নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌

যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

রোগ নিয়ে দেরী

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

গতকাল এক পেশেন্ট এলো জ্বর এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস নিয়ে। চেস্ট অস্কালটেট করে পেলাম প্যানসিস্টোলিক মারমার প্রমিনেন্ট ইন লেফ্‌ট স্টারনাল বর্ডার। রোগীকে বললাম আপনার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে। এটা কনফার্ম করার জন্য একটা ইকো করা দরকার। রোগী বলল স্যার আমি ইকো করিয়েছি। বললাম ইকোর রিপোর্ট সহ দেখা করেন। আজ রোগী রিপোর্ট নিয়ে এল। দুই বছর আগের ইকোঃ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট উইথ লেফ্‌ট টু রাইট শান্ট। রোগীকে জিজ্ঞেস করলাম দুই বছর হলো আপনি জানেন আপনার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে। আপনি রিপেয়ার করে নিচ্ছেন না কেন? রোগী জিজ্ঞেস করল স্যার বেশী খারাপ হয়ে গেছে? বললাম এখনো বেশী খারাপ হয় নি, যেহেতু মারমার প্রমিনেন্ট। কিন্তু মারমার কমে আসতে থাকলেই বিপদ। আপনি যদি দেরী করেন, পালমোনারী হাইপারটেনশন ডেভেলপ করে রাইট টু লেফ্‌ট শান্ট হয়ে গেলে তখন আর কিছুই করার থাকবেনা। কাজেই রিপয়ার করে ফেলাটাই আপনার জন্য নিরাপদ। রোগী হৃদরোগ ইনস্টিটিউটের ঠিকানা নিয়ে চলে গেল। যাওয়ার আগে বলল আগের ডাক্তার বলেছিল জন্ম থেকেই এটা নিয়ে আছেন খুব বেশী আর কি অসুবিধা হবে। তাই আমি চকিৎসা করাইনি। খারাপ লাগলো একজন ডাক্তারের কথায় যেটা রোগীকে মিসগাইড করলো। ডাক্তারদের নিঃশ্চয় রোগীর সাথে হেয়ালীপূর্ণ কথা না বলাটাই উচিৎ। তবে এটাও ঠিক সবাই এরকম নয়।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৫

বোকামন বলেছেন:

হূম .... যথার্থই বলেছেন ভাইজান।

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:২২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ বোকামন ভাই।

২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৫

খাটাস বলেছেন: ভাই পোস্টের প্রথম দিকে পড়তে দাঁত ভেঙ্গে যাচ্ছিল। :#> শেষের কথা টা সুন্দর বলেছেন। "খারাপ লাগলো একজন ডাক্তারের কথায় যেটা রোগীকে মিসগাইড করলো। " ডাক্তারদের কাছে আমরা আরও বেশি সচেতনতা আশা করি। যারা ব্লগে ডাক্তার আছেন, তারা স্বাস্থ্য বিষয়ক কিছু বেসিক পোষ্ট আমাদের সাথে শেয়ার করলে আমরা আরও সচেতন হতে পারব অনেক খুঁটি নাটি ব্যাপার নিয়ে। প্রয়োজনে অন্য কে ও সচেতন করতে পারব। ধন্যবাদ আপনাকে।

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনার সাথে একমত।

৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮

ঢাকাবাসী বলেছেন: ভাল পোষ্ট। ধন্যবাদ আপনাকে।

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই।

৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: মেডিক্যাল টার্মগুলা যদি একটু বুঝায়া কৈতেন...

০৭ ই জুন, ২০১৩ ভোর ৫:৫২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: গ্যাস্ট্রোএন্টেরাইটিস=ডাইরিয়া (পরিপাকতন্ত্রের প্রদাহ)। চেস্ট অস্কাল্টেট=স্টেথস্কোপ দিয়ে হার্ট এর (এই রোগীর ক্ষেত্রে) শব্দ শোনা। প্যানসিস্টোলিক মারমার প্রমিনেন্ট ইন লেফ্‌ট স্টারনাল বর্ডার=হার্ট রক্ত নালীতে রক্ত সঞ্চালন করার সময় পুরো সময়টা জুড়ে শব্দ (যেটা সাধারণ মানুষের হয় না) যে শব্দটা বুকের মাঝখানের হাড়ের ঠিক বামদিকে সবচেয়ে বেশী শোনা যায়। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট =হার্টের চারটা চেম্বার আছে, উপরে দুটো অলিন্দ, নীচে দুটো নিলয়; এই নিলয় দুটোর মাঝের পর্দায় ফুটো কেই বলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। লেফ্‌ট টু রাইট শান্ট=সাধারণত হার্টের বাম চেম্বারগুলোয় রক্তচাপ বেশী থাকায় পর্দায় কোন ফুটো থাকলে রক্ত বাম চেম্বার থেকে সরাসরি ডান চেম্বারে চলে যাওয়া। পালমোনারী হাইপারটেনশন=ফুসফুসের রক্ত সংবহনতনত্রের চাপ বেড়ে যাওয়া; [এ ক্ষেত্রে ডান চেম্বারের প্রেসার বেড়ে গিয়ে রক্ত ডান চেম্বার থেকে সরাসরি ফুটো দিয়ে বাম চেম্বারে চলে আসাকে বলে রাইট টু লেফ্‌ট শান্ট যা অস্বাভাবিক]। ধন্যবাদ হামা ভাই।

৫| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৫০

না পারভীন বলেছেন: ভাল হয়েছে পোস্ট ।+++

০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৪০

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ, না পারভিন।

৬| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

শহুরে আগন্তুক বলেছেন: ঠিক!
টার্মগুলো আরো ভালো লাগলো জেনে ।

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: থ্যাঙ্কু অর্ণক!!! :)

৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++

০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ বর্ষণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.