নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদেনি

বাদল১৩১০

বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদেনি

বাদল১৩১০ › বিস্তারিত পোস্টঃ

জামিতী জিহাদ নামা (কাল্পনিক)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

ভাইলোক ইংরেজি তে একটা কথা আছে I must be cruel only to be kind .মানে নাস্তিক মারলে বেহেস্ত পাক্কা।

আমদের দেশ আজ নাস্তিকে-নাস্তিকে ভইরা গেছে, কিয়ামতের দিন সামনে চলে আসতেছে। ইমান পরীক্ষা দেবার এইডাই শ্রেষ্ঠ সময়। আমি জিহাদী মৌলবী, আর তুমি ছাড়া বাকি সবাই নাস্তিক। ধর আর মার, তুমি মরলে শহীদ বাচলে গাজী।ছহি ধর্ম পালন করার এমন সুযোগ আর পাবা না। রাস্তায় নাইমা ঈমানের পরীক্ষা দাও। ইসলাম শান্তির ধর্ম বইলা যেসব মুসুল্লি চুপ কইরা থাকে তাদের উদ্দেশে আমি বলতে চাই, তোমরা সব কাপুরুষ। তোমাদের সবার আগে ঠান্ডা করা হবে। তোমরা হিন্দুর দালাল,তোমরা গান্ন্দী বাদী, আমরা জিন্না বাদী।ভাইরা আমার আপনারা বলেন আমরা কি মালাউন জাতি না মুসলমান জাতি, তাইলে কেন আমরা লাংটা মালাউন এর কথা মত অহিংসা আন্দোলন করব? শাহবাগে যারা আছে তারা সবাই মালাউন এর দালাল, ওরা নাস্তিক।ওদের একটা-একটা ধর আর জবাই কর। বেহেস্তে যাবার এমন সুবর্ণ সুযোগ আর পাবা না, এমন সুযোগ এর আগে একবারই আসছিল ৭১ সালে, আপনাদের দুয়া আর পাক বাহিনীর মেহেরবানীতে আমরা ৩০ লক্ষ নাস্তিক ধংস করছিলাম।কিন্তু দুঃখের কথা কি বলবো এই নাস্তিকেরা মশা-মাছির মত বংশ বিস্তার করে, এখন নাকি এরা ১৬ কোটি হইয়া গেছে,এইবার এদের একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে যাতে সারা জীবন মনে রাখে।



সবার আগে ভাঙ্গতে হবে শহীদ মিনার, কত্তবড় বেইমান জাতি কবেকার কোন ৫২ সালে বাংলা ভাষায় ম্যা-ম্যা করার জন্য কয়ডা নাস্তিক পুলিশের গুলি খাইছিল তাদের জন্য আবার মাজার বানাইছে নাম দিছে শহীদ মিনার।প্রতি বছর ২১ তারিখ আবার ফুল ছিটায়া নাচ গান করে। যত্তসব বেদাতি কাজ কারবার। ক্যান ৭১ সালে যে কত দেশপ্রেমী রাজাকার-আলবদর, বেইমান সন্ত্রাসী মুক্তিবাহিনীর হাতে জীবন দিল তাদের জন্য তো কোনো শহীদ মিনার বানায়না। উল্টা যে কয়জন দেশপ্রেমী রাজাকার বাইচা আছে তাদের ফাসী দেওর লাগি চাংরা নাস্তিকেরা শাহবাগে আন্দোলন শুরুকরচে। এমন অবিচার মাইনা নেওয়া যাই আপনারাই বলেন।সব নষ্টের মূল এই চাংরা নাস্তিকেরা, এদের ঠান্ডা করতে পারলেই দেশ ঠান্ডা। যতক্ষণ এইদেহে প্রাণ আছে আর আমার উপর পাকিস্তানি বড় ভাইদের সমর্থন আছে ততক্ষণ পর্যন্ত আমি এই জিহাদ চালায়ে যাব, আমার সাথে একমত থাকলে কাল মাঠে নামেন আর না হইলে দেখা হবে কিয়ামতের দিন, সেইদিন জবাব জবাব দিতে পারবেন না।

পাকিস্তান জিন্দাবাদ।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

গধযনঁন বলেছেন: বাংলা ফ্যামিলি- উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী নতুন মাধ্যম
আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টপিক কনটেস্ট
এখন থেকে প্রতি মাসে প্রথম ৩ জন সর্বোচ্চ পোস্ট দাতা পুরস্কার পাবেন।
প্রতিমাসে আমাদের ব্লগ এবং FACEBOOK পেজ এ জানিয়ে দেওয়া হবে।
আপনি পুরস্কার Payza/Paypal/Libertyreserve/ bKASH/ব্যাংক/মোবাইল রিচার্জে নিতে পারবেন।
আরও জানতে এইখানে

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

গধযনঁন বলেছেন:
বাংলা ফ্যামিলি- উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী নতুন মাধ্যম
আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টপিক কনটেস্ট
এখন থেকে প্রতি মাসে প্রথম ৩ জন সর্বোচ্চ পোস্ট দাতা পুরস্কার পাবেন।
প্রতিমাসে আমাদের ব্লগ এবং FACEBOOK পেজ এ জানিয়ে দেওয়া হবে।
আপনি পুরস্কার Payza/Paypal/Libertyreserve/ bKASH/ব্যাংক/মোবাইল রিচার্জে নিতে পারবেন।
আরও জানতে এইখানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.