![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম: Md. Azizur Rahman who always ready To Die For Islam For ALLAH For Noor Ea Mujassam Profeth Muhammad Mustafa Sallauhu Alaihiwsallam.
......সাধারন মেয়েদের ও তাদের
পরিবারকে এই জটিল সমাজের জটিল
নিয়ম মেনে বিয়ে করতে গিয়ে
বিয়ের দিনের আয়োজন, বরপক্ষের
ডিমান্ড,বিয়ে পরবর্তীতে শ্বশুর
শ্বাশুরীসহ অন্যান্যদের মন রাখতে
গিয়ে আর্থিক ও মানসিকভাবে যুদ্ধ
করতে হয়।
"
মডার্ন মেয়েদের বিয়ের যুদ্ধটা একটু
ইনটারেস্টিং।আবেগে গা ভাসিয়ে
স্বাধীনচেতা হয়ে হ্যান্ডসাম
ছেলের সাথে প্রনয়,
অতঃপর পরিবারকে
জানানো,বেশিরভাগ
ক্ষেত্রেই পরিবার তা মানতে
চায়না।
ফলে বাপ-মা বনাম মেয়েতে
যুদ্ধ হয়। পরিবার সেটা মেনে নিয়ে
নিলে বিয়েটা হবে নতুবা পালিয়ে
গিয়ে মেয়েটা বিয়ে করে
স্বাধীনতার
ডানা মেলবে।তারপর আস্তে আস্তে
দুজনের কাছে দুজনকে এলিয়েন মনে
হওয়া,বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া
বিবাদ শুরু....অশান্তি,যুদ্ধ চলতেই
থাকে..............।
"
"
দ্বীনদ্বার মেয়েঃজান্নাতের
স্বপ্নে বিভোর হয়ে জীবনের অর্ধেক
দ্বীন পূরণ করতে দ্বীনদার জীবনসঙ্গী
পেতে মেয়েটিকে যুদ্ধ করতে হয়।
"
কুটিল সমাজ ও সমাজের পূজারী
পরিবারের বিরুদ্ধে। দীর্ঘ অপেক্ষা,
অকল্পনীয় ধৈর্য,চোখে বহমান অশ্রু
নিয়ে ক্রমাগত আল্লাহর
দরবারে দুআ,সংযত আচরণে মা-
বাবাকে বুঝিয়ে যাওয়া,
নির্ঘুম রাত.........অতঃপর আল্লাহর অশেষ
রহমতে সেই কাঙ্খিত মানুষটিকে
পাওয়া,সমাজিক ও পারিবারিক
জটিলতাকে পাশ কাটিয়ে
অনাড়ম্বর,অপচয়হীন,
সহজ একটা বিয়ের মাধ্যমে।
এতে থাকে স্বল্পসংখ্যক দ্বীনি
মানুষের অনেক অনেক দুআ আর
মহান সৃষ্টিকর্তার রহমত,বরকত।
এই নিয়ে তাদের জান্নাতী সম্পর্ক
এগিয়ে চলে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন
পেরিয়ে অনন্তকালের সেই জীবন
পর্যন্ত................।
________Azizur Rahman
©somewhere in net ltd.