নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা মনের কথ

মো আিজম

মো আিজম › বিস্তারিত পোস্টঃ

টেকনাফে সাত হাজার ইয়াবা বড়িসহ আটক ৪

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

কক্সবাজারের টেকনাফে বিজিবির জওয়ানরা আজ বুধবার পৃথক অভিযান চালিয়ে ছয় হাজার ৯২৯টি ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষ্মীপুর গ্রামের শফিউল আলম (৩৭), চাঁদপুরের কচুয়ার খেজুরিয়া গ্রামের মো. হোসেন (২০), চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণ হাটের জুয়েল মল্লিক (২৩) ও টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের মো. ফারুক (২৫)।

বিজিবি সূত্রে জানা যায়, আজ ভোররাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার দমদমিয়া চেকপোস্টে দমদমিয়া বিওপির হাবিলদার মো. শফিকুল হকের নেতৃত্বে বিজিবির সদস্যরা কুমিল্লাগামী একটি পানভর্তি ট্রাকে অভিযান চালান। অভিযানে তাঁরা পাঁচ হাজার ৯৩৭টি ইয়াবা বড়ি ও পাঁচটি ফেনসিডিলের বোতল আটক করেন। এ সময় ওই ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়। অপরদিকে আজ বিকেলের দিকে দমদমিয়া বিওপির কোম্পানি কমান্ডার জজ মিয়ার নেতৃত্বে বিজিবির সদস্যরা টেকনাফ-কক্সবাজার সড়কের ন্যাচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে ৯৯২টি ইয়াবা বড়িসহ মো. ফারুক নামের একজন ব্যক্তিকে আটক করেন।

৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইয়াবা বড়িগুলোর আনুমানিক দাম ২০ লাখ টাকা বলেও তিনি জানান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.