নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
মেরিল্যান্ডে এক ভদ্রমহিলা ৬৩ মাইল বেগে ড্রাইভ করছিলেন তাঁর গাড়ি। কিন্তু পুলিশ তাঁকে জরিমানা করে বসল। পুলিশ বলল আপনি বাঁ দিকের লাইনে গাড়ি চালাচ্ছিলেন যেখানে ৬৫ মাইলের কম বেগে চালানো উচিৎ নয়। কারণ এই লাইনে যাঁরা ৬৫ মাইলের বেশি বেগে যাবেন তাঁরা গাড়ি চালাবেন। খবরটা পড়ে আমাদের দেশের ট্র্যাফিকের অবস্থা মনে হল। কত পার্থক্য!!! আমদের কি আসলে এতই পিছিয়ে থাকার কথা?!!! দুঃখ হয়, আমাদের দেশের সব সরকারই ব্যক্তিগত অবস্থার উন্নতি করেছেন দেশের নয়।
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: !!!! ভাই কিছুদিন রিয়াদ থাকার সৌভাগ্য হয়েছিল। ঠিক আপনার মত একদিন বেরিয়ে দেখি রাস্তা একেবারে ফাঁকা। তারপরও কোন সিগন্যাল ব্রেক করলাম না। এজন্য আমার বৌ খুব বিরক্ত হয়েছিল!!!
২| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬
ভিটামিন সি বলেছেন: আমারও মাঝে মাঝে বিরক্ত লাগে বিদেশীদের সিস্টেম দেখে। রাস্তায় গাড়ি নাই, আশে পাশে পুলিশ নাই। লাল বাতি জ্বলতাছে। আর ব্যাটা ড্রাইভার কিনা সেই লালবাতির দিকে তাকায়া সময় গুনতাছে। কখন সবুজ বাতি জ্বলব তারপরে গাড়ি ছাড়বে। কেন রে বেটা, তোর কি সময়ের মুল্য নাই? এইসব ড্রাইভারদের থাবড়ানো দরকার। প্রয়োজনে বাংলাদেশ থেকে ট্রাফিক সিগন্যালের উপর ৩ মাসের কোর্স করানো উচিত। তাহলেই শিখতে পারবে যে লাল বাতি = গাড়ি চলবে, সবুজ বাতি = গাড়ি থামার চেষ্টা করবে।
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: লাল বাতি = গাড়ি চলবে, সবুজ বাতি = গাড়ি থামার চেষ্টা করবে।
৩| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
আরজু পনি বলেছেন:
আমাদের দেশের অনিয়মের সাথে আমরা এতোটাই অভ্যস্থ হয়ে গেছি যে, কখনো কখনো সুযোগ পেলে নীতিবাগিশ কেউ কেউও নীতি ভাঙ্গার চেষ্টা করি
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আপনার সাথে একমত!
৪| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
যোগী বলেছেন: এই দেশের ট্রাফিক আইনটা করা হয়েছে, প্রাইওরিটি ব্যাসিসে। যেমন রাস্তায় চলাচলের জন্য আইন বেশি ফেভার করবে যে পায়ে হেঁটে চলছে তাকে, তার পর সাইকেল আরোহী, এর পর যারা গাড়ী চালাবে তাদের।
তাই গাড়ী ওয়ালারা সব সময় সাইকেল আরোহী বা পায়ে হেঁটে চলা লোকদের গাড়ী থামিয়ে আগে যেতে দেয়।
আজব বোকা লোকের দেশ এটা
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: যোগী ভাই আমাদের দেশটা ছোট একটা দেশ। আমরা এতগুলা মানুষ চাইলে কী না করতে পারতাম?!!! কিন্তু কেন পারিনা সে কথা আজ অনেক হাল্কা একটা কথা হয়ে গেছে। কতিপয় রাজনীতিবিদ নামক দুষ্কৃতিকারীদের হাতে আজ দেশ ও আমরা জিম্মী।
৫| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:০৫
কালোপরী বলেছেন: পোস্টের চেয়ে কমেন্টগুলা পড়ে বেশি মজা পাইলাম
১৫ ই মে, ২০১৩ রাত ১:০৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
যোগী বলেছেন: একদা কাক ডাকা ভোরে এয়ারপোর্টে উদ্দেশ্য টেক্সি নিয়ে রওনা দিয়েছিলাম, তখনো দিনের আলো ফোটেনি, রাস্তায় একটিও যানবাহন ছিলোনা। রাস্তাও ছিলো সরু। তবুও আমার টেক্সি প্রত্যেকটা সিগনালে নিয়ম করে থমলো।
সেটা ছিল বড়ই বিরক্তকর জার্নি।