নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরবাসী

শাহাদাত হোসেন বাবলু

শাহাদাত হোসেন বাবলু › বিস্তারিত পোস্টঃ

হানাদার পাকিস্তানী চেতনা.

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৮


আওয়ামীলীগ যে 71,এর চেতনাধারী দল তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই .তবে কোন চেতনা তা নিয়ে সন্দেহ বরাবরই ছিল কিন্তু এখন সন্দেহ কমে আসছে ..

দলীয় নেতা কর্মীদের হত্যা ,লুন্ঠন আর ধর্ষণ এবং পুলিশ এর গুম খুন থেকে তাদের সাথে হানাদার পাকিস্তানি বাহিনীর অনেক মিল পাচ্ছি ....তাই তাদের 71 এর চেতনা আসলে হানাদার পাকিস্তানী চেতনা.

শ্রমিক লীগের তুফান সরকাররা একদিনে দানব হয়নি। হাজার অন্যায় করেও যখন পার পেয়ে যায়, তখন নিজেদের সবকিছুর উর্ধ্বে মনে করে। যে আওয়ামী লীগ " জয় বাংলা" স্লোগান দিয়ে দেশ স্বাধীন করেছিল, সেই আওয়ামী লীগেরই কিছু কুলাঙ্গার এখন জয় বাংলা স্লোগান দিয়ে ধর্ষণ- খুন- রাহাজানি করে! দ্রুত এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, তুফান সরকাররা শেখ হাসিনার সমস্ত অর্জনকে তুফানের ন্যায় উড়িয়ে নিয়ে বুড়িগঙ্গায় বিসর্জন দিবে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮

ধুতরার ফুল বলেছেন: ধিক্কার জানাই এই অমানুষ জানোয়ারদের।

২| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১১

বারিধারা বলেছেন: প্লিজ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার একমাত্র ইজাদার এই লীগের সৈনিকদের ভুল বুঝবেন না। যে বিজয়ী হয়, গণিমতের মাল ভোগ করার অধিকারিও সে হয়। লীগের সৈনিকরা কারো সাহায্য ছাড়া এককভাবে এই দেশ জয় করেছে ১৯৭১ সালে একবার আর ২০০৮ সালে আরেকবার। সেই হিসেবে এদেশের সমস্ত মা বোন তাদের গণিমতের মাল হয়ে গেছে। এ নিয়ে বাড়াবাড়ি করলে আওয়ামী ধর্মের অবমাননা হবে।

৩| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

বিজন রয় বলেছেন: যে আওয়ামী লীগ " জয় বাংলা" স্লোগান দিয়ে দেশ স্বাধীন করেছিল, সেই আওয়ামী লীগেরই কিছু কুলাঙ্গার এখন জয় বাংলা স্লোগান দিয়ে ধর্ষণ- খুন- রাহাজানি করে![/sb...

.................. বড়ই লজ্জার।

৪| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৪

প্রোলার্ড বলেছেন: এই জন্যই কি মুক্তিযুদ্ধ হয়েছিল ? এরাই কি মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.