![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
খুঁজে ফিরি মঙ্গল লোকালয় জঙ্গল,
দেহময় অসাড়তা অন্তর চঞ্চল।
আজগুবি খবরে ক্লান্তির শহরে,
উদাসী মূর্খতা অনুভূত প্রহরে।
করছে না ব্যক্ত লজ্জিত রিক্ত,
ইস্ত্রি করা শার্ট উদর অভুক্ত।
নয় অযোগ্য দুরুহ আরোগ্য,
কারো কাছে দৃশ্যটা বড় উপভোগ্য।
খুঁজে ফেরা অর্থ চেষ্টা অনর্থ,
স্বেচ্ছায় আলিঙ্গন রীতিমত স্বার্থ।
অনুভূত শুভক্ষন যৌক্তিক প্রহসন,
বিঘ্নিত পথ চলা ভেতরে ক্রন্দন।
অশুভ আত্মা তৃষিত স্বত্বা,
শান্তির সন্ধানে ছুটন্ত অগত্যা।
কষ্টের সংসার তবুও অহংকার,
বিঘ্নতা সর্বদা নেই কারো দায়ভার।
ঘৃণার রাজ্য ভালবাসা ত্যাজ্য,
সারাক্ষণ ক্রন্দন অধিকার ন্যায্য।
লুটপাটে উত্তাল স্ফীত মনোবল,
গ্লানির ঢেউয়ে ভেসে বহুদূরে মঙ্গল।
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৫৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
২| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১
হাবিব বলেছেন: আপনার কলম চলুক সত্যের পক্ষে। মজলুমের কল্যনে, জালিমের বিচারের জন্য। ভালো লাগলো।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনুপ্রেরণা পাই আপনার মন্তব্যে স্যার। ভাল থাকুন। ধন্যবাদ।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: দিনদিন আপনি আমার প্রিয় কবি হয়ে উঠছেন।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আপনার মন্তব্যে মায়া জড়িয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ নুর ভাই। ভাল থাকুন সর্বক্ষণ।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪১
সেজুতি_শিপু বলেছেন: ভালো লাগলো কবিতা । সুন্দর কথা আছে।