নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা মনের কথ

মো আিজম

মো আিজম › বিস্তারিত পোস্টঃ

হার্ডডিস্ক সচল রাখুন সব সময়

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

কম্পিউটারে যা কিছু করছেন তা সংরক্ষিত হচ্ছে হার্ডডিস্ক ড্রাইভে। সব তথ্য, ছবি, ফাইল ইত্যাদি জমা থাকে এতে। এ ছাড়া নানা সময়ে প্রয়োজনে তথ্য বা ডেটা আদান-প্রদানও হয়। অনেক সময় নিয়মিত ডেটা আদান-প্রদান করার ফলে হার্ডডিস্কের ভেতরের সেলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে থাকে। আর একসময় হার্ডডিস্কটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ জন্য হার্ডডিস্ককে মাঝেমধ্যে একটু রিফ্রেশ করে নেওয়ার প্রয়োজন হয়।

এ জন্য প্রথমে আপনার কম্পিউটারের Start Manu থেকে All Program-এ যান। এখান থেকে Accessories-এ যান। এর পর Accessories থেকে System Tools নির্বাচন করে Disk Defragmenter-এ ক্লিক করুন। এরপর যে পেজটি আসবে, সেখানে ওপরের দিকে আপনার কম্পিউটারের ড্রাইভগুলো দেখতে পাবেন এবং নিচের দিকে Analyze disk ও Defragment disk নামের দুটি বোতাম পাওয়া যাবে। এবার যে ড্রাইভটি রিফ্রেশ করতে চান, সেটি নির্বাচন করে Defragment disk-এ ক্লিক করুন। কাজ শেষ হলে Close-এ ক্লিক করে বেরিয়ে আসুন। এভাবে এক এক করে সব ড্রাইভ রিফ্রেশ করে নিন এবং আপনার হার্ডডিস্ক ভালো রাখুন। প্রতি মাসে অন্তত একবার হার্ডডিস্ক রিফ্রেশ করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.