নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

াচাল পাবলিক

বাচাল পাবলিক

বাচাল পাবলিক › বিস্তারিত পোস্টঃ

মূল্যবোধ কি এতটাই নিচু আমাদের?!!!

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:১৩

রুমমেট,ইয়ারমেট,ব্যাচমেট,ক্লাসমেট এর সাথে নতুন সংযোজন #চেকমেট!!!

অভিনন্দন,বাংলাদেশ ক্যান্সার সোসাইটি।জাতিকে চেকমেট উপহার দেয়ার জন্য....
*চেকমেটদের দায়ভারও এ জাতিকেই নিতে হবে আগামীতে!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩৬

রক্তিম দিগন্ত বলেছেন:
সমস্যা এবং সমাধান তো আপনার শিরোনামেই রয়েছে।

একটু ভেঙ্গে বলি -
প্রথমবার যখন আমি ভিডিওটা দেখি আমার কাছে মনে হয়েছে এটা যৌনতার আহবান।
এরপর আরো কয়েকবার দেখলাম - দেখে বুঝলাম যে - এটা নেগেটিভ ভাবে সাজানো কিন্তু ভিতরের সচেতনতা পরিষ্কার। একটু ভেঙ্গে ভেঙ্গে দেখলেই সেটা ধরা যায়।

প্রথমত, এটা নেগেটিভ ভাবে গড়া। প্রচুর বিতর্ক হচ্ছে। সাথে সাথে ছড়াচ্ছেও। মেয়েরা যারা দেখছে - আমি নিশ্চিত ভাবেই বলতে পারি - তারা দেখার পর নিজেদের ব্রেস্ট চেক করে দেখেছে। এখানে চেকমেট কে হচ্ছে? অবশ্যই ভিডিওটা। এবং সে নিজেই।

দ্বিতীয়ত, ছেলেদের প্রতিও বলা হয়েছে যে ছেলেরা তাদের পার্টনারকে যাতে এ বিষয়ে সতর্ক এবং সহায়তা করে। পার্টনার মানে স্ত্রী বা গার্লফ্রেন্ড। কিন্তু একটু ইলাবোরেট করলেই অর্থটায় মেয়ে বন্ধুরাও এসে যায়। যেহেতু পার্টনার মানে সঙ্গী, তাহলে বন্ধুত্বও তো সঙ্গই। সে ক্ষেত্রে সার্কেলের একটা মেয়ে বন্ধুকে সতর্ক করে দেওয়াটা তো যায়ই। সেটার মাধ্যম কীভাবে? অবশ্যই, 'ঐ তোর বুকে হাত লাগাইয়া দেখ সব ঠিক আছে কিনা' এভাবে নয়, বরং ভদ্র ভাষায় বলতে পারে বা এই ভিডিওটা দেখিয়েও দিতে পারে। এখানে, ছেলেরা চেকমেট হচ্ছে। আসল চেকমেট কে? এই ভিডিওটাই কিন্তু।

তৃতীয়ত, ফেসবুকের মাধ্যমে চেকমেট আহবান। এটা বেশ দৃষ্টিকটু ছিল। ফেসবুকের কোন ছেলেকে দিয়ে নিজের স্তন উন্মুক্ত করানোর প্রস্তাব?? কিন্তু, ভিডিওয়ের ঐ অংশে কিন্তু স্পেসিফিক ভাবে ছেলেদের কথাই শুধু বলেনি। বলেছে - কে হবেন আমার চেকমেট! তারমানে এটা ছেলে-মেয়ে উভয়ের উদ্দেশ্যেই বলা। তাহলে শুধু শুধু এখানে মিনিংটা ছেলেদের প্রতি ধরে নেওয়া হচ্ছে কেন?

এই যে এখানেই আমাদের মানসিকতার সমস্যা। আমরা মূলটাকে না দেখে, দেখি রং-চং মাখানো অন্য কিছু। যার ফলে মূলটা নিয়ে কোন ভাবনাই আসে না - রং নিয়েই মেতে থাকি। আপনিই যদি আপনার কোন মেয়ে বন্ধুকে সচেতন ভাবেই ব্যাপারটা সম্পর্কে বলেন - তাহলে সে আপনাকে খারাপ ভাববে। কেন? মানসিকতাই এমন। আপনার অন্যান্য বন্ধুরা শুনলে আপনাকে প্লে বয় বা লুচ্চা কিং মনে করবে - কারণ তাদের মানসিকতায় আপনি প্রচন্ড স্মার্টভাবে মেয়েদেরকে প্রপোজ করছেন বিছানা শেয়ার করার। কিন্তু, কেউ ই দেখবে না যে আপনি আসলে সচেতনতাই দিতে চাচ্ছেন।

ভিডিওটার সাথেও এরকমই হয়েছে। সচেতনতা কেউ দেখছে না, যৌনতাকে দেখছে। মেয়েদের স্তনের চেকমেট - মানেই সেটা কোন ছেলেই হবে। না, চেকমেট মেয়েও হতে পারে। কে কীভাবে তার চেকমেটকে নির্ধারণ করবে সেটাই আসল। বাঙালী মেয়েরা অতি স্মার্ট - তারা বয়ফ্রেন্ডকে সব খুলে দিতেও প্রস্তুত - কিন্তু ডাক্তাররা তাদের প্রয়োজনেই কোন পরীক্ষা করতে চাইলে - সেটাতে ডাক্তারের চরিত্রের সমস্যা বলে চিৎকার করে। মানসিকতা এরকম থাকলে তো আর সমস্যার সমাধানই হবে না। বরং মেয়েদেরকেও এ ব্যাপারে সচেতন হতে হবে এবং তার অন্য মেয়ে বন্ধুরা বিকৃত মানসিকতার চেকমেটের পাল্লায় পড়ার আগেই তার চেকমেট হতে হবে।

চেকমেট মানেই ছেলে না। চেকমেট হওয়ার মানে স্তনে হাত বুলানোর বাহানা না। জাস্ট মুখে বললেই হবে বা ভদ্র ভাবে বুঝানোর মত ব্যবস্থার চিন্তা করতে হবে।

ভিডিওটি নেগেটিভ ভাবে বানানো যাতে এটা ছড়াতে পারে - তাতে তারা সফল। কিন্তু, এর মিনিং তারা যা বুঝাতে চেয়েছিল - সেটা আমরাই উল্টোভাবে নিয়েছি। সেটার জন্য ভিডিওয়ের লাস্ট কয়েকটা সেকেন্ড আর আমাদের মানসিকতাই দায়ী। পজিটিভ ভাবে নেওয়ার সামর্থ্য আমাদেরই নাই - সমস্যার সমাধান তাহলে হবে কোত্থেকে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.