নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদেনি

বাদল১৩১০

বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদেনি

বাদল১৩১০ › বিস্তারিত পোস্টঃ

ছাগুদের কিছু FAQ(Frequently Asked Questions)এবং আমার উত্তর

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২১

প্রশ্ন : সবাই খালি জামাত নিধনের স্লোগান দিচ্ছে কেন, আরো যে হাজার-হাজার রাজাকার আছে তাদের কি হবে, তাদের কথা কেউ বলে না কেন

উত্তর : খুব ভাল করছে, এইডা আরো আগে করার কথা ছিল, বাঙালি সহিষ্ণু জাতি বইলা এত দিন পরে করতেছে। দুই ধরনের চুর থাকে, এক ধরনের চুরি কইরা চুপ মাইরা থাকে , আরেক ধরনের আছে যারা পরের দিন সকালে আপনার মাল আপনার কাছেই ডাবল দামে বিক্রি করতে আসে, জামাতি রাজাকার হইলো এই ২য় ধরনের চুর। পাতি রাজাকার-হাতি রাজাকার সবারই বিচার হবে, কিন্তু সবার আগে গু-আজম আর টিক্কা খানের জারজ, জামাতি গুলার বিচার হবে, পছন্দ হইলে শাহবাগে গিয়া শামিল হন না হইলে ঘরে বইসা হস্তমৈথন করেন, অদূর ভবিষ্যতে আপনার বিচারও হবে। কারণ তুই একটা ছাগু।



প্রশ্ন: শেখ মুজিব যেখানে সবাই কে ক্ষমা করে দিয়েছিলেন সেইখানে এত দিন পর বিচারের কথা উঠলো কেন?

উত্তর: অপরাধের বিচার হবার আগে ক্ষমা করে দেবার বিধান বাংলাদেশ কেন, পৃথিবীর কোথও নাই।মানবতা বিরুধী অপরাধ, সাধারণ ক্ষমার আওতায় পরে না। শেখ মুজিবুর রহমান তোদের মত গু-গোবর খেয়ে মানুষ হয়নাই যে মা-বোনের উপর অত্যাচার কারী আলবদরদের নুরানী দাড়ি আর উন্মুক্ত পুটু দেইখা দিন-দুনিয়া ভুইলা যাবে।



প্রশ্ন: সাইদী সাহেব রাজাকার কিনা জানি না, তবে উনি বিরাট বড় আলেম, তার বিরুদ্ধে আন্দোলন করা কি ঠিক?

উত্তর: দুর্জন বিদ্যান হলেও পরিতাজ্য। সাইদী যে কত বড় আলেম তা তার নাম google করলেই বুঝা যায়। তার জ্ঞানের পরিধি তার মেশিনের মতই বিশাল।



প্রশ্ন : শাহাবাগে যারা গেছে তারা সবাই নাকি হাম্বা লীগের দালাল ?

উত্তর: হাম্বা লীগের দালালরা মোমবাতি জ্বলিয়া আন্দোলন করে না, তারা লগি-বৈঠা নিয়া আন্দোলন করে, তর মত পেয়ারে পাকিস্তানি লোকজন ৭১ রে মুক্তিযোধাদের ভারতের দালাল বলত, তাতে তাদের সংগ্রাম থেমে থাকে নাই, এইবারও থাকবে না।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

অাবু জাফর বলেছেন: রাজনীতি/ইসলামী রাষ্ট্র/খেলাফত ব্যাতীত কোন ইসলাম হয় না-ইসলামী রাষ্ট্র ব্যাতিত কষ্মিনকালেও দুনিয়ায় শান্তি আসবে না। !!!
নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ !!!
http://www.amarblog.com/boiragi/posts/152332
রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম ইসলামই নয়
Click This Link
http://www.somewhereinblog.net/blog/sohel007
খিলাফত ও আমাদের অবস্থান
http://www.amarblog.com/iidob/posts/157258
মুসলিম দুনিয়ার মুশরেক নেতৃত্ব
Click This Link
পূর্ণাঙ্গ ইসলাম পরিচিতি
http://ohilibrary.blogspot.com/

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

বাদল১৩১০ বলেছেন: বানান বাংলাদেশরে ইসলামী রাষ্ট্র বানান। মানা করছে কে? খালি এই রাষ্ট্রের প্রধান যেন নিজামী, সায়েদী না হয়। তাদের নিয়া বানাইতে চাইলে পেয়ারে পাকিস্তান চইলা যান, এইখানে সুবিধা হবে না।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুমমম....

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

নাওেয়দ বলেছেন: প্রথম প্রশ্নে আমার উত্তর:
একটা দিয়ে শুরু হোক। বাকিদের ব্যাপারে সোচ্চার হওয়ার সময় এসেছে। লিস্ট বানায় ব্লগে দেন। ঘরে বসে না থেকে প্ল্যাকার্ড বানান - লিফলেট ছাপান। আস্তে আস্তে সব হবে।

দ্বিতীয় প্রশ্নে আমার উত্তর:
মুজিবের নামের আগে বঙ্গবন্ধু যোগ করার প্রয়োজন ছিল মনে হয়

তৃতীয় প্রশ্নে আমার উত্তর:
দালাল থাকতেই পার। আপনি-আমি বাংলাদেশের দালাল হলেই চলে।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০

বাদল১৩১০ বলেছেন: ধন্যবাদ, ভুল-ত্রুটির জন্য দুঃখিত, ছাগুদের কথা শুইনা মাথা খালি গরম হইয়া যায়।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

কলাবাগান১ বলেছেন: পেয়ারে পাকিস্তানি লোকজন ৭১ রে মুক্তিযোধাদের ভারতের দালাল বলত, তাতে তাদের সংগ্রাম থেমে থাকে নাই, এইবারও থাকবে না।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

পাভেল খান বলেছেন: নিজের মতের সাথে না মিললে কাউকে ছাগু অথবা নাস্তিক বলে ফতোয়া দেওয়া আজকালের আবাল পোলাপানদের মুদ্রা দোষে পরিণত হয়েছে। যত্তসব ওভার স্মার্টনেস।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

বাদল১৩১০ বলেছেন: ভ৷ইজ৷ন গু-আজমের চেল৷দের ছ৷গু বল৷য় কি মনে কষ্ট পাইছেন?

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

নাওেয়দ বলেছেন: কলাবাগান১: আওয়ামিলীগকে ভারতে আর জামায়াতকে পাকিস্তানে পাঠায় দিলেই তো হয়!

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

পাভেল খান বলেছেন: নাহ। আপনার মূর্খতা দেখে কষ্ট পাইছি।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

বাদল১৩১০ বলেছেন: ছাগু যে এত বড় নুরানী শব্দ আগে জানতাম না তো, কাওকে ছাগু বলার আগে কি আদালতের অনুমতি লাগে? আর ছাগুদের প্রতি আপনার ভালবাসা দেখে I must say তুইও একটা ছাগু...

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

শহুরে আগন্তুক বলেছেন: দ্বিতীয় জবাবটা বিশেষভাবে লাইক।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৩

বাদল১৩১০ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.