|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 বাহাউদ্দিন আবির
বাহাউদ্দিন আবির
	অন্ধকারের মাঝে ছায়াটাকে লক্ষ্য করো সেই ছায়া আমি।
বোবা অনুভূতি ও বোকা অনুভূতি এবং বিভ্রান্ত সময়ের দামে
আমি কেন্দ্রীক আমরা চালিয়ে নিচ্ছি জীবন, সকলের সুখের নামে।
বোবা অনুভূতিরা বুঝেও অপ্রকাশিত সময়ের কারনে
বোকা অনুভূতিরা সরল বিশ্বাসে বিশ্বাসী বিশ্বস্ততার বিবরনে।
দোষী  নয় কেউ, সময় আর অভিজ্ঞতা আর সাহসের অভাবই সিদ্ধান্ত নেবার অপরিপক্কতাই কারন
"সুখী হৌক সবাই,আমার যা হবার হৌক" খেলোয়াড়ারে এখন খেলে কেবল এই উদ্দেশ্য করে ধারন।
আসলে,
সব খেলা দেখে যায় সময়, হাসে প্রকৃতির নিয়মে
সময় একা-একা চলে তাই খেলা বানায় আরো একা-একা চলার সংখ্যা বাড়ানোর প্রয়োজনে।
____অযুহাতের যুক্তি (আজকের যুক্তি)
_____বাহাউদ্দিন আবির 
১০-০১-২০১৯ (এটা ঠিক কবিতা নয়, কবিতার মতো করো অব্যক্ত কিছু কথা কিংবা আজকের দিনের কিছু কথা কেবল প্রকাশ করার ভাষা) 
পল্লীবিদ্যুত,রুপাতলি,বরিশাল
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.