নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

অশান্ত পৃথিবী

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯


ধরা বিধ্বস্ত ভীতসন্ত্রস্ত,
হয়ে অধীনস্থ হতাশাগ্রস্থ!
নেই অস্তিত্ব তবু এ দাসত্ব,
আহ্বান উদাত্ত কম্পিত বীরত্ব!

অমিল মহত্ত্ব চায় অমরত্ব,
ঘৃণ্য মনুষ্যত্ব স্বেচ্ছায় দূরত্ব!
না পেয়ে গুরুত্ব ব্যথী সব চিত্ত,
আবেগের ভৃত্য চিৎকারে নিত্য!

প্রলয়ের নৃত্য নেই আনুগত্য,
ঢেকে দেয় সত্য মিথ্যার দৈত্য!
সময়ের তত্ত্ব মহাপাপে মত্ত,
বেজায় দূরত্ব সৈন্যসামন্ত!

বেলা যে পড়ন্ত আকাঙ্ক্ষা অনন্ত,
নিশ্চিত শান্ত পৃথিবীর প্রান্ত!
দিতে পারো ক্ষান্ত যদি হও ক্লান্ত,
পাখীরা উড়ন্ত হয়েছে চুড়ান্ত!

আশা দুর্দান্ত স্বপ্ন বাড়ন্ত,
পথ অফুরন্ত কঠিন অত্যন্ত!
কষ্ট বাড়ন্ত প্রাণহীন জ্যান্ত,
সুদূর দিগন্ত পৃথিবী অশান্ত!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: অশান্ত ভালো না।
সবাই শান্ত থাকুক।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়।

২| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: কারো ভালো লেগেছে কিনা জানি না তবে আমার ভালো লেগেছে,

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.