নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌

যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

ডেঙ্গু

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:০৩

ডেঙ্গু ভাইরাস জনিত রোগ। এডিস মশার কামড় থেকে ডেঙ্গু ছড়ায়। ডেঙ্গু মৃদু বা প্রবল হতে পারে। অনেক সময় রোগী বুঝতেও পারে না তার ডেঙ্গু হয়েছিল বা ভাবে সর্দিজ্বর হয়ে তা ভাল হয়ে গেছে। এ রূপ ডেঙ্গু মৃদু ডেঙ্গু। কিন্তু প্রবল ডেঙ্গু লক্ষণ থেকে বোঝা যায়।
লক্ষণ থেকে কি করে ডেঙ্গু নির্ণয় করবেন? যদি রোগীর ৪০ ডিগ্রী সেলসিয়াস বা ১০৪ ডিগ্রী ফারেন হাইট বা এর অধিক তাপমাত্রা থাকে, এবং ২ থেকে ৭ দিনের মধ্যে নিম্নলিখিত যে কোন ২ টি বা ততোধিক লক্ষণ থাকে তবে তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনাই অধিক।
১। তীব্র মাথা ব্যাথা
২। চোখের পেছনে ব্যাথা
৩। মাংস বা জোড়ায় ব্যাথা
৪। বমি ভাব হওয়া
৫। বমি হওয়া
৬। লসিকা গ্রন্থি ফুলে যাওয়া এবং
৭। গায়ে র‍্যাশ ওঠা
এই লক্ষণ পেলে আপনার কাজ হল নিকটস্থ চিকিৎসাসেবার স্মরণাপন্ন হওয়া।
আজকাল NS1 সেরোলজিক্যাল টেস্ট করে রোগ নির্ণয় করা হয়। এছাড়া রক্ত পরীক্ষা করলে প্লাটেলেট কাউন্ট কম থাকতে পারে।
এরপর আসে চিকিৎসার কথা। ওটা নিশ্চিত করতে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন। ডাক্তার কি করবেন সেটা এখানে আর নাই টানলাম। ডাক্তারের কাজ ডাক্তারকেই করতে দিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২২ ভোর ৬:৪০

কবিতা ক্থ্য বলেছেন: আপনার পেষ্টের বিষয় এবং তথ্য- সময়োপযোগী।
ধন্যবাদ আপনার পোষ্টের জন্য

১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ কবিতা কথ্য।

২| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: সময়োপযোগী, জনসচেতনতামূলক পোস্ট। ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:১৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.