নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌

যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু ভুল!

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮

১। ফ্লাস্কে চা থাকে। চা খেতে টেবিলে চলে গেলাম। কাপে দুধ-চিনি নিয়ে পাশে থাকা ফ্লাস্ক না নিয়ে জগ নিয়ে পানি ঢেলে দিলাম। ভাবছিলাম এখন কি করতে হবে? হুঁশ ফিরে এল। ফ্লাস্ক থেকে চা না ঢেলে জগ থেকে পানি ঢেলে ফেলেছি।

২। পানি খেতে গেছি, জগে এক ফোঁটা পানিও নেই। জগের মুখ খুলে টেবিলে রেখে জগ নিয়ে ঘরে গিয়ে স্টীলের আলমারির সামনে দাঁড়িয়ে ভাবছি আমি কি করতে এসেছি? হঠাৎই ভুলটা বুঝতে পারলাম। আমার আসলে যাওয়ার কথা ছিল রান্নাঘরে কলসীর কাছে।

৩। দাত ব্রাস করার কথা ভুলে গিয়েছিলাম। আলসেমি ঝেড়ে ফেলে উঠে গেলাম। রুমে এসে জায়নামাজ হাতে নিয়ে ভাবছি জায়নামাজ কেন নিলাম! আমি তো দাত ব্রাস করতে গিয়েছিলাম! এর পরই সম্বিত ফিরে পেলাম। দাত ব্রাস করতে গিয়েছিলাম কিন্তু আনমনা হয়ে পড়ায় দাত ব্রাস না করে ওযু করে রুমে ফিরে এসেছি।
শুনেছি নিউটন, আইন্সটাইনের এরকম হত! আমি যে তাদের মতই একজন এই কথাটা বিশ্ববাসীর অজানাই রয়ে গেল! আফসোস!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:০৯

ইফতেখার ভূইয়া বলেছেন: সম্ভব তবে দীর্ঘ অপক্ষোয় থাকতে হবে আমাদের মনে হচ্ছে :P শুভ কামনা রইলো। ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:৩৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ! অনেক ভাল থাকবেন।

২| ২৪ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৩

বিষন্ন পথিক বলেছেন: বিখ্যাত মানুষদের সাথে এরকম হয়, চাপ নিবেন না :P
চা এর বদলে আরামসে গরমপানি চিনি দিয়ে খেয়ে আসা আমি

২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:৪২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: =p~

৩| ২৪ শে এপ্রিল, ২০২৪ ভোর ৬:৫৭

কলাবাগান১ বলেছেন: যাদের কোভিড হয়েছিল, তাদের মাঝে অনেকেরই আর্লি ডিমেন্সিয়া দেখা যাচ্ছে........।

২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:৪৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: জ্ঞুরুত্বপূর্ণ তথ্য! ৪ টা টিকা নেয়র পরও কোভিড হয়েছিল! আল্লাহ মাফ করুন!

৪| ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫৬

কামাল১৮ বলেছেন: আর অজানা নেই।এই পোষ্টের মাধ্যমে জেনে গেলাম।

২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:০১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.