নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌

যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

তিতা ডাক্তার-২

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৭

দিন শেষে তিতা ডাক্তার ই ভাল। দিন চার পাঁচ আগে পোস্ট দিয়েছিলাম “তিতা ডাক্তার”। বন্ধুবরের ওয়াইফ রোগী। মিঠা ডাক্তার স্বান্তনা দিয়ে বলেছিল ভাল হয়ে গেছে বাসায় নিয়ে যান। তো আমি বন্ধুকে বলি বন্ধু অর্গান ফেইলিউর (কিডনি) যেহেতু আছে সামনে ভোগান্তিও আছে। এক সপ্তাহের মধ্যেই ভাবিকে হাসপাতালে নিতে হল। ডাক্তার রা বললেন হাই ফ্লো অক্সিজেন দিয়েও স্যাচুরেশন বাড়ানো যাচ্ছে না। ICU তে শিফট করতে হবে। সারা শরীর ফুলে গেছে। হাসপাতালে নেয়ার আগে কিছু টেস্ট দিয়েছিলাম যেখানে ক্রিয়েটিনিন এসেছিল 6.04, তাকে বলেছিলাম এন্ড স্টেজ রেনাল ফেইলিউর অর্থাৎ অচিরেই ডায়ালাইসিস লাগবে। এই কথাগুলো গতকাল রাতে বলেছি। আজ সেই রোগী হাসপাতেলের ICU তে। কিডনি বিশেষজ্ঞ বলেছেন ডায়ালাইসিস লাগবে। আজ বন্ধু বলছে তোমার প্রফেসর ক্লাসমেট কেন বলল ভাল হয়ে গেছে বাসায় নিয়ে যান? তুমি ওকে কিছু বলবেনা? তো বললাম আমি তো ফ্যামিলি ফিজিসিয়ান যা বলার তোমাকেই বলছি। কিছুক্ষণ আগে বন্ধু ফোনে কান্না জড়িত কন্ঠে বলল আমি আর নিতে পারছিনা ভেঙে পড়ছি। আমি প্রফেসর ডাক্তারকে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম তুমি ঊনার মত অতটা বোঝ না। অথচ তার মিথ্যা স্বান্তনা আমার কোন কাজে আসলো না। আমাদের সবাই বলে তুমি ভাল মানুষ। তুমি আমার বউয়ের জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া কর। বললাম নিশ্চয় দোয়া করি। ডাক্তার হিসেবে আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড, তাই আমি তিতা। আমি এমন কথা বলিনা যা শুনে রোগী অর্ধেক ভাল হয়ে যায়!! যেটা ফ্যাক্ট তাই বলে দেই।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১২

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি আল্লাহের কাছে দোয়া করে দেন, যাতে বন্ধুর স্ত্রী রোগমুক্ত হয়; আল্লাহ হচ্ছেন বিশ্বের সেরা ডাক্তার, আপনি কিছু না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৩

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: মৃত্যুর দিনক্ষণের মালিক আল্লাহ। কারোর দোয়াই মৃত্যুকে ঠেকাতে পারে না। তবে আল্লাহ চাইলে সাফারিং কমতে পারে। আর এ কারণেই আমরা দোয়া করি। কোন দোয়াই আল্লাহ ফিরিয়ে দেন না। তবে আপনি যদি মনে করেন "আল্লাহ আমাকে এই মুহুর্তে দশ লাখ টাকা দেন।" আপনার পকেটে হয়ত টাকা পয়দা হবে না, কিন্তু এই দোয়ার তিনি অন্য কোন ভাবে মিটিয়ে দেবেন।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



আল্লাহ হচ্ছেন আপনার মতো কমবুদ্ধিমানদের রক্ষক; কারণ, আপনারা তাস খেলে ডাক্তারী সার্টিফিকেট পেয়েছেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ। আপনার জ্ঞান অনুযায়ী আপনি মন্তব্য করেছেন।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: ডাক্তারেরা খুব আল্লাহ ভক্ত হোণ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: জানিনা ডাক্তার রা আল্লাহ ভক্ত হন কিনা, আমি পারিবারিক ভাবে ধর্মীয় আবহে বড় হয়েছি। আমার মা এই উপমহাদেশের প্রথম মুমতাজুল মুহাদ্দেসীন (টাইটেল পাস) মহিলা মওলানা। পাশা পাশি উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ এ মাস্টার্স। আব্বাও আলিয়া মাদ্রাসা থেকে মুমতাজুল মুহাদ্দেসীন এবং পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি থেকে আরবীতে মাস্টার্স। আমার ভাই বোনেরা হয়েছি বেক্কলের বেক্কল! সারা জীবন সব যায়গায় ঠকে ঠকে বড় হয়েছি।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৭

বিজন রয় বলেছেন: তাহলে তিতা ডাক্তারই ভালো।

আপনি কি আসলেই ডাক্তার?
আপনার লেখা তো ভাল হয় না।

একটিু ভেবেচিন্তে সময় নিয়ে লিখুন।
ভাল হবে তাহলে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আমি ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পাওয়া ডাক্তার। আসলেই ডাক্তার কিনা তা বলতে পারছি না। কারণ এরকম প্রশ্নের সম্মুখীন কোন দিন হতে হয় নি। আপনার সাথে একমত। আমি ভাল লিখতে পারিনা। ভেবেচিন্তে লিখলে লেখা ভাল হবে আমিও মনে করি। আপনাকে ধন্যবাদ সুন্দর উপদেশের জন্য।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: আমার কাছে ডাক্তার দেবতার সমান। ডাক্তার হলেই যে ভাল লিখতে পারবে বিষয়টা এমন নয়। তবে জেনারেলি যারা ডাক্তার হয় তারা একটু বেশি মেধাবী। তাদের কাছ থেকে আমরা একটু বেশি ভালো কিছু আশা করি।

তাই বলি যদি পাবালিক প্লেসে লেখালেখি করতে চান তো মানের দিকে একটু খেয়াল রাখুন।

এটাই বলতে চেয়েছি অন্য কিছু নয়।
ব্যক্তিগত আঘাত করিনি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ডাক্তার দেবতার সমান বলবেন না। এখনকার সামাজিক পলিউশন ডাক্তারদেরকেও স্পর্শ করেছে। আমি কোন চিকিৎসা সংক্রান্ত কাজে গেলেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দেই না। কারণ সবাই আপনার মত ডাক্তারদের দেবতা মনে করে না এবং ডাক্তার রাও এথিক্সের বাইরে গিয়ে নিজের অবস্থানকে কলঙ্কযুক্ত করছে। আপনি মানুষের কল্যাণ চান আপনার উপদেশ তাই বলে। আপনি বন্ধুবৎসল একজন ভাল মানুষ এটুকু বুঝতে পারি।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১১

আলামিন১০৪ বলেছেন: আল্লাহ আপনার বন্ধুর স্ত্রীকে সুস্থতা দিক। ‍তিনি কেন আগেই ডায়ালাইসিস শুরু করেন নি?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আমিন! এর আগে ক্রিয়েটিনিন ৩/৪ এর উপরে যায়নি। হঠাৎই রোগীর হাত পা ফুলে গেলে ক্রিয়েটিনিন করে দেখা জায় ক্রিয়েটিনিন বেড়ে ৬ হয়ে গেছে এবং আজকের রিপোর্ট ছিল ৭। যে কারণে ডায়ালাইসিস লাগছে।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.