![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহত হৃদয়ে কাঁদিছে জননী
বক্ষে ঝরিছে রক্ত তার
দুর্বল দেহে ফিরিছে ডাকিয়া
কোথা আছ ছেলে ভক্ত মার।
অসহায় মাতা কাঁদিয়া কাঁদিয়া
ফিরিতেছে সারা রত্রি দিন,
কে আছ পুত্র মোছাও অশ্রু
শোধ কর তব মাতৃঋণ।
মায়ের অশ্রু মুছে দিতে আজ
তুলে নাও হাতে মসি আবার।
ভাই বরকত শহীদ সালাম
যে পথে করেছে আত্বদান,
সেই পথে তোরে ডাকিছে জননী
শোনরে বাঙ্গালী পাতিয়া কান।
ফেব্রুয়ারী নয় ফাগুন এসেছে
ধ্ধনী তোল তোরা মুখে আবার।
কবি ও লেখকঃ খ ম আনসার রহমান
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
আজিমুল হক খান বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: দারুন হয়েছে ভাই
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
আজিমুল হক খান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ফাগুন আসে আগুন হয়ে
বাংলা মায়ের প্রানে প্রানে
মধুর আমার মায়ের ভাষা
বাঁশের বাশি পাখির গানে
শুভেচ্ছা