![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
আব্বা, আম্মা দুজনই খুব অসুস্থ ছিলেন। আম্মা রাতে বিছানা থকে নামতে গেলে ব্যালেন্স রাখতে পারতেন না পড়ে যেতেন। এইজন্য আমি রাতে আম্মার পাশে আমার বেড রেখেছিলাম। সারা রাত পাহারা দিতাম, দিনে ঘুমাতাম। ৭ বছর রাত জাগার ফলাফল এখনও পর্যন্ত রাতে ঘুম হয়না। আম্মা বেঁচে নেই। কিন্তু আমি রাত জাগা প্যাঁচা হয়ে গেছি। ইদানিং মৃত্যু ভয় পেয়ে বসেছে। মৃত্যুর কষ্টকে আমি খুব ভয় পাই। যাই হোক। সকাল হয়ে এসেছে। আমিও তন্দ্রাচ্ছন্ন। হঠাৎই বুঝলাম মৃত্যু আমাকে চেপে ধরেছে। শ্বাস বন্ধ হয়ে আসছে। চারিদিক অন্ধকার হয়ে আসছে। তখনই মনে পড়ল, যার শেষ বাক্য কলেমা হয়, সে নিশ্চিত জান্নাতি হয়। তাই কষ্ট হলেও কলেমা পড়তে পারলাম। হঠাৎই জোর করে উঠে বসলাম। বুঝলাম ঘুমের মধ্যে টাং ফল ব্যাক করায় শ্বাস বন্ধ হয়ে আসছিল।
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আমিন। আল্লাহ উনাকে নিরাপদ রাখুন।
২| ১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
জেনারেশন একাত্তর বলেছেন:
কলেমা পড়ায় আপনাকে এক্সট্রা হায়াত দেয়া হয়েছে।
ডাক্তারী কি প্রাইভেট থেকে, নাকি ভুয়া?
১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আপনি আজন্ম ভূয়া। তাই সবাইরে ভূয়া মনে হয়। পাবনা ভর্তি হয়ে যান, উপকার পাবেন। মানুষের পোষ্টে পোষ্টে লেদিয়ে লাভ হবে না।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আব্বা গত কয়েকদিনের মাঝে দুইবার পড়ে গেছেন। দূর হতে খালি সংবাদ পাই। এত কষ্ট লাগে।
আল্লাহ সবার আম্মা আব্বাকে হেফাজতে রাখুন