![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে আমি একেবারেই নতুন । সচেতন লোকেদের ভিরে নিজেকে অবচেতন কিংবা একেবারেই অচেতন মনে হচ্ছে।
গত রাত্রে আম্মার পাশে ঘুমিয়েছিলাম।
উনার শরীর খারাপ,ঘুম আসছিল না, বলছিলেন যে উনার কেমন জানি অশান্তি লাগছে।
আমি তখন ভাবছি- এখন আমার কি করা উচিত,যদিও জানতাম কিছুই করার নেই,এরকম প্রায়ই হয়।
আমি উনার মাথায় হাত দিয়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম যেন আল্লাহ উনার অস্থিরতাটা কমিয়ে দেন, আর ঘুমিয়ে পরার চেষ্টা করলাম।
আমি ঘুমানোর চেষ্টা করছি আর আমার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ঘুরছে, হটাত খেয়াল করলাম আমি এতোক্ষন ধরে একটা মানুষের কথাই চিন্তা করছি,একটা মেয়ে,যাকে হয়ত খুব ভালোবাসি আমি।
তখন নিজেকে খুব নিচু স্থরের একটা প্রানি মনে হলো।
আমি যতবারই নিজের কাছে যুক্তি খুজতে চাই যে, কেন আমি ঐ মেয়েটাকে ভালোবাসি,
প্রায় প্রত্যেকবারই একটাই উত্তর আসে- ও আমাকে খুব ভালোবাসে তাই……
আজ নিজের কাছে প্রশ্ন করছি…… মেয়েটা কি মায়ের চেয়েও বেশি ভালবাসে আমাকে?
উত্তর টা খুব সহজ……………না।
অবশ্যই না।
সে তো কোনদিন বলেও নি যে সে আমাকে ভালোবাসে।
তাহলে আমি কেন আমার মায়ের জন্য এতো ভালবাসা প্রকাশ করতে পারি না।
সারাদিনই প্রেমিকাকে নিয়ে ভাবনায় থাকি,মা কে নিয়ে কেন টানা এক ঘন্টাও নয়।
এসএমএস এ ফোনে কিনবা মনে মনে ঐ মেয়েটাকে বার বার বলতে ইচ্ছে করে ভালোবাসি তোকে, কেন প্রতিদিন একবারও মা কে মন থেকে বলি না……………আম্মা তোমাকে অনেক ভালোবাসি,অনেক।
আমি ভাবছি,এই যায়গায় যদি আমার পাশে আমার প্রেমিকাটা এরকম অসুস্থ অবস্থায় থাকতো তাহলে কি করতাম।
খুব অবাক লাগছে নিজের উপর, এই প্রশ্নের উত্তর পেয়ে।
হয়ত পুরো রাত কিনবা ওর ঘুম আসার আগ পর্যন্ত ওর পাসে বসে বসে কাটিয়ে দিতাম…………আর এখন আমি ঘুমানোর চেষ্টা করছি।
আজব ধরনের প্রানি আমি!
আমি যখন নিজের প্রশ্নের মধ্যে ডুবে আছি ঠিক তখন আম্মা প্রশ্ন করলেন…………
আমি মরে গেলে তুই কি খুব কষ্ট পাবি?
আম্মা আমার উত্তরের অপেক্ষা করলেন না, আবার বলতে লাগলেন…………
আমার না মরতে ইচ্ছে করে না, ইচ্ছে হয় তোর দিকে তাকিয়ে তাকিয়ে বেচে থাকি,আমার তোর জন্য বেচে থাকতে ইচ্ছে হয়,তোদের জন্য।আমার অন্ধকার কবরে যেতে খুব ভয় হয়,তোদের না দেখে অখানে কিভাবে থাকবো(উনি কাদছেন)।
আমার এখন বলার মতো কিছুই নেই ……… তবুও বললাম ‘ঘুমাও তো’।
এই বিশাল পৃথিবীতে কে আর আমাকে এরচে বেশি ভালোবাসতে পারবে…………কেউ না,সম্ভব না।
অথচ আমি ……………………
আমার চিতকার করে বলতে ইচ্ছে করছে……………আমি আমার মা কে সবচে বেশি ভালবাসি, আমার মা কে, আর কাউকে নয়……………আম্মা তোমাকে বড্ড ভালোবাসি।
কিন্তু আমার মন যে বার বার আমাকে বলছে ‘তুই মিত্থুক,মিত্থা বলছিস,তুই ওই মেয়েটাকেই বেশি ভালোবাসিস,ওকে নিয়েই সারাদিন ভাবিস’।
এখন আমি প্রেম করতে চাই না,মা ছারা আর কাউকে বেশি ভালোবাসতে চাই না,আমি ভুলে যেতে চাই ওই মেয়েটাকে……………
কিন্তু আমি পারছি না……………
মনকে জিজ্ঞেস করলাম, এর যুক্তি কি?
উত্তরঃ বয়সটাই এরকম।
তাহলে খুব তারাতারি এই বয়সটা কেটে যাক,এমন বয়স আসুক যখন এই ভেবে হাসবো যে আমি কখনো প্রেমে পরেছিলাম………………আর বেচে থাক মা এর জন্য ভালোবাসা, সবার উপরে।
নিজেকে কি বুঝাবো বুঝতে পারছি না…………
কেউ আমকে ভুল বুঝবেন না প্লিজ............আসলে আমি মা এর সাথে কাউকে তুলনা করছি না।
মা কে নিয়ে যতো ব্লগ - ব্লগার মাইনাচ এর ব্লগ।
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৩২
বাচ্চা ছেলে বলেছেন: মনে হয় বিরক্ত করলাম...............
sorry.
২| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:২৬
মনে নাই বলেছেন: মায়ের সাথে কারোর তুলনা হয়না, তবে প্রেমিক বা প্রেমিকাকে অনেক ভালোবাসলেও মায়ের ভালোবাসা কমবে না। দুইটা দুই রকম।
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৩৩
বাচ্চা ছেলে বলেছেন: মনে হয়.....................
৩| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৩৪
chai বলেছেন: দুইটা দুই রকম।খুব বেশি করে ঠিক।
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৪৮
বাচ্চা ছেলে বলেছেন: তাহলে কি আমি সঠিক আছি?
আমি কি আমার মাকেই সবচে বেশি ভালোবাসি?
৪| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৩৪
শিশিরের শব্দ বলেছেন: Mayer valobashar sathe kono kichur e tulona hoina asole..
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৪৯
বাচ্চা ছেলে বলেছেন: আমি চাই নি কিন্তু কি করবো, নিজের মনকে বুঝাতে পারছিলাম না।
৫| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৩৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: মা ,মা ই ।তার কোনো তুলনা নাই।আপনার মায়ের জন্য দোয়া রইলো।ভালো থাকবেন।শুভকামনা।
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৪৩
বাচ্চা ছেলে বলেছেন: ধন্যবাদ............
৬| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৪১
নেমলেসবেসট বলেছেন: ভাই প্রেমিক কখনও বাবার মতো ভালবাসেনা
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৪৫
বাচ্চা ছেলে বলেছেন: বুঝলাম............
৭| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৪৫
~মাইনাচ~ বলেছেন: সবার উপরে মা
৮| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৫২
টুকিঝা বলেছেন: মায়ের ভালবাসার সাথে প্রেমিকার ভালবাসা মেলানোর দরকার কি!!! দুটা দুরকম ভালবাসা!!! এদের মাঝে তুলনা করা মানে শুধু ভুল আর কিচ্ছু না!!
আপনি আপনার জায়গায় থেকে ছেলে হয়ে মাকে মায়ের ভালবাসা দিন, প্রেমিক হয়ে প্রেমিকাকে ভালবাসুন! দুটা গুলিয়ে জীবনে অশান্তি নিয়ে আসা অর্থহীন!!!!
আপনার মায়ের জন্য দোয়া রইলো।
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ২:১৮
বাচ্চা ছেলে বলেছেন: আমি চাই নি কিন্তু কি করবো, নিজের মনকে বুঝাতে পারছিলাম না
ভুল স্বিকার করলাম............
৯| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৫৮
মানুষ হীন কেউ বলেছেন: মার সাথে প্রেমিকার কমপেয়ার কোরতে যান কেনরে ভাই। দুইটা দুই জিনিস। মিলাইলেই সমস্যা। মা ও প্রেমিকা দুজনকে একই সাথে ভালোবাসা যায়। কেউ কারো স্থান নিতে পারবে না। দু জনের জন্য দু রকমের ভালোবাসা। তাই কাকে কম কাকে বেশি ভালোবাসেন এই প্রস্ন আসছেই না।
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২০
বাচ্চা ছেলে বলেছেন: আসলে ওই সময় নিজেকে বুঝাতে পারছিলাম না।
বার বার নিজেকে অপরাধী মনে হচ্ছিলো।
ভুল স্বিকার করলাম............
১০| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ২:০৭
ইসরা০০৭ বলেছেন: ছেলে হয়ে মাকে মায়ের ভালবাসা দিন, প্রেমিক হয়ে প্রেমিকাকে ভালবাসুন। জগতের ভালবাসা একেকটা একেকরকমই।
আপনার মায়ের জন্য দোয়া রইলো।
ভাল থাকবেন।
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২২
বাচ্চা ছেলে বলেছেন: হয়তো অতোটা বুঝার বয়স এখন হয় নি............তাই মাথায় এরকম উল্টা-পাল্টা চিন্তা আসছিলো.
১১| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৪৬
আব্দুল মোমেন বলেছেন: আপনার মায়ের জন্য দোয়া রইলো। আমার মায়ের জন্যেও দোয়া চাই। ধন্যবাদ
১২| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:০৬
সুদীপ্ত কর বলেছেন: যে ভালবাসা না চাইতেই বর্ষার মত ঝড়তে থাকে সেই ভালবাসা ফিল করা যায় না।
মায়ের উপ্রে দুনিয়াতে কিছু নাই
১৩ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৫
বাচ্চা ছেলে বলেছেন: ঠিক ...............
১৩| ১১ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:০৩
কামরুল হাসান শািহ বলেছেন: তুলনাটা বেমানান।
১৪| ১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:৪৫
মোসাব্বির বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর লেখাটির জন্য।
মায়ের ভালবাসা নিখাদঁ ও খাটি তা সৃষ্টিকর্তার এক অপার কৃপা বলতে পারেন। আপনাকে যে এই অকৃত্রিম ভালবাসা দিয়ে যাচ্ছে আপনিও তাকে উজার করে ভালবাসুন, অন্তত তাতে ধরা খাওয়ার কোন চান্স নেই।
আর প্রেমিকার কথা বলছেন? সে তো ছলনা, আজ মনে হবে আপনাকে ভালবাসে কাল দেখবেন অন্য রূপ। এখানে সব উজার করে দিলে ধরা খাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
প্রেমিকা যখন বউ হবে মা আপনাকে কখনোই বলবেনা তাকে ছেড়ে আলাদা বাস করতে কিন্তু আপনার বউ প্রেমিকা ঠিকই অবলীলায় মাকে ছেড়ে আপনাকে আলাদা বাস করতে বলবে।
আপনে ২ জনের ভালবাসা কখনোই তুলনা করবেন না, একটা হলো রিয়েল আর অন্যটা হলো মোহ।
১৫| ১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৩
পথিক০২১ বলেছেন: Mom and your "Premika" might be two different thing but Love is eternal and one type of love has precedence over the other. Question is some day if you have to choose one between two which one will you choose ? If you can answer that question CORRECTLY and HONESTLY rest will be clear as a day light. All the best wishes for your Mom. I pray that Allah will recover her from whatever distress she is in.
১৩ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৭
বাচ্চা ছেলে বলেছেন: no doubt.......it will be my mom,
thankyou for your nyz comment ....
১৩ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৭
বাচ্চা ছেলে বলেছেন: no doubt.......it will be my mom,
thankyou for your nyz comment ....
১৬| ১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৮
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: ভাই মা ত মাই তার সাথে দুনিয়ার কার তুলনা করার দরকার নাই।
সব মা ভাল থাক সুস্হ থাক এি কামন রইল।
ভাল থাকবেন।
১৭| ১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৮
আরফিন নিয়াজ বলেছেন: ভাই মা, মা ই। তার সাথে কোন কিচুর তুলনা হয় না। আপনার লিখাটা হৃদয় স্পর্শ করে গিয়েছিল। আপনি যত ভুলই করেন মা আপনাকে কখনো ছেড়ে যাবে না, বা এই ধরনের প্রশ্ন মনে আসাটাও অযৌক্তিক।যেমনটি আপনার সম্তান অনেক ভুল করলেও আপনার মেজাজ খারপ হবে তাকে শাসন করবেন আবার ভালবাসবেন কতটুকু বাসলেন সে প্রশ্ন কিন্তু আসবেনা। একবার ও বলতে হবে না মা আমি তোমাকে ভালবাসি, বলবেন না আপনার সন্তান কে আমি তোমাকে ভালবাসি। এই ভালবাসায় সবকিছুর উর্ধে। আর এ সম্পর্ক অলিখিত।যা কোন ভাবেই কেউ চাইলেও ভংতে পারবে না।
প্রেমিকা......এই ভালবাসাটাও অনেক কিছু আপনার জীবনে । যদি সে হয় সত্যিকারের প্রেমিকা / বউ। এই সম্পর্ক টা যেমন লিখিত তেমনি চাইলেই কেউ ভাংতে পারে। আপনার উপর যখন আপনার প্রেমিকার সন্দেহ হয় বা মেজাজ খারাপ হয় বা তার উপর আপনার কোন না কোন সময আপনার বা তা মনে হয় সে কি আমাকে সত্যি ভালবাসে। আপনি তাকে ভালবাসেন এই কথাটা মুখে বলার সাথে সাথে কাজেও প্রমান করতে হবে।
এই ধরনের কিছুই মায়ের সাথে আসবেনা।আপনি আপনার প্রেমিকাকে যতই ভালবাসেন না কেন তা কোন ভাবেই আপনার মায়ের চেয়ে বেশী হবে না। তবে সবসময় যে কথাটা মনে রাখবেন তা হল মা যেন আপনার কারনে কখনো কষ্ট না পায়। হতে পারে মায়ের অনেক কিছুই আপনার পছন্দ হবে না। যদি পচন্দ না হয় তখন আপনার কথা গুলো তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলবেন।
আশা করি আর কখনো কমপেয়ার করবেন না।
১৩ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৫
বাচ্চা ছেলে বলেছেন: জানি, এরকম তুলনা করা ঠিক না, আর করবও না।
কিন্তু কেউ আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমি কিন্তু শুধু মনের অবস্থা টা তুলে ধরেছি।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১:২৫
সাদাত শাহরিয়ার বলেছেন: