![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
আলোকে দেখেছি আমি নিভৃতে কাঁদতে,
নিজেকে চেয়েছে সে আঁধারেতে ঢাকতে!
আলো জলা রাত্রিতে শুনি কত চীৎকার,
আঁধারে লুকিয়ে তাই প্রচেষ্টা বাঁচবার!
আঁধারে বসত করি আলো ভালোবাসিনা,
আলোতে অঙ্গ জ্বলে আর আলো জেলোনা!
ওই আলোয় ধর্ষণ যায় মান সম্মান,
খুনে লাল রাজপথ সরলের বলিদান!
আলো জ্বেলে লুটপাট মাদকের বন্যা,
দেহ বেঁচে জীবিকা যোগায় সুকন্যা!
ডাক্তার বেঁচে রোগীর অঙ্গ প্রত্যঙ্গ,
ওই আলোতে এ ভুবন হয়েছে উলঙ্গ!
এ আলোতে পরকীয়া রেখে শিশু সন্তান,
অন্যের হাত ধরে বেহায়া মা গায় গান!
অবাধে মানুষ মেরে কেউ খুঁজে ফেরে সুখ,
এই আলোয় ফেটে যায় ছেলে হারা মার বুক!
কত শত প্রতারনা আলো জেলে হয় আজ,
মনে হয় আলো দেখে আঁধারেও পায় লাজ।
যে আলোয় অপরাধ চাইনা সে আলো,
তাঁর চেয়ে ক্ষতিহীন আঁধার আরো ভালো।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়।
২| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর লিখেছেন। কবিতা পাঠে মুগ্ধ হলাম।
জলে < জ্বলে হবে। বাকী সব ঠিক আছে।
অতি সুন্দর উপস্থাপনা। বিষয়বস্তু ভালো।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
রাজীব নুর বলেছেন: কয়েকটা বানান এডিট করে ঠিক করে নিন।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন:
বড় সত্যি কথা

সুন্দর হয়েছে