নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গঠন

ধন্যবাদ

অগ্রজ

"কিন্তু সে তো দুনিয়ার দিকে আকৃষ্ট হল এবং রিপুর দাসত্ব মেলে নিল"

অগ্রজ › বিস্তারিত পোস্টঃ

খুবই ভয়ংকার!!!!!! প্রচন্ড কাপুনিতে গভীর ঘুম ভেঙে গেল

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৩

এর যতগুলো হয়েছে একটাও বুঝতে পারিনি।
সিলেট শহরে এর আগে হয়েছে কিন্তু আজ অত্যান্ত ভয়াবহ। আল্লাহ আমাদের ক্ষমা করুন। তিনি আমাদের সতর্ক করলেন। সারা দেশে প্রকাশ্যে নগ্নতা - বেহায়াপনা অশ্লীলতা ছেয়ে গেছে। বিনোদন, সিনেমার নামে হচ্ছে সবই উলঙ্গপনা। এই অপরাধগুলো গুলো আল্লাহর গজবের অন্যতম কারণ।
অনন্তর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প ফলে তারা সকাল বেলায় গৃহের মধ্যে উপুড় পড়ে রইল। আল আরাফঃ৯১

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৮

পিচ্চি হুজুর বলেছেন: আল্লাহর গজব সেইটা আবার কি জিনিস! ভাই শুনেন উলু বনে কখনও মুক্তা ছড়াইতে নাই। লোকজন আল্লাহরেই শিফট ডিলিট মাইরা দিছে, গজব ত অনেক দূরের মাল।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০৯

নিমগ্ন বলেছেন: এই পোস্ট ঝুলানো হউক। মানে ইস্টিকি আরকি। :-B

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৯

মাহিরাহি বলেছেন: আল্লাহ আমাদের ক্ষমা করুন।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩২

প্রামানিক বলেছেন: আল্লাহ আমাদের ক্ষমা করুন আমীন।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫১

ভ্রান্ত বিলাস বলেছেন: তাহলে ভুমিকম্প আল্লা্য় দেয়?! আর যারা এত্ত এত্ত পড়ালেখা কইরা seismologist ঐ হালারা তাইলে গান্জা খোর, কাফের। ভুমিকম্পের পেছনে যে আল্লার হাত আছে এইডা তারা চাইপা যায়। কুরান পইড়া ফেললেই হইল। আবালের মত গান্জা পড়ালেখার কোনো দরকার নাই। আল্লায় এত্ত ক্ষমতা রাখে যে ভুমিকম্প দেয় বেহায়া মাইয়াগোর লাইগা কিন্তু ডাইরেক্ট বেহায়া মাইয়াগোরে পর্দার ভেতোরে ঢুকাতে পারে না। বরই তাজ্জব বেপার সেপার। আল্লার লীলা বুঝা দায়।

এইগুলারে ধর্মভীরু কয় না জন্গী কয় আমি জানি না। এহন এই ভাইসাব যদি মাইগোরে জোর কইরা পর্দার মধ্যে ঢুকানোর ঈমানি দায়িত্ব পালন করে যেমন মুমিন বান্দারা নাস্তিকগো কল্লা কাইটা আস্তিক বানানোর মত তাইলে যদি আল্লা্য় ভুমিকম্প বন্ধ করে।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪১

জনম দাসী বলেছেন: আল্লাহপাক হেদায়েত দান করুন সবাই কে, আমিন।

আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না।

পোষ্ট দাতা ভাল থাকুন সব সময়, দোয়া রইলো অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.