![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের জীবন থমকে যেতে পারে , কিন্তু আমাদের লেখা থেকে যাবে।
ঘটনাটি ২০১১ সালের মাঝামাঝি সময়ে। আমি গ্রামে থাকি। একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এম বি এ করতাম । ক্লাস করে বাসায় পিরতে রাত ১১টা আবার কোন সময় বাস না পেলে ১২ টা বেজে যেত। আমাকে শহর থেকে ইজ্ঞিল চালিত নৌকা করে নদী পার হতে হতো। গ্রামে যখন পৌছতাম তখন মাঝ রাত রাস্তায় তেমন লোকজন থাকত না। তাছাড়া রাস্তার দুই ধারে ছিল শিম গাছ। যেদিন ঘটনাটি ঘটে সে দিন সামান্য চাঁদের আলো ছিল এবং চার পাশে কুয়াশা ঢাকা ছিল। খালি চোখে বেশি দুরে দেখা যায়নি। আমি নদী পার হয়ে একা একা রাস্তা দিয়ে আসতে ছিলাম। কিছু দুর আসার পর হঠাৎ জমি থেকে রাস্তায় এক মেয়ে উঠে আসল। আমিও হঠাৎ চমকে গেলাম। কারণ আশেপাশে কেউ ছিল না। মেয়েটি ওঠে বলল আমাকে কয় একজন ছেলে তাড়া করেছে। আমি যতো দুর চোখ যায় দেখলাম কিন্তু কাউকে দেখলাম না। আর মেয়েটা যে দৌড়াছে সে রকম কিছু মনে হয়নি। আমি সাহস করে মেয়েটিকে বললাম ভয় নেই আর কেউ আসবে না। আমার সামনে চলো। চাঁদের আলো ভালো না থাকার কারণে চেহারাটা দেখা যায়নি। মেয়েটি আমার সামনে সামনে চলতে চলেতে কিছু দুর যাওয়ার পর হঠাৎ রাস্তার অন্যপাশে নেমে গেল। কুয়াশার মধ্যে হঠাৎ চোখের পলকে মিলিয়ে গেল। আর দেখা যায়নি। আমার ভয়টা ও কেটে গেল। আমি দ্রুত পায়ে বাসায় পৌছলাম। সে দিন থেকে যখন ওই পথদিয়ে আসি সে দিনের ঘটনার কথা মনে পড়ে। এখনো বুঝতে পারিনি এইটা কি আসলে মেয়ে ছিল না কি অন্য কিছু।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪
আবদুল আজিম বলেছেন: ভাই এইটা কি চন্দ্র পরী ??????????????????
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভাল লাগলো।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৯
আবদুল আজিম বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
লেজারবিম বলেছেন: মেয়ে না বলে কংকাল বললে ভাল লাগতো। SONY আট চ্যানেল বেশি বেশি দেখেন।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১
আবদুল আজিম বলেছেন: ওকে
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:০০
নূর আদনান বলেছেন:
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২
আবদুল আজিম বলেছেন:
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩১
ভিটামিন সি বলেছেন: আর সামনে যে কিল্লাই পরে না। একবার পল্লে দেখাই দিতাম।।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৮
আবদুল আজিম বলেছেন: আপনােক হয়তো ভয় পায় তাই হয়তো আপনাকে দেখা দেয় না
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪১
আবদুল আজিম বলেছেন: Thanks to all
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭
পুচ্কা ছেলে বলেছেন: পরী......