![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি.এন.পি শাহবাগের তারন্যর আন্দোলনকে আওয়ামীলিগের সৃষ্টি বলে শুধু তারন্যের এই জাগরনকে অপমানই করে নাই বরং জামায়েতের পাশা-পাশি বি.এন.পি ও এখন যুদ্ধ অপরাধের দায় সমান ভাবে বহন করবে। এই আন্দোলনের সাথে একাত্বা ঘোষনা না করে কিভাবে এই আন্দোলনকে ধ্বংস করা যায় তার ছক কষসে বি.এন.পি । মধু আর দুধের স্বাদ সর্বদা গ্রহণকারী মওদুদ সাহেব এই আন্দোলনকারীদের এই সরকারের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করতে বলেছেন কিন্তু তিনি নিজ সরকারের সময়ের সেই দুর্নীতির কথা ভুলে গেছেন , হাওয়া ভবন আর তারেক রহমান এর দুর্নীতির কথা এই প্রজন্ম ভুলে নাই,ভুলে নাই বোমা হামলা আর জামায়াতকে সাথে নিয়ে সরকার গঠন এর কথা । আ্ওয়মীলিগ সরকারের অন্যেয়ের প্রতিবাদ এই প্রজন্ম নিজ দায়িত্বেই করবে। বি.এন.পির জামায়াত প্রতির বিচার এই প্রজন্মই করবে । আওয়ামীলিগ বা বি. এন .পি এদের বিচার করা হবে নির্বাচনের মাঠে কিন্তু জামায়াতকে নিয়ে জোট করার চেষ্টা আর জামায়াতকে বাচাবার চেষ্টা যেই করুক না কেন এই প্রজন্মর কাছে তার কোন ছাড় নাই ।বিচার আমরা করবোই। জামায়াতের হয়ে যেই কথা বলবে তাদের আর রক্ষা নাই। বি . এন . পি কে অবশ্যই জামায়াতের সাথে করা জোট ছাড়তে হবে নইলে নতুন প্রজন্ম বুজে নিবে বি এন পি শুধু মাএ ক্ষমতায় যাবার জন্যই এই জামায়াতের সাথে করা জোট ছাড়ছে না আর এরাই যুদ্ধঅপরাধীদের বিচারে বড় বাধা ।।
©somewhere in net ltd.