নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে জীবন

সময়টাকে থামানো যায় না

আধারে জীবন

সাধারন একজন মানুষ.

আধারে জীবন › বিস্তারিত পোস্টঃ

কোন কোন ব্লগারের নিরাপত্তা লাগবে আওয়াজ দেন ; সরকার ব্লগারদের নিরাপত্তা দিচ্ছে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

আমাদের ডিজিটাল সরকার যেখানে সাধারন মানুষের নিরাপত্তা দিতে পারে না সেখানে এবার ব্লগারদের নিরাপত্তার দেওয়ার ঘোষনা দিল।



ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গোয়েন্দা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



বিশেষ করে ১৯ জন ব্লগারের নাম উল্লেখ করে তাদের সার্বিক নিরাপত্তার ব্যাপারে সংশ্লিষ্ট দফতরগুলোতে নির্দেশ পত্রও পাঠানো হয়েছে। এ নিয়ে পুলিশ প্রশাসন থেকে ব্লগারদের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। এ ব্যাপারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক শীর্ষ কর্মকর্তা জানান, ১৯ জন ব্লগারের সার্বিক নিরাপত্তার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।



সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন খুন হওয়ার পর শাহবাগের আন্দোলনকারী ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের তালিকা নিয়ে গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করেন। তারা ১৯ জন ব্লগারের নামের একটি তালিকা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব ব্লগারদের নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয়া হয়।



প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো ১৯ ব্লগাররা হলেন ডা. ইমরান সরকার, অমিয় রহমান পিয়াল, গোলাম রসুল মারুফ, আরিফ জেবতিক, লাকি আক্তার, কামাল পাশা চৌধুরী, মাহবুব রশিদ, মুক্তা বাড়ৈ, শাকিল আহমেদ অরন্য, মাহমুদুল হক মুন্সী, আলামিন বাবু, কানিস আলমাস সুলতানা কিনু, জাকির আহমেদ রনি, মোরসালিন মিজান, ডা. রাশেদুল হাসান, পলাশ আহমেদ, প্রীতম আহমেদ, আসিফ মহিউদ্দিন ও রাকিবুল বাশার রাকিব।



গত ১৪ জানুয়ারি উত্তরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন ব্লগার আসিফ মহিউদ্দিন। এ ঘটনার পর বিষয়টি পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা থেকে তেমন কোন গুরুত্ব দেয়া হয়নি। শুক্রবার রাতে ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন খুন হওয়ার পর ব্লগারদের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসন চিন্তা শুরু করে। গত শনিবার ১৯ ব্লগারের নিরাপত্তা প্রদানের সুপারিশ করে একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। পুলিশের বিশেষ শাখার সূত্র জানায়, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ব্লগারদের সার্বিক নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো উদ্যোগ । ++++++

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

রুপকথার গল্প বলেছেন: আমাদের ডিজিটাল সরকার যেখানে সাধারন মানুষের নিরাপত্তা দিতে পারে না সেখানে এবার ব্লগারদের নিরাপত্তার দেওয়ার ঘোষনা দিল।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লিস্টের অনেককে চিনি না। যাদের চিনি তাদের নিরাপত্তার অবশ্যই দরকার। প্রীতম আহমেদ কে?

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

স্বপ্নের মানুষ বলেছেন: :) আমার দরকার




আশা করি এইখানে লিখবেন

ব্লগ চ্যাট ফোরাম

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

অশ্রুহীন মন বলেছেন: আমাদের সরকার যেখানে সাধারন মানুষের নিরাপত্তা দিতে পারে না সেখানে এবার ব্লগারদের নিরাপত্তার দেওয়ার ঘোষনা দিল কি করে

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: আরো আগে দিলে একজন ব্লগারের মৃত্যু হতো না :(

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

জ্যাক রুশো বলেছেন: মোর কোন নিরাপত্তা নাগবে না মই একাই একশো :P :P :P

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

শোয়াইব আহেমদ বলেছেন: তাদের বেড রুমের নিরাপত্তাও কি দেয়া হবে ? :|

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: AMAR NIRAPITTA DORKAR . SHIBIR AMAR NAME MOGBAZARE LIST PATHAISE.

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

একজন বাংলার ছেলে বলেছেন: আমাকে ব্লক করা হইছে :( এজন্য জানা আপুকেও নিরাপত্তা দেয়া হোক।বলাতো যায় না কখন কি কইরা বসি। X(

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

িট.িমম বলেছেন: আমি দেশের বাহিরে হে হে হে , আমার কোন কিছুই লাগবে না।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: এই লিস্টে নাম উঠানির পূর্ব শর্ত কি ? প্রটেকশন হৈলে মন্দ হয়না :) তারা কি বিদেশেও প্রটেকশন সাপ্লাই দেয় নাকি ? ;)

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

বিভ্রান্ত _পথিক বলেছেন: স্বর্ণা@প্রীতম আহমেদ হল "বালিকা" খ্যাত সংগীত শিল্পী।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

বিডি আমিনুর বলেছেন: বাংলাদেশ সরকার নিরাপত্তার মানে জানে ?

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫

মাস্টার বলেছেন: প্রীতমের গান থীম সং বানাইছে দেখে ওরেও লিস্টে ফালাইয়া দিছে!!


আমিতো ডকুমেন্টারি বানাইছি, আমার কি হবে! :(

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: মাস্টার@ শুধু সং না, আজকে লাইভ টক শোতে প্রীতমের কথা শুনলাম। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে খুব স্ট্রংলি কথা বলেছে।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬

মাস্টার বলেছেন: @স্বর্ণাঃ আচ্ছা, আমি আজকে টিভির সামনে বসতেই পারিনি। ডকুমেন্টারি এডিট করতে হয়েছে সারাদিন।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

ইখতামিন বলেছেন:
+++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.