নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা মনের কথ

মো আিজম

মো আিজম › বিস্তারিত পোস্টঃ

** শিশুদের প্রোগ্রামিং শেখানোর আহ্বান **

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৫০

মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস, সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সে, ড্রপবক্সের প্রতিষ্ঠাতা ড্রিউ হিউস্টন এবার আহ্বান জানালেন বিদ্যালয় পর্যায়ে প্রোগ্রামিং শিক্ষাকার্যক্রম চালু করার। কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া কোড ডট অর্গের (http://www.code.org) আয়োজনে এক ভিডিও বার্তায় বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং শেখার বিষয়টি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধানেরা।

‘হোয়াট মোস্ট স্কুল ডোন্ট টিচ’ শীর্ষক এ ভিডিওতে প্রযুক্তি দুনিয়ার সেরা ব্যক্তিদের পাশাপাশি কথা বলেছেন ফেসবুকের প্রথম মহিলা প্রকৌশলী রুচি সাংভিও। ভিডিওতে সবাই বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তবে শুধু তথ্যপ্রযুক্তি জগতের মানুষই নন, মিয়ামি হেট বাস্কেটবল দলের সদস্য ক্রিস বোসও বিদ্যালয় শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর কথা বলেছেন।

ফেসবুক, ড্রপবক্সের একসময়ের বিনিয়োগকারী হ্যাডি পার্টভি শুরু করেছেন কোড ডট অর্গের নামের এ উদ্যোগটি। মূলত প্রোগ্রামিংকে জনপ্রিয় করতে এবং ধীরে ধীরে মেধাবী প্রোগ্রামার কমতে থাকায় এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। এ ছাড়া অনেক বিদ্যালয়ে প্রোগ্রামিং বিষয়ে পড়ানোই হয় না, এমনকি বলাও হয় না! কোর্ড ডট অর্গের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এতে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করে নিজেও এ উদ্যোগকে সমর্থন জানাতে পারবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.