![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজিব ইসলাম সর্ম্পকে কু মন্ত্যব করছে তার বিচার ইসলামি কায়দায় চাই, এখন প্রশ্ন হলো ইসলামের কোথায় নাস্তিককে হত্যা করতে হবে উল্লেখ আছে বলবেন কি? যারা এই হত্যাকান্ডকে সর্ম্থন করেন- তাদের উদ্দেশে আমার এ প্রশ্ন। তিনি বহুদিন আগে থেকে এই ব্লগ লিখছেন যদি তাই হয় তবে ব্লগের সব জ্ঞানবান ইসলাম সচেতন ব্লগাররা কোথায় ছিলেন? আমরা মুসলাম মাএই যেকোন ধরণের ইসলাম বিরোধী প্রচারণার বিরুদ্ধে সোচ্চার কিন্তু সেটা কি ইসলামের দেখানো পথের বাইরে গিয়ে? নাস্তিককে কিভাবে ধর্মের পথে ডাকতে হবে বা কিভাবে তার বিরুদ্ধে ইসলামের প্রচরনা চালাতে হবে তা ইসলাম ধর্মেই বর্ণনা করা আছে, তার পরও নতুন করে পন্ডিতগীরি করার দরকার আছে কি? হত্যা জঘ্যন্য অপরাধ যার বিচার ইসলাম এই পৃথিবীতে করতে বলেছে কিন্তু নাস্তিকের বিচার আল্লাহ নিজেই করবেন শেষ বিচারের দিন তাহলে আল্লাহর দায়িত্ব যারা পৃথিবীতে নিজ হাতে তুলে নিচ্ছেন তারা কিন্তু হাশরের মাঠে আল্লাহর বিচার থেকে বাচতে পারবেন কিনা তা ইসলামের ধর্মের জ্ঞানের আলোকে নিজেরাই চিন্তা করুন।।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
লিন্কল্ন বলেছেন: রাজিব কি নাস্তিক?
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
রাসেল মাহদুদ বলেছেন: ভাইরে, কাদের বোঝাবেন? যারা ধর্মকে ব্যবসায় খাটাচ্ছে তাদের? আপনার সে চেষ্টা বৃথা।
তার চাইতে কোন একটা ছাগলকেও এত কথা বললে বোধহয় বুঝে যেত!
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০
সিবাক বলেছেন: ভাই, আপনাদেরকে যে আমি কি বলব, বুঝে পাইনা।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১
পরিবেশ বন্ধু বলেছেন: ইসলাম হত্তা বা অন্যায় যুলুমকে প্রশ্রয় দেয়না
তবে হাদিসে বর্ণিত
নিজের জীবন বাঁচানো ফরজ