নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার অহংকার

পৃথিবীর বুকে বেচেঁ থাকা আর তার জন্যই ভালবাসা।

আজিম উদ্দিন চৌধুরী

আঁই হাঁগল

আজিম উদ্দিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জামায়াত কে সফল হতে দেওয়া হবে না।।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

সারা আমার ধর্ম ও নবীকে নিয়ে কু মন্ত্যব করে তাদের বিচার দাবী করি। আমরা কাউকে ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করতে দিতে পারিনা। সরকারের উচিত যারা এই ধরনের অপরাধ গুলো করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আজকের সমাবেশ হওয়ার কথা ছিল যারা ধর্মের বিরুদ্ধে অপ্রচার চালায় তাদের বিরুদ্ধে কিন্তু জামায়াত এটাকে তাদের রাজনৈতিক হাতিয়ার বানিয়ে নিয়েছে। তারা জুম্মার নামাযের পর যে নৈরাজ্য শুরু করেছে তা ইসলামের নামে গ্রহনযোগ্য নয়। প্রতিবাদের ভাষা নৈরাজ্য মূলক হওয়া উচিত নয়। যারা নাস্তিকতার নামে পুরো প্রজম্ম চত্তরের আন্দোলনকারীদের ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করার চেষ্টা করছে তাদের বলছি ইসলাম ধর্মকে আমরা জামায়াতের কাছে লীজ দেইনাই। ধর্মের নামে ক্ষমতা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে চলেছে জামায়াত। আমরা ধর্ম প্রাণ মুসলমানরা এদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। বিচাররের দাবী কে ভিন্ন খাতে নেওয়ার জামায়েতের পুরোনো কৌশল এবার আর কাজে আসবেনা সকল ধর্ম প্রাণ মুসলমান এবং ধর্মীয় দল গুলো প্রতি আহবান ভন্ড জামায়েত চক্রের প্ররোচনায় আর পড়বেন না, সাথে সাথে সরকারের নিকট আহবান ধর্মকে নিয়ে যারা কুমন্ত্যব করে তাদের প্রতি আইনি ব্যবস্থা গ্রহন করুণ এবং জনগন ধিক্কার জানানান ঐ সকল জ্ঞান পাপীদের বা নিবোর্ধদের যারা ধর্মের বিরুদ্ধে বিশোধগার করে।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

স্বপ্নের মানুষ বলেছেন: মানুষ অন্ধ হয়ে গিয়েছে ভাই




আশা করি এইখানে লিখবেন
চ্যাঁট, ব্লগ,ফোরাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.