| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরু হবে নাদুসনুদুস
খাড়া খাড়া শিং,
বলবে লোকে এতো দেখি
কিং অব দা কিং।
গরু হবে কটকটা লাল
সিঁদুর সিঁদুর রঙ,
পাশের বাড়ির মেয়েটি দেখে
করবে কত ঢঙ।
গরু হবে লম্বা লেজে
এলোকেশী চুল,
ভালোবেসে দিবে কেউ
এক গুচ্ছ ফুল।
গরু হবে হরিন হরিন
ডাগরডাগর চোখ,
পাড়ার লোকে বলবে এসে
এমন গরুই হোক।
কল্পনাতে রঙ লাগিয়ে
যদু গেল হাটে,
পাইকারের মিস্টি কথায়
পড়লো ভীষন বাটে।
দাম দিয়ে আনলো কিনে
হাড় কংকাল ষাঁড়,
ঘরের ভিতর থাকে লুকিয়ে
মুখ দেখাই ভাড়।
---------------------------------------
২৫ সেপ্টেম্বর ২০১৫
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১
প্রামানিক বলেছেন: দারুণ ছড়া। ধন্যবাদ