নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু সত্য সুন্দর থাকতে চাই তার সাথে ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

আবুল বাহার

আমার আমি ঃ সবার সাথে চলতে চাই (জামাত-শিবির ছাড়া) । তর্ক হবে যুক্তি দিয়ে ।বিতর্ক হবে বন্ধুত্ব পূর্ন আলোচনায় ।অশ্লীল রুচীহীন আলোচনা থেকে দুরে থাকতে চাই সবসময় । ঘোষনা ঃ মা, মাটি, দেশ আর ধর্ম নিয়ে অযৈক্তিক সমালচনা এবং বাংলা ব্লগে ইংরেজী মন্তব্য বীনা কৈফিয়তে মুছে ফেলা হবে । শখ ঃ গান শোনা, বিচিএ সব ছবি সংগ্রহ করা । প্রিয় মানুষ ঃ আমার মা । প্রিয় বন্ধু ঃ নোমান , মাহবুব সুমন , পিয়া , জাভেদ , সুচিত্রা , জসিম , খোকন , রিপন .....

আবুল বাহার › বিস্তারিত পোস্টঃ

সুবর্না মোস্তফা আবার বিয়ে করেছেন , পাত্র ৩২ বছর বয়সী নাট্য পরিচালক সৌদ ।

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:০৮

হুমায়ুন ফরিদীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আবার বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্না মোস্তফা ।

ছেলের বয়সটা দেখে ভিমড়ী খাইলাম :) নাট্য পরিচালক বদরুল আলম সৌদ (৩২)।

অসম এই বিয়েটা নিয়ে আমি বিব্রত । কারন সুবর্না আমার প্রিয় অভিনেত্রীদের অন্যতম ।

জানিনা শেষ পরিনতি কি হবে । দোয়া করি তোমরা সুখি হও ।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-১

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১০

আসিফ আহমেদ বলেছেন: ঘটনা সত্য?

যতো খুশি দরকার করুক। অভিনয় ভালো করে , সেটাই ঘটনা।
তবে এগুলো শুনলে হোচট খাওয়া লাগে।

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২৬

আবুল বাহার বলেছেন: হ ঘটনা সত্য ।
আমার ও তাই । বিয়া ব্যক্তিগত ব্যাপার । অভিনয়টা ভালো করলেই হয় । আমার প্রিয় অভিনেত্রী তাই একটু হোঁচট খাইলাম।

২| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১১

অপূর্ব সোহাগ বলেছেন: ছেলের বয়সটা দেখে ভিমড়ী খাইলাম ----
ক্যানো বুঝলাম না?

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২৮

আবুল বাহার বলেছেন: অসম বিবাহ তাই।
আপনি কি েমঘপুত্র নিকটা পাল্টাইলেন?

৩| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১১

বিবর্ণ বলেছেন: আমার বয়সও ৩২ হাহাহাহা.....

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২৯

আবুল বাহার বলেছেন: দুধের স্বাদ ঘোলে মিঠান আর কি করবেন ।


আপনাকে কে নাকি কচি শশা খাওয়াইছে । তার নামটা কৈলেন না ?

৪| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১৩

ছটিক মাহমুদ বলেছেন: সমস্যা কোথায়। একজন ৪০/৫০ বুড়া যদি পারে ১৮/২০ মেয়েকে বিয়ে করতে তাহলে সুর্বনা পারবেনা কেন? হুমায়ুন আহমেদতো তার মেযের বান্ধবীকে বিয়ে করেছে।

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩১

আবুল বাহার বলেছেন: কুন সমস্যা নাই।
প্রিয় মানুষতো তাই একটু চ্যাকা খাইছি :)

৫| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১৬

অপূর্ব সোহাগ বলেছেন: ঠিক !! ফরীদির কথা নাই উঠলো। সুবর্ণা যাকে বিয়ে করছে তার বয়স ৩২ হয়েছে বলে সমস্যা কই? এখনও কী সেই প্রথা আছে যে মেয়ের বয়স কম আর ছেলের বয়স বেশি না হলে বিয়ে হবে না? এইসব ধারণা প্রহসন বটে...

৬| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১৭

শিরোনামহীন বলেছেন: যা খুশি তা করুক , আমাদের কি? :|

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৪

আবুল বাহার বলেছেন: আসলেই আমাদের কি ?

তয় আপারে পচন্দ করতাম । ভালো অভিনয় করে । মিষ্টি চেহারা ।

তাই চ্যাকা খাইলাম ।:(

৭| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২১

পথিক মানিক বলেছেন: ভালোবাসায় সব জায়েজ.......:)

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৫

আবুল বাহার বলেছেন: এই না কৈছেন আসাল কথা ।

ভুইল্ল্যা গেছিলাম ,,,,,,,,,,,,,,

৮| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৮:২১

আমি ও আমরা বলেছেন: মানসিক এবং দৌহিক দুই চাহিদা মেটানোর, একাকিত্ব দুরিভূত করার জন্য, ৩২ বছরের যুবকরা ফিট। এই ক্ষেত্রে সূবর্না ভূল করেনাই। সুখে থাক, নাটক ভালো করলেই হয়।

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৩৯

আবুল বাহার বলেছেন: তাইলে কি আমিও ফিট ?

সুখে থাক, নাটক ভালো করলেই হয় ।

৯| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৮:২২

আমি ও আমরা বলেছেন: আরে বাহার ভাই নাকি? তাইলে আবার জিগান কেন? কোরিয়ান আজুম্মাদের দেখেন না? কাদের পছন্দ করে?

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৪২

আবুল বাহার বলেছেন: আজুম্মাদের পছন্দ বাপ্পী ভাইদের মত................ :)


আমি আকাশি ছাড়া নাই ...........:(

কেমন আছেন আপনি ?

১০| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৮:২৮

আলী আরাফাত শান্ত বলেছেন: তাই নাকি?

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৪৩

আবুল বাহার বলেছেন: হ তাই !!!!

১১| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৩২

নাফিস ইফতেখার বলেছেন: তরুণদের জন্য সুখবর.....যেহেতু সূবর্ণা বেঁচে আছেন ও থাকবেন আরো কিছুকাল, তাই যে কেউই বনে যেতে পারেন Mr. Suborna ;)

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৪৫

আবুল বাহার বলেছেন: নায়ক চেহারার নাফিস তৈরী থাকুন:)

১২| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৯:০৫

রেটিং বলেছেন: সুবর্নারে আমিও ভালা পাই। খালি সামনা সামনি দেখা হয় নাই বইলা/ ....কোথাও কেও নেই দেইখা আমি পাগল ছিলাম ওর জন্য...আহরে ও এখন অন্যের ঘরনী .।:(

১৩| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৯:১৮

আবুল বাহার বলেছেন: তলে তলে এতদুর ?
আহারে ও এখন অন্যের ঘরনী..:)

আহারে....... গত ২২ বছর আছিল হুমায়ুন ফরীদির ঘরনী:(

১৪| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৩২

মুহিব বলেছেন: ছেলের বয়সটা দেখে উৎসাহিত হলাম। আমিও ................

০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৮

আবুল বাহার বলেছেন: কার বয়স দেখে মুহিব ?
সৌদের ?

১৫| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪৭

গ্রুপেন ফুয়েরার বলেছেন: ভালো বাসা, সামাজিকতা, শরীর... কোনটা যে গৌণ আল্লা মালুম

০৯ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৩০

আবুল বাহার বলেছেন: বাসা ভালোটাই চাই, সামাজিকতা তো লাগবই আর শরীর...............

১৬| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪৮

ময়ুরবাহন বলেছেন: সুবর্না মোস্তফার একটা বড়ো পোস্টার দেবেন।

০৯ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৫৫

আবুল বাহার বলেছেন: হাতে নাই যে !!

১৭| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪৯

আমি ও আমরা বলেছেন: ভালো আছি বাহার ভাই, না আমি এখন কারো জন্য ফিট না, আমাকে এখন ফিট করতে হলে মানুস বলবে রিকোন্ডিশন মাল।

১৮| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০০

বুমবুম বলেছেন: বদ ভাইর সুরত তো বেশি ভালা না তাইলে কি আমি বুকিং দিয়া রাখব?সুবর্নারে ভালা পাই:|

১১ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১৩

আবুল বাহার বলেছেন: ফকিরার খানা ফকিরা দেখতে পারে না ।:)

১৯| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০১

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: এই প্রসঙ্গে একটা পোষ্ট গতকাল প্রথম পাতা থেইকা ডিলিট হইসে ...
আজ আবার ...
দুইদিন পরে হয়ত শুনুম সুবর্না ১৮ বছরের পোলারে বিয়া করসে...
আজিব দুনিয়া ...

২০| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৪

কর্মী বলেছেন: @আমি ও আমরা বলেছেন: মানসিক এবং দৌহিক দুই চাহিদা মেটানোর, একাকিত্ব দুরিভূত করার জন্য, ৩২ বছরের যুবকরা ফিট। এই ক্ষেত্রে সূবর্না ভূল করেনাই। সুখে থাক, নাটক ভালো করলেই হয়।

তাইলে তো কইতে হয়, সউদ সাহেব কাজটা কি করলেন? হাহ হাহ হাহ!

২১| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫৭

কোপা সামছু বলেছেন: বুইড়া ফরিদী সুবর্নারে ধইরা রাখতে পারল না, আর ৩২ বছরের ছোকরা কি করতে পারব?
দুই দিন পরে তো পক্ষি আবার উড়াল দিব.... (আমার গুরুর ডায়ালগ)

২২| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১২

দখিনা বাতাস বলেছেন: এই জন্যই গুরুজন রা কয়, ভালবাসা আন্ধা................

২৩| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩০

আউটসাইডার বলেছেন: সুবর্না অহন কি আর আগের মত .....পারবো!!! রিটায়ারমেন্টের সময় আয়া পরছে, বদ ভাই কেমনে কি করবো বুজলাম না। বদ ভাই তো উল্টা বিপদে পরবো বইলা মনে লয়। ৩২ বচরের তাগড়া জওয়ান এর চাহিদা....অনেক!!!!!!!!

মন্তব্য কি অশ্লীল হয়া গেল নি? হইলে মাফ চায়া রাকলাম।প্লীজ ব্যান কইরেন না!!!!!!!!!!

২৪| ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫৬

মো: খায়রুল বাসার বলেছেন: অশ্লীল মন্তব্যে দুঃখিত ও হতাশ হলাম ।
সুবর্নার প্রথম বিয়েতে হতাশ হয়েছিলাম ।
কিন্তু এই বিয়েতে খুশী হলাম ।

২৫| ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩১

প‌্যান্ট ঢিলা মাস্তান বলেছেন: ছাগল পাগল। এদের মানসিক চিকিৎসা প্রয়োজন।

২৬| ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩২

প‌্যান্ট ঢিলা মাস্তান বলেছেন: আফজাল হোসেন আগেই বলছিলো সুবর্ণার ব্যাপারে। কেবলমাত্র সেক্স এর জন্য বিয়ে করাটা অশ্লিলই। এখানে কেউ যদি লাভ এর কথা বলে তো বলবো শালা গাধা।

২৭| ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৬

নাভদ বলেছেন:
ভালো থাকুক নব দম্পতি।

২৮| ০৯ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৪২

রন্টি চৌধুরী বলেছেন: সুবর্না ফরিদী দম্পতিকে ভাল লাগত।
এ বিষয়ে কিছু বলার নেই। যার যার ব্যাক্তিগত ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.