নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

প্রেমকে দেখেছি

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫



প্রেমকে দেখেছি হৃদয় দিয়ে
দৃষ্টি দিয়ে নয়,
সুখের সংজ্ঞা খুঁজে পেতে
জীবন হয়েছে ক্ষয়।

স্বপ্নে সুখের বাসর গড়েছি
ভেঙেছে রোজ প্রভাতে,
জীবনের সাথে যুদ্ধ করেছি
জেগেছি মায়াবী রাতে।

মিষ্টি মধুর কথায় ভুলেছি
ধৈর্য ধরেছি বটে,
পরিণামে শুধু দুঃখ কষ্ট
দেখেছি জীবন তটে।

প্রেমকে আমি হাসতে দেখেছি
কষ্ট ঢেকে রেখে,
ভাল থাকার অভিনয়ে
বেদনা ভরা বুকে।

যখন তাকে হৃদয় দিয়ে
করেছি অনুসরণ,
ভেতর জুড়ে ছিল যে তাঁর
শুধুই রক্তক্ষরণ।

প্রেমকে দেখেছি নীরবে কাঁদতে
তোমরা দেখেছো হাঁসি,
সুখ গুলোকে উপহার দিয়ে
দুঃখে পরেছে ফাঁসি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: একটা গান শুনেন ভাই, পুরানা দিনের বাংলা গান





এনিওয়ে নোয়াখালি বিভাগ চাই

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ভাল লাগল।
তবে যদি নিজে গেয়ে শোনাতেন তবে আরো ভাল লাগত।
ধন্যবাদ। ভাল থাকুন।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৬

সনেট কবি বলেছেন: সুন্দর

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬

আরোগ্য বলেছেন: সুন্দর ছড়া লিখেছেন।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.