তির লোক তাই আলাপ শুরু সি এন জি চালককে বলছি ঢাকার গাড়ী নাই কি এক সমস্যা । আপনি না আসলে পুরা ঝামেলায় পরে যেতাম। সে অবাক করে দিয়ে বলল তার সি এন জি তে ও ঢাকার নাম্বার নাই । যা আমি তারাহুড়ায় খেয়াল করি নাই। জিজ্ঞাস করলাম আপনাকে মামলা দিবে না। সে খুব দাপটের সহিত উত্তর দিল সামনে কি লেখা দেখেন। খেয়াল করলাম লেখা (সাংবাদিক, ২৪ঘন্টা সংবাদ,জরুরি কাজে নিয়োজিত) ।সি এন জি চালক বলল সাংবাদিক এর গাড়ীতে হাত দিব কেঠা। কৈ্তুহলি মনের প্রশ্ন গাড়ীর মালিক কি সাংবাদিক? উত্তর দূর মিয়া টাকা হলে সাংবাদিক কেনা যায়। মাসে চার হাজার টকা দেই। সারা ঢাকা গাড়ী চালাই কেউ ছুইয়া ও চায় না । মজা বুঝলেন। আসলে অনেক মজা। আমার নিজের স্বার্থ না হয় রক্ষা হলো। তাতে অন্য কারো কি স্বার্থ কি ক্ষুন্য হলো। মজা টা বুঝলাম না। আমি যতটুকু বুঝি তাতে সাংবাদিকতা একটি মহান পেশা। যা আমাদের জীবন চলার পথে একটি অত্যাবশকীয় অধ্যয়। কিন্তু বতমান সময় এ কিছু কিছু ঘটনা,কিছু কিছু সময়,কিছু কিছু ভাবনা দেখলে মনে হয় সাংবাদিকতা কি ব্যবসা না সেবা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.