![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" আমি ব্লগ পড়ি, মন্তব্য করতেই বেশি ভালোবাসি " - যুক্তি দিয়ে মন্তব্য করব । যেটা কারও মনে আঘাত ও হতে পারে আবার দু;খেরও হতে পারে ।
এই যে দেখুন গোবর গনেশ
ল্যাজে গোবরে উঁচিয়ে শুঁড়,
সকাল বেলায় সামুতে বসে
খাচ্ছে মাখিয়ে চিঁড়ে ও গুড়।
সারাদিন শুধু বসে বসে খেয়ে
পেট টি বাড়ছে দিন কে দিন,
উচ্ছে ঝিঙে কুমড়ো আলু
সজিনা বেগুন শিম ও বিন ।
নিমেষে উধাও গন্ডা লুচি
সিমাই পরোটা আলুর দম,
আয়েস করে খেয়েযে পায়েস
তুলছো ঢেকুঁর ভোলে বোম।
শুধু বসে খেলে হে গণদেব
লিখবে কে হে কবিতা ?
লম্বোদরের কান্ড দেখো
কলাবউ যার বণিতা ।
গোবর ছেড়ে উঠে বসো
স্নান করে এসো নদীতে,
বাগিয়ে ধুতি গায়ে দোহাতি
পড়ে বসো এই গদিতে ।
এ ছড়া মজা করে লেখা - কোন মাইন্ড খাইয়েন না ।
©somewhere in net ltd.