নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌

যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

ধূমপায়ীর বোধদয়!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩


৪৫ বছর বয়ষ্ক জনৈক রোগী এসেছেন ব্লাড রিপোর্ট নিয়ে। তো জিজ্ঞেস করলাম এই রিপোর্ট কে করতে বলেছে? তিনি উত্তর দিলেন আমি যেখানে থাকি সেই এলাকার ডাক্তার। জিজ্ঞেস করলাম কোন এলাকায় থাকেন? সে জানালো গাজিপুর থাকে তবে ব্যবসার কাজে আমাদের কাছাকাছি কয়েকদিন তাকে থাকতে হয়। তো আমি জিজ্ঞেস করলাম ঐ ডাক্তারকে কেন দেখাচ্ছেন না? তিনি বললেন দেখিয়েছি কিন্তু উনি আমাকে রক্তের ডাক্তার দেখাতে বলেছেন। তো আমি বললাম আমি তো রক্তের ডাক্তার নই। সে বলল আমি জানি, কিন্তু আপনি আমার রিপোর্ট টা দেখে দেন। যদি আপনিও বলেন আমি রক্তের ডাক্তারের কাছেই যাব। তো তার ব্লাড রিপোর্টঃ
Hb% 18 (normal 12-16)
WBC count 13 (normal 4-11)
Platelet count 500 (normal 150-400)
রিপোর্ট দেখে জিজ্ঞেস করলাম কয় প্যাকেট করে সিগারেট খান আপনি? রোগী বলল আপনি কি করে জানেন আমি সিগারেট খাই? আমি তো আপনাকে বলিনি যে আমি সিগারেট খাই। তো বললাম ঠিক আছে আপনি রক্তের ডাক্তার দেখান। সে বলল আমি সিগারেট খাই কিন্তু আপনি কি করে জানলেন যে আমি সিগারেট খাই? সিগারেট খেতে খেতে সেকেন্ডারি পলিসাইথেমিয়া বানিয়ে ফেলেছেন আর বলছেন আমি জানবোনা আপনি সিগারেট খান? উনি বললেন আমি কথা দিচ্ছি খুব শিঘরিই আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব। আমার রিপোর্টে কি ব্লাড ক্যান্সারের কোন লক্ষন আছে? বললাম না নেই। কিন্তু আপনার রক্ত খারাপ হয়ে যাচ্ছে। আপনার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে, হার্ট এটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে এই সিগারেট খাওয়ার কারণে। রোগী বলল আমি দুই সপ্তাহের মধ্যে সিগারেট সম্পূর্ণ ছেড়ে দিয়ে আপনার সাথে দেখা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তার সহায় হোন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

বিজন রয় বলেছেন: ঐ লোক কি সিগারেট ছেড়ে দিয়ে আপনার কাছে এসছিল?

সরষের তেল নিয়ে আমার সাথে এরকম একটি ঘটনা ঘটেছিল এক ডাক্তারের সাথে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: জ্বী এসেছিল। আপনার ঘটনা কি শেয়ার করা যায়? আগ্রহ হচ্ছে জানতে।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

বিজন রয় বলেছেন: আচ্ছা সংক্ষেপে শেয়ার করছি..............

২০২৪ এর প্রথম দিকে আমার ডাক্তার আমাকে নিয়ম মাফিক রক্তের টেস্ট দিলেন, টেস্ট করিয়ে ওনার কাছে নিলে বললেন আপনার অন্য কোনো সমস্যা নেই কিন্তু প্লাটিলেট কম কেন? জ্বর হয়েছিল? বললাম না।

উনি বললেন তাহলে কি সরষের তেল খান?
বললাম হ্যাঁ খাইতো!
উনি বললেন এই জন্য আপনার প্লাটিলেট কমে গিয়েছে, বললেন আপাতত আর খাবেন না, তবে মাঝে মাঝে খেতে পারেন।
আমি খুব অবাক হলাম।

এরপর আমি খোঁজ নিয়ে দেখলাম আরো কয়েকজনের ডাক্তার প্লাটিলেট কমে যাওয়ার কারণ এটা বলেছেন।

প্রসঙ্গত; সরষের তেল আমার খুব প্রিয়, আমি যশোরের এক জায়গা থেকে নিজে দাঁড়িয়ে থেকে সরষের তেল তৈরি করিয়ে এনে ২০২১, ২০২২, ২০২৩ পরিবারে খাচ্ছিলাম। সয়াবিন তেল একবারে বাদ দিয়েছিলাম।

কিন্ত ডাক্তার বলার পর প্রিয় সরষের তেল বাদ দিলাম। তবে ভর্তায় আমরা খাই।

এইতো সেই কাহিনী.................

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আপনাকে কি বলব, চিমটি? আমার প্লাটেলেট কাউন্টও কম। যে কারণে গল ব্লাডার অপারেশন করতে পারছিলাম না। এক মাস ওষুধ খেয়ে প্লাটেলেট ১০০ হয় এবং আমার অপারেশন করা হয়। আমি অবশ্য সরশার তেল খাইনা। আগে সয়াবীন তেল খেতাম। কিন্তু স্বাস্থের জন্য খুব খারাপ হওয়ায় এখন রান্নার জন্য কুকিং নারকেল তেল ব্যবহার করি।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:




ডাক্তারেরা বলেন সিগারেট না'খেতে, আল্লাহ কেন মানুষকে নিজেই ইহার থেকে সরায়ে নেয় না?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: সবাই তো আল্লাহকে এক ভাবে দেখে না। যার যার বিশ্বাসের যায়গাটুকু তার মত থাক। আপনিও ব্যাপারটাকে সহজ ভাবে নিলে সমস্যা থাকে না। আমাকেই দেখুন, আমি কি বলি আপনার বিশ্বাস পরিবর্তন করতেই হবে? আল্লাহকে মানতেই হবে? আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৮

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি ডাক্তার হতে পারেননি; আপনাদের মতো অপেশাদারেরা ডাক্তার হওয়ায়, জাতি ভারত, থাইল্যান্ডও চীনে যায়; আপনাদেরকে বিশ্বাস করে না।

আপনি মক্তব মাদ্রাসার শিক্ষক হওয়ার যোগ্য।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি ২৩ সালে ধুম্র এস্তেমাল ছেড়ে দিয়েছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আপনাকে আন্তরিক অভিনন্দন! আপনি ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা রইল।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: ধূমপান করলেও মানুষ মরবে, না করলেও মরবে। তাহলে খেয়েই মরুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.