![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বি এন পির মহাসচিব বলেছেন তারা ক্ষমতায় গেলে যুদ্ধঅপরাধের বিচার করবেন। এখন বিচার চাইতে সমস্যা কোথায়? যদি ট্রাইবুনালের কোথাও সমস্যা থাকে সচ্ছতার ক্ষেএে সেটা কোথায় শাহবাগের আন্দোলনের কারীদের সাথে একাত্বতা ঘোষনা করে সেই দাবী সরকারের কাছে তুলে ধরছেন না কেন? জামায়াতকে জোটে রেখে যুদ্ধঅপরাধীদের বিচার কিভাবে করবেন দয়া করে জাতির কাছে পরিস্কার করবেন কি? একটা কথা পরিষ্কার জানা উচিত আমরা নতুন প্রজন্ম কিন্তু বোকা নই, ক্ষমতায় যাওয়ার বুলি না দিয়ে দেশের ভাল করার মানসিকতা গড়ে তুলুন। জামায়াতকে জোট থেকে বাদ দিয়ে প্রমান করুন আপনারা যুদ্ধঅপরাধীদের বিচার চান। আমরা জনগন বাংলাদের ক্ষমতায় মুক্তিযুদ্ধের শক্তি এবং বিরোধী দলেও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে দেখতে চাই, ক্ষমতায় যেই আসেন আমাদের আপওি নাই শুধু সকল পক্ষের কাছে ন্যায় এবং সুশাসনের নিশ্চয়তা চাই । আপসের কোন জায়গা নাই যুদ্ধঅপরাধীদের পক্ষ নিলে রক্ষা নাই, এই কথা সকল দলের জন্য প্রযোজ্য।।।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১
পুংটা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭
আমি ব্লগার হইছি! বলেছেন: যুদ্ধাপরাধের বিচার চায় আবার জামাতের সাথে জোট এখনো অটুট!
বগলে ইট
মুখে শেখ ফরিদ