নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
আমাদের বাড়ীর অপজিটেই আলম ভাইয়ের বাসা। উনি মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর বড় ছেলে মানিক। এলাকায় নারী নির্যাতন সহ সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তার নামে বেশ কয়েকটা মামলা আছে। তিতুমীর কলেজে পড়া অবস্থায় রাজনীতি করার চেষ্টা করে। কিন্তু বহু কষ্টে কলেজের ইলেকশনে দাঁড়ালেও ভোট পেত না। কেউ কেউ বলেন মানিক যদিও দাবী করে সে বিএ পাশ করেছে, আসলে সে বিএ ফেল এবং পড়াশুনা ছেড়ে দিয়ছে। এটা মানিক সম্বন্ধে প্রাথমিক ধারণা। ইদানিং (দুই/তিন বছর ধরে) সে প্রথমে একটা ক্লিনিক দেয়। ক্লিনিকের নাম রাখে “মুক্তিযোদ্ধা ক্লিনিক”। ক্রমে ফার্মাসি এবং ডায়াগনোস্টিক সেন্টার সংযোগ করে সে ক্লিনিকের নাম পরিবর্তন করে রাখে “মুক্তিযোদ্ধা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার”। এলাকার টিভি চ্যানেলে এড আসে তার ক্লিনিকে সব ধরণের বিশেষজ্ঞ ডাক্তার বসে। বাস্তবে একজন মাত্র এল,এম,এফ ডাক্তার নিয়োগ দেয় সে। এর পর সে এলাকায় প্রচার করে সে নিজেই ডাক্তার। তবে এর ফলে একটা ব্যাপার ঘটে, তার আচরণ অনেক ভদ্র হয়ে যায় এবং সে রোগী দেখা শুরু করে!!! আসে পাশের লোকজন এখন তাকে ডাক্তার সাহেব বলে ডাকে!!! এই দুই তিন বছরে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ সে ডাক্তার সাহেব। তবে আজ যা ঘটলো এটা নিয়ে বাসায় হাসাহাসি হয়ে গেল। আমি নিজ চেম্বারে রোগী দেখছি, এমন সময় মানিকের মা এল। এসে বলল, “মানিকের খালা খুব অসুস্থ, আপনি একটু দেখে যান।“ ব্যাগ নিয়ে চলে গেলাম। শুনলাম মানিক ডাক্তার ওষুধ পত্র দিয়ে গেছে কিন্তু তারা এই ওষুধ খাওয়াবেনা। আমি প্রেসক্রিপশন দিয়ে এলাম। মানিক ডাক্তারের মা’র নিজেরই মানিকের উপর আস্থা নেই। এ রকম কত মানিক ডাক্তার বাংলাদেশে আছে তার হিসাব কে রাখে?
২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ওয়ালাইকুম আস্সালাম বোকামন ভাই। আল্লাহ্ হেফাজত করুন। আমিন।
৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪১
নিষ্কর্মা বলেছেন: হা হা হা . . . . ক্লিনিকের মালিক ডাক্তারি পাশ না পড়েই ডাক্তার। আর কত ভন্ড দেখব। তিনোদ্দিনের আমলে এমন একজন ধরা খাইছিল না? সেই ভুয়া ডাক্তার বিম্পি আমলে একগাদা সাট্টিফিট যোগাড় করে বিশাল ব্যবসা করছিল!
১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ভাই নিষ্কর্মা, গুলশানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে একজন ভুয়া নিউরোলজিস্ট ধরা খাইছিল যে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার যোগসাজসে নিউরোলজিস্ট হিসাবে ঢুকছিল। এইটাই হইল সব সম্ভবের দেশ।
৪| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৯
আরজু পনি বলেছেন:
সব সম্ভবের দেশ !
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
৫| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
হাসান মাহবুব বলেছেন: ভয়ানক অবস্থা। মোটেও হাসাহাসির বিষয় না।
২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: যথার্থ বলেছেন।
৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
৭| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২
সপ্নাতুর আহসান বলেছেন:
ঈদ মুবারাক
অ, টঃ আপনি কি ডাক্তার?
০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ঈদ মুবারক আহসান ভাই! জ্বী ডাক্তার।
৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২০
খেয়া ঘাট বলেছেন: মানিক ডাক্তারের মা’র নিজেরই মানিকের উপর আস্থা নেই। -
হে রাব্বুল আলামীন তুমি রহম করো।
টাকার জন্য মানিকরা কি না করতে পারে??
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক ধন্যবাদ খেয়াঘাট!!!!!
৯| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫
অলওয়েজ ড্রিম বলেছেন: বাস্তব কাহিনীরে ভাই। বাংলাদেশজুড়ে এরকমই চলছে। সামান্য জরিমানা দিয়েই যেহেতু পার পাওয়া যায় সুতরাং সমস্যা তো নাই। লাখ লাখ টাকা আয় করবে বদলে সামান্য কয়েক হাজার টাকা জরিমানা দেবে তাও বেশ কয়েক বছর পর।
এই তো অবস্থা!
প্রসঙ্গের বাইরেঃ
আপনি আমার প্রথম গল্পের প্রথম মন্তব্যকারী। কিন্তু ঐ যে এলেন একদিন, পরে পথ ভুলেও আর এলেন না। সময় করে আসবেন একদিন। আশা করি আতিথেয়তা ভালই পাবেন।
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অলওয়েজ ড্রিম, প্রথম মন্তব্যকারী হতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি! ইনশা'আল্লাহ সময় নিয়ে আপনার ব্লগ বাড়ীতে ঘুরতে যাব।
১০| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: তার হিসাব কে রাখে
টিক
পোস্টে +
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ পরিবেশ ভাই। অনেক ভাল থাকুন সবসময়! আপনার প্লাস সাদরে গৃহিত
১১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৭
মোমেরমানুষ৭১ বলেছেন: বাংলাদেশের এলাকায় এলাকায় এমন মানিক ডাক্তারদের অভাব নেই
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ব্লগে স্বাগত জানাই মোমেরমানুষ৭১!!!
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১
সায়েম মুন বলেছেন: ভয়ের কথা। অসুস্থ হলে কোথায় যাবো। শেষে কোন মানিকের ফান্দে পরি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আল্লাহ্ তা'লা সবাইকে হেফাজত করুন!
১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫
মদন বলেছেন:
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০
বোকামন বলেছেন:
কী ভয়ানক অবস্থা !! আল্লাহ আমাদের হেফাজত করুন।। আমিন
আস সালামু আলাইকুম