নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

অফুরান সুখ

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২


এই ভাবে আর কত? মনে দুঃখ ব্যথা যত,
যদি বস্তা বন্দী করে, কোথাও ফেলে দেয়া যেতো!
হয়তো তবে ব্যথী প্রাণের, দুঃখটা শেষ হতো।

কোন কিছু দিয়ে, এ মন টাকে বেঁধে,
যদি রাখা যেত তবে, পড়ত না আর ফাঁদে!
হয়তো তবে যেত না কেউ, সারাজীবন কেঁদে!

আবেগ ভরা এ মন, শুধু করতে নিয়ন্ত্রন,
উপায় খুঁজে ফেরে, মানুষ সারাটা জীবন!
দিনটা শেষে সঙ্গী থাকে, ব্যথী প্রাণের দহন!

তেমনি হাঁসি খুশী, কেন খুব সামান্য হয়?
দুঃখ কষ্ট গুলো, কেন অনন্তকাল রয়?
সুখকে ধরে রাখার, কেন নেই কোন উপায়?

কষ্টে আছে যারা, যাদের দুঃখ বাঁধন হারা,
কবে হবে তাঁদের, সে সুখের ঘরে ফেরা?
যে ঘরে সে সুখে, হবে সুখী পাগল পারা?

সামান্য জীবনে, শুধু কষ্ট সইতে হয়!
কে যায় কখন চলে, কারো জানার কথা নয়!
রহস্যময় প্রাণ, সুখের পানে চেয়ে রয়!

কান্না নিয়ে আসা, কাঁদতে কাঁদতে যাওয়া!
কেন এমন অপূর্ণ রয়, ক্ষুদ্রতম চাওয়া?
অনন্তকাল অফুরান সুখ, কবে হবে পাওয়া?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.