নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

করো আলিঙ্গন

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪


তোমার বিষণ্ণতা-আর এই নিস্তব্ধতা,
আমায় ইন্দ্রজালে জড়ায় নয়গো কল্পকথা।
সেই মৌন উক্তি-এমনি আসক্তি,
আজকে আত্মভোলা প্রাণের সমগ্র যুক্তি!

তোমার বিকল্প-আর দূরত্ব স্বল্প,
সংকল্পের দোহাই দিয়ে নবান্নের গল্প।
অন্তরের জঞ্জাল-হৃদয়ের অন্তরাল,
বিসর্জনের অজুহাতে চেতনা উত্তাল।

প্রেম হল দুর্জয়-সহজলভ্য নয়,
সম্মিলিত প্রচেষ্টাতে দুয়ের সমন্বয়।
একাগ্রচিত্ত-কল্পিত সত্য,
সঞ্জীবিত আকাঙ্ক্ষাতে নিষ্ক্রিয় তথ্য।

প্রচেষ্টা আপ্রাণ-কোমল দেহের ঘ্রাণ,
মাতাল পদক্ষেপে সত্ত্বা আজো সন্দিহান।
ক্লান্ত চিত্ত অলস-সে প্রশান্তির পরশ,
গচ্ছিত সপ্নগুলোকে যোগায় যোগ্য সাহস।

মাতাল কল্পনাতে-বিচক্ষণ তোমাতে,
নির্ঘুম জাগ্রত রাখে আমায় প্রতি রাতে।
নিষ্ঠুর প্রহসন-দাওগো বিসর্জন,
অপেক্ষায় তৃষিত আমি করো আলিঙ্গন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: বেশ কঠিন কবিতা।
বুঝতে বেগ পেতে হচ্ছে।

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: সহজ আর সরল কথামালায় সাজালাম। কেন কঠিন মনে হল বলুনতো?

২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, কবিতার ছন্দ তালে পরিপূর্ণ কথামালা,

বড়ই মুগ্ধতায় তৃপ্ত এই মন কাব্যিক শব্দের যথার্থ প্রয়োগে।

শুভকামনা জানবেন কবিবর

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা জানাই প্রিয় কবি। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.