![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা ম্যাডামের ভাষ্য মতে, এত বড় গনহত্যা হল ২৫০০ হাজার মানুষ শহীদ হল এদের মা-বাবা, আত্বীয়-স্বজন সব কী ঘুমে এদের কি ঘুম ভাঙবেনা,এরা কি মিড়িয়ার সামনে এসে বলতে পারছেন না আমাদের প্রিয়জনদের কোন খোজ নেই। যদি মিডিয়া সব সরকারী দলের হয় তবে খালেদা জিয়া তার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এই নিহতদের আত্বীয়-স্বজনদের নিয়ে সরকারের কাছে গুম হওয়া ২৫০০ হাজার শহীদের লাশ চাইতে পারেন না। ২৫০০ হাজার শহীদ হলে ৫০০০০ হাজার আহত হওয়ার কথা এরা কোন কোন হাসপাতালে আছে এদের খবর কেন খালেদা ম্যাডাম প্রকাশ করেন না? আর যদি এই আহত গুলারেও সরকার গুম করে তবে তার আত্বীয় পরিজন কোথায় ? ১০০০০ হাজার আইন-শৃংখলা বাহিনীর সদ্যস্য অভিযান পরিচালনা করছে তারা সবাই কি সরকার দলীয় ? তারা কি মোবাইলে এগুলা ভিড়িও করতে পারেনাই? যেখানে বিবিসি , সিএনএন,এপি নিউজ বলে ৪৭ জন তিন দিনের ঘটনায় নিহত সেখানে খালেদা আপা ২৫০০ হাজার খুজে পান না। হেফাজতের সম্মেলনে কতজন নিহত তার সঠিক দাবী হেফাজত নেতারা নিজেরাও করেন না সেখানে খালেদা ম্যাডাম হাম্বা হাম্বা করে আর তার সাথে বাছুর গুলার ঘুম হারাম। আমারদেশ বন্ধ হওয়ার পর মাহমুদুর রহমানের অসমাপ্ত কাজ খালেদা ম্যাডাম নিজের কাধে তুলে নিয়েছেন গনহত্যা কথা যত জোর দিয়ে বলেন যারা ঐ দিন কুরআন শরীফ পুড়ালো মসজিদে আগুন দিল তাদের বিষয়ে ম্যাডাম এর ভাষ্য এটা সরকারের নিজের হাতের কাজ। যারা গুজব ছড়ায় , যারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানায় তারা আমাদের বোকা ভাবেন বার বার ।।
২| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:২১
আজিম উদ্দিন চৌধুরী বলেছেন: হিউম্যান রাইটস এর কথা বলছেন তারা তো চার দলীয় জোট সরকারের সময় ২১ আগষ্ট গ্রেনেড হামলার কথায় যখন সরকারের বিরূদ্ধে রিপোর্ট করেছিল তখন খালেদার সরকার বলেছিল বিদেশীরা ষড়যন্ত করছে আর এখন এই রিপোর্ট খুব গুরুত্বপূর্ন আসলে রাজনীতি হল মিথ্যার স্বর্গ যেখানে সাধারণ জনগন নয় দেশ নয় বরং ব্যক্তি আর দল বড়।।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ বিকাল ৪:২৭
সত্য কথা বলি বলেছেন: খালেদা এখান থেকে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করবে এটা বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব কিছু না। কিন্তু আপনি কিভাবে এই ব্যাপক হত্যাকাণ্ড অস্বীকার করবেন ! অনলাইন বাংলা নিউজপেপার 'বাংলার চোখ' অসংখ্য ছবি দিয়েছে। দেখে নেন..... Click This Link

আর "এশিয়ান হিউম্যান রাইটস কমিশন" কী বলেছে দেখেন। তারা সেখানে ২২ টি ছবিও দিয়েছে। Click This Link
স্ক্রীনশটে দেখে নেন,
এছাড়া ফেসবুক ও ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা হয়েছে। এতো পরিষ্কার বিষয়টিকে ধামাচাপা দিয়ে রাখা মনে হয় সম্ভব হবেনা !