![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সায়েদী হুজুরের মুক্তির দাবিতে "কহেকাফ" হইতে জিন বাদশার আগমন। তিনি একই নন নির্ভর যুগ্য সূত্র থেকে জানা গেছে হুজুরের মুক্তির দাবি ও মাহমুদুর রহমানের কাছ থেকে অটোগ্রাফ নিতে হাজার-হাজার জিন ও পরি বাংলাদেশের উদ্দেশে রওনা করছে। ছাগু সমাজের প্রতি বাংলাদেশের মানুষের নির্মম আচরণে মর্মাহত জিন সম্প্রদায়।প্রতিবদে মুখর জিন-পরি রা কাল আজিমপুর কবরস্থানে এক প্রতিকী মিছিলে অংশ নেয়, এ সময় জিনদের,"হায় হুজুর-হায় হুজুর" এবং পরীদের "হায় মেশিন-হায়-মেশিন" ধ্বনিতে কেপে উঠে পার্শবর্তী এলাকার আকাশ বাতাস।
এদিকে "সিনা চূহান "কে দেওয়া এক এক্সক্লুসিভ ইন্টারভিওতে জিন বাদশা বলেন "বাংলার মানুষ বিরাট হারামি, তারা মেশিনের মর্যাদা বুঝে না।"
এত্ত তারাতারি এত জিন সমাগম কেমন করে করলেন? এই প্রশ্নের জবাবে আবেগ আপ্লুত হয়ে পরেন জিন সম্রাট, তিনি বলেন, আলিফ-লায়লা বন্ধ হয়ে যাবার পরথেকে কর্মহীন হয়ে পরেছে জিন সমাজ, পকেটে টেকা -টুকা নাই, ঘরেও শান্তি নাই।
আমাদের এই দুরবস্থায় ত্রানকর্তার মত হাজির হয়ছেন জনাব মহা মধু ইবনে কদু রহমান, তিনি বলছেন সায়েদীর মুক্তির দাবিতে মিছিল করলে টেকা -টুকা কিছু দিব। শুধু মাত্র মিছিল করেই ক্ষান্ত নন এই প্রতিভাবান জিন, আগামী শ্ক্কুর বার অনন্ত জলিলের সাথে সাক্ষাতের কথাও রয়েছে তার। অনন্ত জলিলর পরবর্তী ছবিতে তাকে ভিলেনের চরিত্রেও দেখা যেতে পারে, অনন্ত জলিলের সাথে সাক্ষাতকে সামনে রেখে তিনি এরইমধ্যে এফ . এম . মেথরডের ইংরেজি ক্লাস্সেও অংশ নিচ্ছেন।তার ইংরেজি ক্লাস কেমন যাচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি আমাদের "ভা ভা ব্লাক শিপ" কবিতা থেকে কয়েক লাইন আবৃতি করে শোনান।
২| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৩৩
বাদল১৩১০ বলেছেন: জিন বাদশা ত.. চয়েচ ভাল
৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:৫৮
শাকিল ১৭০৫ বলেছেন: হাসতেই আছি
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২১
বাদল১৩১০ বলেছেন: মেশিন চলবে...
৪| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:১১
ধলা বিলাই বলেছেন: মু হা হা হা....
৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯
রিমঝিমবৃষ্টি বলেছেন: দারুন,
অনেক মজা পাইলাম।
খুব ভাল লিখেছেন।
পোস্টে প্লাস
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:২৯
বাদল১৩১০ বলেছেন: ধন্যবাদ, জিন হইতে সাবধান !!!!!!
৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪
শান্তশিষ্ট বলেছেন: প্রতিবদে মুখর জিন-পরি রা কাল লক্ষীপুরে এক প্রতিকী মিছিলে অংশ নেয়, এ সময় জিনদের, হায় হুজুর-হায় হুজুর, এবং পরীদের হায় মেশিন-হায়-মেশিন-হায় মেশিন ধ্বনিতে কেপে উঠে পার্শবর্তী এলাকার আকাশ বাতাস।
মেশিনের কর্মজীবন সার্থক!!
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩
বাদল১৩১০ বলেছেন: পরীরা নাকি পারিশ্রমিকও চায় না, একবার খালি ওই নুরানী মেশিনের দর্শন চায়
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:২৫
আমি মেহমান বলেছেন: ছাগলদেরকে Ba Ba Black Sheep শুনাবে ন তো কি?