![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের অর্থকষ্ট মনে হয় কখনো শেষ হবার নয়। যার যত হবে তার আরও লাগবে। এটা হয়ত চিরন্তন সত্য। যা অপুকে দিয়েই অনুমান করতে পারছি। এমাসে অপু একটা বোনাস পেয়েছে। যদিও কোন এক অনাকাঙ্খিত কারনে সে বোনাসের অর্ধেক পেয়েছে। সে যদি পুরো বোনাস পেত। তাহলে হয়ত তার সকল ঋণ এবং অন্যান্য আনুসাংগিক চাহিদাগুলো পুরণ করতে পারত। কিন্তু ঐযে বলা হয়েছে বা রীতি হয়েছে গেছে যত পাবে তত লাগবে। হয়ত অপু পুরো বোনাসটা পেলে তার নতুন কোন চাহিদার উদ্ভব হত।
এইমাসটা খুব অর্থকষ্টে অপুর। তার কারন তার এক ভাগনিকে সে কিছু টাকা ধার দিয়েছে। এমনিতেই নিজের চলা খুব কষ্টকর হয়। তার উপর যদি ধার দেওয়া হয় তাহলেতো বোঝেনই অবস্থা কেমন হয়। যাহোক চলুক এভাবে যত দিন চলা যায়। দিনতো কেটেই যাবে। হয় ভাল না হয় মন্দ। হয় খুব বেশী খেয়ে না হয় অল্প খেযে। এখন আইয়ুব বাচ্চুর সেই গানটির কথা খুব মনে পড়ে মাঝে মাঝে :সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয় আসলে ত্রিভুবনে কেউ সুখী নয়।
অপুর খুব ক্ষিদে পেয়েছে। কিন্তু এখনও খাবার আসেনি। তাই খাওয়াও যাচ্ছে না। আর বাইরে গিয়ে কিছু খেলে পরে আর ভাত খাওয়া যায় না। তাই কষ্ট করা ছাড়া আর কিছুই করার নেই। আজ অপুর স্ত্রীর সাথে অনেকক্ষণ খুব ভাল আলাপ হয়েছে। তাই অপুর মনটা খুব ভাল। আর গতকাল রাতে এক বড় ভাইয়ের কাছ থেকে অপু কিছু কথা শুনেছিল। তাই অপুর স্ত্রীর বিষয়ে আর নেতিবাচক চিন্তা করছে না। আশা করি আর বেশী নেতিবাচক চিন্তা করা লাগবে না। আল্লাহ যেন অপুর এ আশা কবুল করেন। আমিন।
©somewhere in net ltd.